শনিবার, ১০ জুন ২০২৩

সেকশন

 

অগ্রণী ব্যাংকের অনুষ্ঠানে সলীম উল্লাহ

যোগ্যদের ঋণ না দেওয়ায় খেলাপি বাড়ছে

আপডেট : ২৩ মার্চ ২০২৩, ১৫:৩৫

অগ্রণী ব্যাংকের অনুষ্ঠানে সলীম উল্লাহ। ছবি: সংগৃহীত ব্যাংকের খেলাপি ঋণ বেড়ে যাচ্ছে, যার মূলে রয়েছে যথাযথ যাচাই-বাছাই ছাড়া অযোগ্যদের ঋণ বিতরণ। এভাবে অযোগ্যদের ঋণ দিলে তারা তো অর্থ ভালোভাবে কাজে লাগাতে পারবে না। ব্যবসায় ক্ষতি হবে। আর ব্যবসায় ক্ষতি হলে ঋণ ফেরত দিতে পারবে না। এ রজন্য ঋণ বিতরণ ও মনিটরিংয়ে গুরুত্ব বাড়াতে হবে।

গতকাল বুধবার রাজধানীতে অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘মাসিক মুনাফা সঞ্চয় প্রকল্প’ -এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ।

সলীম উল্লাহ বলেন, ‘ব্যাংকিং ব্যবসা অন্য ব্যবসার মতো নয়। অগ্রণী ব্যাংক পর্ষদ তা ভালো করে জানে। তারা ভালোভাবে চালাচ্ছে। তবু খেলাপি ঋণ বেড়ে গেছে। খেলাপি কমাতে যোগ্যদের যথাযথ জায়গায় পদায়ন করতে হবে। যেন তাঁরা ঋণ বিতরণ এবং গ্রাহকের ওপর নজরদারি রাখতে পারে। তাহলে ঋণ আদায় হবে। এটি করতে না পারলে খেলাপির কারণে ব্যাংকের সব অর্জন মূল্যহীন হবে। কেননা, বর্তমানে ব্যাংকিং খাতের বড় মাথাব্যথা খেলাপি ঋণ। 
অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্যে ব্যাংকটির চেয়ারম্যান ড. জায়েদ বখত বলেন, ‘অগ্রণী ব্যাংকের অবস্থান এখন পর্যন্ত ভালো। পূর্বের কিছু ঋণের কারণে খেলাপি কমছে না। বিভিন্ন আদালতে রিট করার সময় একটা অংশ জমা দেওয়ার ব্যবস্থা করলে খেলাপি কমে আসবে। পুরোপুরি নিষ্পত্তির পরে গ্রাহকের পক্ষ গেলে তারা অর্থ ফেরত পাবে। আর সকল রিট দ্রুত নিষ্পত্তিরও উদ্যোগ দরকার।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকটির পরিচালক বিশ্বজিত ভট্টাচার্য খোকন, মফিজ উদ্দীন আহমেদ, কাশেম হুমায়ূন, কে এম এন মঞ্জুরুল হক লাবলু, খোন্দকার ফজলে রশিদ, তানজিনা ইসমাইল, মো. শাহাদাত হোসেন, মোহাম্মদ মাসুদ রানা চৌধুরী এবং পর্যবেক্ষক ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. জাকির হোসেন চৌধুরী।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    এশিয়া টাইমসের বিশ্লেষণ: পাল্টে যাচ্ছে বিশ্ব অর্থনীতি

    বিদেশে যেতে চাইলে ফ্ল্যাট-জমিসহ সব সম্পদের তথ্য দিতে হবে: সংসদে বিল

    ৩য় বার ইনফোসিস-ফিনাকল ইনোভেশন অ্যাওয়ার্ড পেয়েছে কমিউনিটি ব্যাংক

    বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, এসএমই ফাউন্ডেশন ও সিডব্লিউসিসিআইয়ের মধ্যে সমঝোতা স্মারক সই

    বিলুপ্তপ্রায় জাতের গাছ সংরক্ষণের উদ্যোগ ব্র্যাক ব্যাংকের

    প্রিমিয়ার ব্যাংকের বাংলাবাজার এসএমই শাখা এখন নতুন ঠিকানায়

    প্রেমিকার বিয়ে হয়ে যাওয়ায় দুধ দিয়ে গোসল যুবকের 

    বিমানবন্দরে ভারতীয় নারীর ট্রলিব্যাগে পাওয়া গেল ১২ কোটি টাকার কোকেন

    নাটোরে হাসপাতাল থেকে চুরি নবজাতক বিক্রি কুষ্টিয়ায়, পরে উদ্ধার

    শ্যামপুর থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক

    সিটি নির্বাচন

    রাজশাহীতে কাউন্সিলর প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়ার অভিযোগ

    খুলনা সিটি নির্বাচন: আ.লীগের বিরুদ্ধে মধুর অভিযোগ মুখে মুখে, বলছে প্রতিপক্ষরা