সোমবার, ২৯ মে ২০২৩

সেকশন

 

সংবিধানের দোহাই দিয়ে এবার পার পাওয়া যাবে না: আমীর খসরু 

আপডেট : ২৯ মার্চ ২০২৩, ২১:০১

আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি  আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে হবে। সংবিধানের দোহাই দিয়ে এবার আর পার পেয়ে যাওয়ার সুযোগ নেই। সরকারের উদ্দেশে এমন কড়া হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় আমীর খসরু বলেন, ‘একটা কথা আজকে পরিষ্কার করে বলতে চাই, সংবিধানের দোহাই দিয়ে রেহাই পাবেন না। সংবিধান আগে সংশোধন করেন আর পরে সংশোধন হোক, আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে। চিন্তা করে বলতে হবে। সবকিছু কেড়ে নিয়ে সংবিধানের দোহাই দিয়ে এবার পার পাওয়া যাবে না।’ 

জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (জেটেব) আয়োজিত ওই সভায় সরকারের সমালোচনা করে আমীর খসরু বলেন, ‘বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে জোর করে ক্ষমতা দখল করতে চায় সরকার। এর জন্য যে কাজগুলো করতে হচ্ছে, সেগুলো হচ্ছে গুম, খুন, মিথ্যা মামলা, গায়েবি মামলা, গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নেওয়া, বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নেওয়া, বাক্‌স্বাধীনতা কেড়ে নেওয়া, জনগণের জীবনের নিরাপত্তা কেড়ে নেওয়া। সবকিছুর মূলে হচ্ছে দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে অব্যাহতভাবে ক্ষমতা দখল করার জন্য এই সবকিছু করা হচ্ছে। এসবের পেছনে তাদের (সরকার) একটাই যুক্তি, আর তা হচ্ছে, সংবিধান মোতাবেক নাকি নির্বাচন করতে হবে।’ 

আমীর খসরু বলেন, ‘যে সংবিধান ভোটের অধিকারকে নিশ্চিত করেছে, সেই সংবিধান লঙ্ঘন করে ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। গুম-খুন, নির্যাতন করা হচ্ছে; সেটা সংবিধান লঙ্ঘন নয়? শুধু ভোট কেড়ে নেওয়ার জন্য সংবিধানের দোহাই দিলে সেটা জনগণ মেনে নেবে?’ 

এদিন গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠানে গণতান্ত্রিক দল হয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ কেন গণতন্ত্র হত্যা করেছে, সেই প্রশ্ন তোলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। তিনি বলেন, ‘অনেকে বলেন, বিএনপির জন্ম ক্যান্টনমেন্টে হয়েছে, জিয়াউর রহমান সৈনিক ছিলেন। তাঁর প্রতিষ্ঠিত দল নাকি ক্যান্টমেন্টের দল। তর্কের খাতিরে ধরে নিলাম বিএনপির জন্ম ক্যান্টনমেন্টে, যদিও সেটা বাস্তব সত্য নয়। আওয়ামী লীগের জন্ম ক্যান্টনমেন্টে নয়, যারা নিজেদের গণতান্ত্রিক দল বলে দাবি করে, তারা কেন বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করছে? স্বাধীনতার পর বাকশাল করে একবার গণতন্ত্র হত্যা করেছে, আবার এখন গণতন্ত্র হত্যা করেছে।’

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    আমাদের জীবন দিয়ে হলেও ভোটচোরকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করব: মির্জা ফখরুল

    নায়ক ফারুকের আসনে উপনির্বাচনে আলোচনায় আজমত উল্লা

    মার্কিন ভিসা নীতির কারণে বিএনপির নির্বাচন বর্জনের ষড়যন্ত্র ভেস্তে গেছে: ওবায়দুল কাদের

    ভবিষ্যতের জন্য আমাকে প্রস্তুতি নিতে বলেছেন প্রধানমন্ত্রী: আজমত উল্লা

    বিদেশে বাংলাদেশের প্রভু নেই, বন্ধু আছে: কাদের

    গ্রেপ্তারের খেলায় মেতে উঠেছে সরকার: মির্জা ফখরুল 

    বাংলাদেশে আসা নিয়ে মার্তিনেজ বললেন, ‘আমি তোমাদের ভালোবাসি’

    ইউনিলিভার ও বুয়েটের মধ্যে গবেষণায় অংশীদারত্ব নিয়ে চুক্তি সই

    রাজ ধনেশ পাচারের দায়ে এক ব্যক্তিকে কারাদণ্ড

    বেলকুচিতে মোটরের সঙ্গে শাড়ি পেঁচিয়ে নারীর মৃত্যু

    আমাদের জীবন দিয়ে হলেও ভোটচোরকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করব: মির্জা ফখরুল

    সৈয়দপুরে জিএম কাদেরের গাড়িবহর আটকে দিলেন জাপার নেতা-কর্মীরা