হোয়াটসঅ্যাপে কারও সঙ্গে চ্যাট করার সময় ভুল কিছু পাঠালে সেটি এডিট করার সুযোগ ছিল না। সর্বোচ্চ সেটি ডিলিট করা যেত। তবে এবার সেই মেসেজ এডিটের সুবিধা নিয়ে এসেছে মেটার মালিকানাধীন এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ। এই সুবিধার মাধ্যমে পাঠিয়ে দেওয়া মেসেজ এডিট করার জন্য ১৫ মিনিট পর্যন্ত সময় পাবেন ব্যবহারকারীরা। ১৫ মিনিট পার হয়ে গেলে আর এই সুযোগ পাওয়া যাবে না।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশের প্রতিবেদন অনুযায়ী, মেসেজ এডিটের সুবিধা চালু হলে ব্যবহারকারীরা নিজেদের পাঠানো যেকোনো মেসেজের তথ্য পরিবর্তন করতে পারবেন। ফলে হোয়াটসঅ্যাপের ‘ডিলিট ফর এভরিওয়ান’ সুবিধা ব্যবহার করে পুরো মেসেজ মুছে নতুন করে আবার পাঠাতে হবে না। তবে প্রাপককে মেসেজ এডিটের কথা জানাবে হোয়াটসঅ্যাপ।
যেভাবে মেসেজ এডিট করবেন-
প্রথমে হোয়াটসঅ্যাপ অ্যাপের কোনো চ্যাট খুলতে হবে। এবার যে মেসেজটি এডিট করতে করতে হবে সেটার ওপর কিছুক্ষণ ট্যাপ করে রাখতে হবে। এরপর অনেকগুলো অপশনস দেখা যাবে। এর মধ্যে ‘এডিট মেসেজ’ অপশনে ট্যাপ করলে লেখা সংশোধনের সুযোগ পাওয়া যাবে।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে