রোববার, ০৪ জুন ২০২৩

সেকশন

 

ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা

আপডেট : ২৯ মার্চ ২০২৩, ১৭:২৮

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি: এএফপি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ইসলামাবাদের একটি আদালত। বিচারককে হুমকি দেওয়া মামলায় এই গ্রেপ্তারি পরোয়ানা বলে জিও নিউজের প্রতিবেদনে জানা যায়।

বুধবার (২৯ মার্চ) বেসামরিক বিচারক মালিক আমান এই রায় ঘোষণা করেন। এর আগে শুনানি থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন ইমরান খান। তবে তা খারিজ করে দেয় আদালত। একই সঙ্গে ইমরানকে আগামী ১৮ এপ্রিল আদালতে হাজির করার বিষয়ে নির্দেশনা দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শুনানির সময় ইমরান খানের আইনজীবীরা জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা বহাল রাখার অনুরোধ করেছিলেন। কারণ পিটিআই চেয়ারম্যানের নিরাপত্তা হুমকি রয়েছে। তবে আদালত এই অনুরোধ প্রত্যাহার করে।

মামলার অভিযোগ গত বছর আগস্টে ইমরান খানের একটি রাজনৈতিক বক্তৃতার সঙ্গে সম্পর্কিত। ২০ আগস্ট ওই বক্তৃতায় ইমরান পুলিশ প্রধান ও একজন নারী বিচারকের বিরুদ্ধে তাঁর নেতা কর্মীদের আটক ও দুর্ব্যবহার করার অভিযোগ করেন। এ সময় পুলিশ প্রধান ও বিচারকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন সাবেক এই পাক প্রধানমন্ত্রী। এর পরিপ্রেক্ষিতে ইমরান খানের বিরুদ্ধে বিচারককে হুমকি দেওয়া অভিযোগে মামলা করা হয়।

বর্তমানে ইমরান খানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সম্প্রতি ৯টি মামলায় জামিন পেয়েছেন তিনি। এর মধ্যে আটটি সন্ত্রাসবাদের মামলায় এবং একটি দেওয়ানি মামলায় জামিন মঞ্জুর করেছে দেশটির শীর্ষ আদালত। এর আগে পাকিস্তানের ইসলামাবাদ হাইকোর্ট একটি দুর্নীতি মামলায় ইমরানের বিরুদ্ধে জারি করা জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা ১৮ মার্চ পর্যন্ত স্থগিত করা হয়।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     
     

    ভারতে ট্রেন দুর্ঘটনা: সামনে-পেছনে শুধু মৃতদেহ, ভেসে আসছে কান্নার শব্দ

    ভারতে ট্রেন দুর্ঘটনা: ‘কাঁদতে কাঁদতে শিশুটিও কিছুক্ষণ পর মারা যায়’

    দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে নৌপথে পাচার হয় ক্রিস্টাল মেথ: জাতিসংঘের প্রতিবেদন

    ৩ ইউরোপীয়কে মুক্তি দিল ইরান

    ভারতে দুই ট্রেনের সংঘর্ষ: নিহত ৩৮, আহত ৪০০

    কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে তালেবানপ্রধানের গোপন বৈঠক

    টেকনাফে রোহিঙ্গা কিশোরের কবজি কেটে ফেরত দিল অপহরণকারীরা 

    ট্রেনের যাত্রাবিরতি দাবি, বিক্ষোভ–ভাঙচুর স্টেশন মাস্টারকে মারপিট

    মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথোরিটির বার্ষিক প্রতিবেদনের মোড়ক উন্মোচন

    রাবি কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় খাবারের দাম কমানোসহ কয়েক দফা দাবিতে মানববন্ধন 

    দিনাজপুরে ৬৫ বছরের মধ্যে সর্বোচ্চ ৪১ দশমিক ১ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড 

    নির্বাচনকালীন সরকারের ব্যাপারে অস্পষ্টতা নেই: আইনমন্ত্রী