আজ ৩৬ বছরে পা দিলেন সাকিব আল হাসান। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা ক্রিকেটার হিসেবে এরই মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন। সর্বকালের সেরা অলরাউন্ডারদের সংক্ষিপ্ত তালিকায়ও নিজের নাম লিখিয়েছেন। সাকিবের জন্মদিনে দেখে নেওয়া যাক মজার কিছু তথ্য, যার অনেকটাই হয়তো জানেন, আবার অনেক কিছুই হয়তো জানেন না।
- শিক্ষা সনদে সাকিবের নাম খন্দকার সাকিব আল হাসান।
- সাকিব জীবনে প্রথম যে ই-মেইল খুলেছিলেন, সেটিতে শিক্ষাপ্রতিষ্ঠান বিকেএসপি ও নিজের ক্যাডেট নম্বর ব্যবহার করেছিলেন।
- সাকিবের ব্যাংক কর্মকর্তা বাবা মাশরুর রেজার স্বপ্ন ছিল ছেলেকে ফুটবলার বানাবেন। বাবাকে না জানিয়েই বিকেএসপির ক্রিকেট প্রতিভা অন্বেষণ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন।
- মেসিভক্ত সাকিব বিকেএসপিতে একবার প্রীতি ফুটবল ম্যাচ খেলতে ইংল্যান্ড থেকে প্রায় লাখ টাকা দিয়ে বুট কিনে এনেছিলেন।
- স্ত্রী উম্মে আহমেদ শিশিরের সঙ্গে সাকিবের প্রথম পরিচয় ফেসবুকে। দুজনের বিয়ে ১২.১২.১২ তারিখে।
- মোটরসাইকেলের প্রতি আলাদা টান আছে সাকিবের, গত বছর জানিয়েছিলেন, তাঁর সংগ্রহে বাইক আছে পাঁচটি।
- নিজের জন্মদিনে কখনো আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি সাকিবের।
- ছোটবেলায় সাকিব ডাক্তার-ইঞ্জিনিয়ার-পাইলট হতে চেয়েছিলেন।
- সাকিবের বিখ্যাত হয়ে যাওয়া ‘৭৫’ জার্সি নম্বরটা ক্যারিয়ারের শুরুতে ক্রিকেট বোর্ড থেকেই দেওয়া, নিজ থেকে চেয়ে নেননি।
- ফেসবুকে সাকিবের অনুসারী দেড় কোটি, কোনো ব্যক্তি হিসেবে যেটি বাংলাদেশে যৌথ সর্বোচ্চ। এই রেকর্ডে সাকিবের সঙ্গে আছেন নায়িকা পরিমণী।
- খেলোয়াড়ি জীবন শেষে ৫-১০ হাজার মানুষের কর্মসংস্থান তৈরির স্বপ্ন সাকিবের।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে