শনিবার, ১০ জুন ২০২৩

সেকশন

 

সবাইকে সংযমী হতে হবে: প্রধান বিচারপতি 

আপডেট : ২৫ মার্চ ২০২৩, ২২:৩১

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে ল’ রিপোর্টার্স ফোরাম আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য দেন প্রধান বিচারপতি। ছবি: আজকের পত্রিকা   প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, ‘সবাইকে পরকালে বিচারের মুখোমুখি হতে হবে। সেই বিচারের মুখোমুখি হয়ে আমরা কি জবাব দিব? সে জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। রাসুল (সা.) যে পথ আমাদেরকে দেখিয়েছেন সেই পথ অনুসরণ করার চেষ্টা করতে হবে। আমাদের সংযমী হতে হবে। তাহলে শেষ বিচারের দিন হিসাব-নিকাশ সহজে দিতে পারব।’

আজ শনিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে ল’ রিপোর্টার্স ফোরাম আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, ‘আমার কাছে মনে হয়, আমরা কেমন যেন অসহিষ্ণু হয়ে উঠছি। সারা বিশ্বে যে সংকট শুরু হয়েছে আমাদের দেশেও তা হতে পারত। সেই সংকট মোকাবিলার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সবাইকে সহনশীল ও সংযমী হওয়ার আহ্বান জানান তিনি।

ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি আশুতোষ সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমেদ সারোয়ার হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় ইফতার মাহফিলে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ. ম রেজাউল করিম, সুপ্রিম কোর্ট বারের সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন আপিল বিভাগের বিচারপতি মো. নুরুজ্জামান, বিচারপতি মো. বোরহান উদ্দিন, হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসান, বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার, বিচারপতি জাফর আহমেদ, বিচারপতি খিজির হায়াত, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী, সুপ্রিম কোর্ট বার সম্পাদক আব্দুন নূর দুলালসহ ল’ রিপোর্টার্স ফোরামের সদস্যরা।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     
     

    বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে আ.লীগ সরকার: প্রধানমন্ত্রী

    ‘একজন চিফ জাস্টিসকেও নামিয়ে দিয়েছিলাম’—তাপসের বক্তব্য খতিয়ে দেখছেন সুপ্রিম কোর্ট

    আইনজীবী-বিচারকদের পোশাক পরিবর্তনে প্রধান বিচারপতির আলোচনা শনিবার

    পবিত্র জুমাতুল বিদা আজ

    ফাঁকা বাসায় স্বর্ণালংকার-টাকা না রেখে যাওয়ার অনুরোধ আইজিপির

    সোশ্যাল মিডিয়া ব্যবহারে বিচারকদের যা যা মানতে হবে

    খুলনা সিটি নির্বাচন: আ.লীগের বিরুদ্ধে মধুর অভিযোগ মুখে মুখে, বলছে প্রতিপক্ষরা 

    ইন্টারনেট ব্যবহারই ৮৬ শতাংশ তরুণ শিক্ষার্থীর মানসিক সমস্যার কারণ: সমীক্ষা

    ভাত দেওয়ার নাম নাই, কিল মারার গোঁসাই: পরিকল্পনামন্ত্রী

    রায়পুরে ছাত্রলীগের এক পক্ষের আনন্দ মিছিলে আরেক পক্ষের হামলার অভিযোগ

    আত্রাই নদে নিখোঁজের এক দিন পর ভেসে উঠল বৃদ্ধের মরদেহ