শনিবার, ১০ জুন ২০২৩

সেকশন

 

ন্যাটোর সদস্য হতে ফিনল্যান্ডের আর কোনো বাধা নেই

আপডেট : ৩১ মার্চ ২০২৩, ১৬:৩৭

সামরিক জোটে ন্যাটোতে যোগদানে ফিনল্যান্ডের আর কোনো বাধা নেই। ছবি: টুইটার পশ্চিমা সামরিক জোট নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন-ন্যাটোতে যোগদানে ফিনল্যান্ডের আর কোনো বাধা নেই। তুরস্কের পার্লামেন্ট বৃহস্পতিবার (৩০ মার্চ) ফিনল্যান্ডকে ন্যাটোতে যোগদানে অনুমতি দেওয়াসংক্রান্ত একটি বিল অনুমোদন দেওয়া হয়। এর মাধ্যমে সামরিক জোটে যোগদানে ফিনল্যান্ডের শেষ বাধাটিও দূর হলো।

আল জাজিরার প্রতিবেদনে জানা যায়, ন্যাটোতে যোগদানের বিষয়ে হাঙ্গেরির পার্লামেন্টের পর বৃহস্পতিবার তুরস্কের পার্লামেন্টে হওয়া ভোটে ২৭৬ সদস্য ফিনল্যান্ডের পক্ষে ভোট দেন। ফিনল্যান্ডের সদস্যপদ অনুমোদনকারী জোটের ৩০ সদস্যের মধ্যে তুরস্কের পার্লামেন্টই ছিল সর্বশেষ।

ফিনল্যান্ডকে নিয়ে প্রাথমিকভাবে আপত্তি জানিয়েছিল তুরস্ক। প্রায় এক বছর ধরে আলোচনার পর এ মাসের শুরুর দিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান আশ্বাস দিয়েছিলেন, ফিনল্যান্ডের যোগদানের বিষয়ে তাদের আর কোনো আপত্তি নেই। এরই ধারাবাহিকতায় সমস্ত এমপি ফিনল্যান্ডের পক্ষে ভোট দিয়েছেন। ফলে ৩১তম ন্যাটো সদস্য দেশ হিসেবে ফিনল্যান্ডের যোগদানে আর কোনো বাধা রইল না।

অতীতে কোনো সামরিক জোটে যুক্ত হতো না নরডিক রাষ্ট্র ফিনল্যান্ড। কিন্তু ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরুর পর নীতি পরিবর্তন করে হেলসিংকি। এমনকি ন্যাটোয় যোগ দেওয়ার আগ্রহ দেখায়। রাশিয়ার সঙ্গে ১ হাজার ৩০০ কিলোমিটার সীমান্ত আছে ফিনল্যান্ডের। ফলে নিরাপত্তা বিবেচনায় দ্রুত ন্যাটোয় যোগ দিতে চেয়েছিল দেশটি।

এদিকে ভোটের পর ফিনিশ প্রেসিডেন্ট সাউলি নিনিসটো সমর্থন দেওয়ার জন্য ন্যাটোর ৩০ সদস্য রাষ্ট্রকে ধন্যবাদ জানান। টুইটারে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমি আপনাদের আস্থা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানাতে চাই। ফিনল্যান্ড শক্তিশালী মিত্র হবে এবং জোটের নিরাপত্তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।’

এ ছাড়া তুরস্কের অনুমোদন পাওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন ন্যাটোপ্রধান জেনস স্টলটেনবার্গ। ফিনল্যান্ডের যোগদানে ন্যাটো পরিবার আরও শক্তিশালী এবং নিরাপদ হয়ে উঠবে বলে মন্তব্য করেন তিনি।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    জার্মানিতে তৈরি হচ্ছে পাউরুটির বিয়ার

    ইউক্রেন: নিপ্রোর জলে ভেসে যাওয়া মাইন বিপদের কারণ

    লুক্সেমবার্গে ফ্রি গণপরিবহন চালুর তিন বছর, সমগ্র ইউরোপ কি হাঁটবে একই পথে

    অভিন্ন শরণার্থীনীতি গ্রহণ করতে পারে ইইউ

    ইউক্রেনে বাঁধ ভাঙল, কিয়েভ ও মস্কো একে অপরকে দুষছে

    খেরসনে ‘রুশ হামলায়’ বাঁধ ভেঙে ৮ এলাকা প্লাবিত

    ঢাকায় সমাবেশ করার অনুমতি পেল জামায়াত

    ফ্রান্সে ছুরি হামলার ঘটনায় আলোচনার কেন্দ্রে এখন ‘ব্যাকপ্যাক হিরো’

    পৌরসভা ও ইউপি নির্বাচনে আ.লীগের মনোনয়ন পেলেন যারা

    বহিষ্কৃত প্রার্থীদের পক্ষে কাজ করলে ব্যবস্থা, বিএনপির মনিটরিং সেল গঠন

    বিএনপির সঙ্গে সংলাপের আশার প্রদীপ নিভে যায়নি: কাদের

    অপাত্রে ভোট দিয়ে আর ধোঁকা নয়: খুলনায় হাতপাখার প্রার্থী