শনিবার, ১০ জুন ২০২৩

সেকশন

 

রাহুল গান্ধীর কারাদণ্ড নিয়ে বিরোধীদের বৈঠক আজ

আপডেট : ২৪ মার্চ ২০২৩, ১২:১৪

কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ছবি: টুইটার একটি মানহানির মামলায় ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীর দুই বছরের কারাদণ্ড নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতাদের সঙ্গে আজ শুক্রবার বৈঠক ডেকেছে কংগ্রেস। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সকাল ১০টায় এ বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।

গতকাল বৃহস্পতিবার ৫২ বছর বয়সী রাহুল গান্ধীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন গুজরাটের সুরাটের একটি আদালত। তবে এই মামলায় রাহুলকে ৩০ দিনের জামিন দিয়েছেন আদালত। এর মধ্যে রায়ের বিরুদ্ধে তাঁকে উচ্চ আদালতে আপিল করতে হবে। তা না হলে তাঁকে গ্রেপ্তার করা হতে পারে।

২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে কর্ণাটকের কোলারে একটি সমাবেশে বক্তৃতা করার সময় রাহুল গান্ধী অভিযোগ করে বলেছিলেন, ‘সব চোরের ডাক নাম কীভাবে মোদি হয়!’ তাঁর এই মন্তব্যের পর বিজেপির বিধায়ক ও গুজরাটের সাবেক মন্ত্রী পূর্ণেশ মোদি রাহুলের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় গতকাল কারাদণ্ডাদেশ পান রাহুল গান্ধী।

এই রায়ের পর আজ বৈঠক ডেকেছে কংগ্রেস। দলটির সিনিয়র নেতা জয়রাম রমেশ সাংবাদিকদের বলেন, ‘এটি কেবল একটি আইনি সমস্যা নয়, এটি একটি অত্যন্ত গুরুতর রাজনৈতিক সমস্যাও, যা আমাদের গণতন্ত্রের ভবিষ্যতের সঙ্গে সম্পর্কিত। এটি মোদি সরকারের প্রতিহিংসার রাজনীতি, হুমকির রাজনীতি, ভয় দেখানোর রাজনীতির একটি বড় উদাহরণ।’

জয়রাম রমেশ আরও জানান, দলের করণীয় সম্পর্কে গতকাল সন্ধ্যায় কংগ্রেসের প্রধান মালিকার্জুন খার্গের বাসভবনে একটি বৈঠক হয়েছে। প্রায় দুই ঘণ্টার বৈঠকে নানা বিষয়ে আলোচনা হয়েছে। কংগ্রেসের প্রধান বলেছেন, সারা দেশের প্রদেশগুলোর কংগ্রেসের প্রধান ও আইনসভার কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠক করে আন্দোলনের পরিকল্পনা করা হবে।

কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, আজ বেলা সাড়ে ১১টায় বা দুপুরের দিকে সমস্ত বিরোধী দলের নেতা-কর্মীরা সংসদ থেকে রাষ্ট্রপতি ভবনের দিকে মিছিল নিয়ে যাবেন। তাঁরা প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর কাছে তাঁদের বক্তব্য তুলে ধরবেন।

আগামী সোমবার থেকে প্রধান বিরোধী দল দিল্লি ও অন্যান্য রাজ্যে বিক্ষোভ করবে বলে জানিয়েছে কংগ্রেস।

জয়রাম রমেশ বলেন, ‘আমরা আইনিভাবেও লড়াই করব। তবে এটি একটি রাজনৈতিক প্রতিযোগিতাও। আমরা সরাসরি লড়াই করব, পিছপা হব না, ভয় পাব না। কারণ এটি একটি বড় রাজনৈতিক সমস্যা।’

এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে বলেও জানিয়েছেন তিনি।

এদিকে ২০১৩ সালে ভারতের সুপ্রিম কোর্ট এক রায়ে বলেছিল, কোনো সংসদ সদস্য যে মুহূর্তে কোনো অপরাধে দোষী সাব্যস্ত হন এবং কমপক্ষে দুই বছরের সাজাপ্রাপ্ত হন, তখন থেকে তিনি অযোগ্য বলে বিবেচিত হন।

বিশেষজ্ঞদের মতে, গুজরাটের সুরাটের বিচারিক আদালতের আদেশের ভিত্তিতে লোকসভা সচিবালয় রাহুল গান্ধীকে অযোগ্য ঘোষণা করতে পারে এবং তার ওয়ানাড আসনটি শূন্য ঘোষণা করতে পারে। পরে ওই আসনে নির্বাচন ঘোষণা করবে নির্বাচন কমিশন। এমনটি তখনই হবে, যখন উচ্চ আদালতে দোষী সাব্যস্ত হবেন রাহুল।

এদিকে এই রায়ের পর রাহুল গান্ধী এক টুইটার পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, ‘আমার ধর্ম সত্য ও অহিংসার ওপর প্রতিষ্ঠিত। সত্যই আমার ঈশ্বর, অহিংস উপায়েই তাকে পেতে হয়।’

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    যুবককে রাস্তায় ছুরিকাঘাতে হত্যাচেষ্টা, মায়ের ডাকে সাড়া দিল না কেউ

    আর্জেন্টিনায় আদালতের শুনানিতে রোহিঙ্গারা

    ডোনাল্ড ট্রাম্প এবার হোয়াইট হাউসের নথি সরানোর মামলায় অভিযুক্ত

    সন্ত্রাসী গোষ্ঠীর হুমকিতে ‘ড্রেস কোড’ নিয়ে ক্ষমা চাইলেন অধ্যক্ষ

    সাবমেরিন নির্মাণে ভারতে ৫২০ কোটি ডলার বিনিয়োগ করবে জার্মানি

    আইনজীবীর বেশে খুনি, আদালত চত্বরে গ্যাংস্টারকে গুলি করে হত্যা

    ঢাকায় সমাবেশ করার অনুমতি পেল জামায়াত

    ফ্রান্সে ছুরি হামলার ঘটনায় আলোচনার কেন্দ্রে এখন ‘ব্যাকপ্যাক হিরো’

    পৌরসভা ও ইউপি নির্বাচনে আ.লীগের মনোনয়ন পেলেন যারা

    বহিষ্কৃত প্রার্থীদের পক্ষে কাজ করলে ব্যবস্থা, বিএনপির মনিটরিং সেল গঠন

    বিএনপির সঙ্গে সংলাপের আশার প্রদীপ নিভে যায়নি: কাদের

    অপাত্রে ভোট দিয়ে আর ধোঁকা নয়: খুলনায় হাতপাখার প্রার্থী