রোববার, ০৪ জুন ২০২৩

সেকশন

 

পাকিস্তানে জাকাত বিতরণের সময় পদদলিত হয়ে ১১ নারী-শিশুর মৃত্যু

আপডেট : ৩১ মার্চ ২০২৩, ২২:৪২

পাকিস্তানের করাচিতে পদদলিত হয়ে ১১ জনের মৃত্যু। ছবি: সংগৃহীত  পাকিস্তানের করাচিতে জাকাত বিতরণের সময় পদদলিত হয়ে ১১ নারী-শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে আট নারী ও তিন শিশু রয়েছে। আহত হয়েছেন পাঁচজন। আজ শুক্রবার পুলিশ ও উদ্ধারকারীদের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা ও দ্য ডন। 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, শুক্রবার এ ঘটনা ঘটে। একটি ফ্যাক্টরির বাইরে খাবার সংগ্রহের জন্য কয়েক শ মানুষ লাইনে দাঁড়ান। দীর্ঘ লাইনে ধাক্কাধাক্কিতে পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটে। পুলিশ কর্মকর্তা মুঘিস হাশমি বলেন, এ সময় অনেকেই নালায় পড়ে যান। 

স্থানীয় বাসিন্দারা জানান, নালার কাছের একটি দেয়াল ধসে পড়ে। পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটে। 

মুঘিস হাশমি বলেন, ফ্যাক্টরির মালিক খাবার বিতরণের বিষয়টি আগে থেকে পুলিশকে অবহিত করেননি। স্থানীয় পুলিশ আগে থেকে জানলে তাঁরা এখানে থাকতে পারত। 

স্বজন হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন এক নারী। ছবি: সংগৃহীত পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি কর্তৃপক্ষকে ঘটনার কারণ তদন্ত করার নির্দেশ দিয়েছেন। 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, আজকের এই দুর্ঘটনাটিসহ গত সপ্তাহ থেকে এ পর্যন্ত বিনা মূল্যে খাবার সংগ্রহ করতে গিয়ে দেশটিতে মোট ২১ জনের মৃত্যু হয়েছে। 

মোহাম্মদ আরসালান নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, বিনা মূল্যে খাবার সংগ্রহে সকাল থেকেই এখানে ভিড় করতে শুরু করে মানুষ। পদদলিত মানুষের কান্নার শব্দ তিনি শুনতে পান বলে জানান। 

কেয়ামারীর সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) ফিদা হোসেন জানওয়ারী দ্য ডনকে জানান, প্রায় ৪০০ জনের মতো নারী এখানে জড়ো হয়েছিলেন। ফ্যাক্টরির গেট বন্ধ করে দেওয়া হয়।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     
     

    ভারতে ট্রেন দুর্ঘটনা: সামনে-পেছনে শুধু মৃতদেহ, ভেসে আসছে কান্নার শব্দ

    কানাডায় সিগারেটই দেবে মৃত্যুর বার্তা

    ইমরান খানের বিচার সামরিক আদালতে হওয়া উচিত: স্বরাষ্ট্রমন্ত্রী 

    কাঞ্চনজঙ্ঘা অভিযানে গিয়ে এভারেস্ট বিজয়ী জার্মান পর্বতারোহীর মৃত্যু

    তরুণদের নিয়ে দল সাজাবেন ইমরান খান

    লাইভে এসে কয়েক বোতল মদ পান করে চীনা তরুণের মৃত্যু

    এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ১৭ আগস্ট

    টিসিবির পণ্য বিক্রির সময় কাউন্সিলর প্রার্থীর জন্য ভোট চাওয়ার অভিযোগ

    গ্রামীণফোন ও ব্যাংক এশিয়ার মধ্যে চুক্তি সই

    জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রী বললেন, ক্রয় করাটা অসম্ভব হয়ে পড়েছে

    টঙ্গীতে মোটরসাইকেলে বাসের ধাক্কা, চালক পিষ্ট কাভার্ড ভ্যানের চাকায়

    প্রক্সি কাণ্ডে জড়িত ছাত্রলীগ নেতা শান্ত বহিষ্কার