
পাকিস্তানের করাচিতে জাকাত বিতরণের সময় পদদলিত হয়ে ১১ নারী-শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে আট নারী ও তিন শিশু রয়েছে। আহত হয়েছেন পাঁচজন। আজ শুক্রবার পুলিশ ও উদ্ধারকারীদের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা ও দ্য ডন।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, শুক্রবার এ ঘটনা ঘটে। একটি ফ্যাক্টরির বাইরে খাবার সংগ্রহের জন্য কয়েক শ মানুষ লাইনে দাঁড়ান। দীর্ঘ লাইনে ধাক্কাধাক্কিতে পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটে। পুলিশ কর্মকর্তা মুঘিস হাশমি বলেন, এ সময় অনেকেই নালায় পড়ে যান।
স্থানীয় বাসিন্দারা জানান, নালার কাছের একটি দেয়াল ধসে পড়ে। পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটে।
মুঘিস হাশমি বলেন, ফ্যাক্টরির মালিক খাবার বিতরণের বিষয়টি আগে থেকে পুলিশকে অবহিত করেননি। স্থানীয় পুলিশ আগে থেকে জানলে তাঁরা এখানে থাকতে পারত।
পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি কর্তৃপক্ষকে ঘটনার কারণ তদন্ত করার নির্দেশ দিয়েছেন।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, আজকের এই দুর্ঘটনাটিসহ গত সপ্তাহ থেকে এ পর্যন্ত বিনা মূল্যে খাবার সংগ্রহ করতে গিয়ে দেশটিতে মোট ২১ জনের মৃত্যু হয়েছে।
মোহাম্মদ আরসালান নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, বিনা মূল্যে খাবার সংগ্রহে সকাল থেকেই এখানে ভিড় করতে শুরু করে মানুষ। পদদলিত মানুষের কান্নার শব্দ তিনি শুনতে পান বলে জানান।
কেয়ামারীর সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) ফিদা হোসেন জানওয়ারী দ্য ডনকে জানান, প্রায় ৪০০ জনের মতো নারী এখানে জড়ো হয়েছিলেন। ফ্যাক্টরির গেট বন্ধ করে দেওয়া হয়।

পাকিস্তানের করাচিতে জাকাত বিতরণের সময় পদদলিত হয়ে ১১ নারী-শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে আট নারী ও তিন শিশু রয়েছে। আহত হয়েছেন পাঁচজন। আজ শুক্রবার পুলিশ ও উদ্ধারকারীদের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা ও দ্য ডন।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, শুক্রবার এ ঘটনা ঘটে। একটি ফ্যাক্টরির বাইরে খাবার সংগ্রহের জন্য কয়েক শ মানুষ লাইনে দাঁড়ান। দীর্ঘ লাইনে ধাক্কাধাক্কিতে পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটে। পুলিশ কর্মকর্তা মুঘিস হাশমি বলেন, এ সময় অনেকেই নালায় পড়ে যান।
স্থানীয় বাসিন্দারা জানান, নালার কাছের একটি দেয়াল ধসে পড়ে। পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটে।
মুঘিস হাশমি বলেন, ফ্যাক্টরির মালিক খাবার বিতরণের বিষয়টি আগে থেকে পুলিশকে অবহিত করেননি। স্থানীয় পুলিশ আগে থেকে জানলে তাঁরা এখানে থাকতে পারত।
পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি কর্তৃপক্ষকে ঘটনার কারণ তদন্ত করার নির্দেশ দিয়েছেন।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, আজকের এই দুর্ঘটনাটিসহ গত সপ্তাহ থেকে এ পর্যন্ত বিনা মূল্যে খাবার সংগ্রহ করতে গিয়ে দেশটিতে মোট ২১ জনের মৃত্যু হয়েছে।
মোহাম্মদ আরসালান নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, বিনা মূল্যে খাবার সংগ্রহে সকাল থেকেই এখানে ভিড় করতে শুরু করে মানুষ। পদদলিত মানুষের কান্নার শব্দ তিনি শুনতে পান বলে জানান।
কেয়ামারীর সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) ফিদা হোসেন জানওয়ারী দ্য ডনকে জানান, প্রায় ৪০০ জনের মতো নারী এখানে জড়ো হয়েছিলেন। ফ্যাক্টরির গেট বন্ধ করে দেওয়া হয়।

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসের নীতিনির্ধারকেরা গ্যাবার্ডের পূর্বতন রাজনৈতিক অবস্থান নিয়ে সন্দিহান ছিলেন। তাই তাঁকে এই অভিযানের পরিকল্পনায় সম্পৃক্ত করা হয়নি।
৬ ঘণ্টা আগে
ফক্স নিউজকে ট্রাম্প বলেন, ‘সে (মাচাদো) আগামী সপ্তাহে আমার সঙ্গে দেখা করতে আসছে। আমি তার সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছি। আমি নোবেলের বিষয়টি শুনেছি। যদি সে এমন কিছু করে, তবে এটি বড় সম্মানের বিষয় হবে।’
৬ ঘণ্টা আগে
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ডস (আইআরজিসি)। শনিবার (১০ জানুয়ারি) এক বিবৃতিতে তারা বিক্ষুব্ধ জনতার উদ্দেশ্যে রেডলাইন ঘোষণা করে।
৮ ঘণ্টা আগে
মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ কিউবার বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতিকে অত্যন্ত ‘শোচনীয়’ হিসেবে বর্ণনা করলেও, দেশটির কমিউনিস্ট সরকারের পতন এখন সময়ের ব্যাপার—এমন কোনো প্রমাণ পায়নি। গত সপ্তাহে ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, কারাকাসের সমর্থন...
৯ ঘণ্টা আগে