আগামীকাল শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। এই সময় সবাই চান পরিবারের কাছাকাছি থাকতে। তবে কর্মস্থলে রমজান মাসে কাজের চাপ খানিকটা কম থাকে। তাই অনেকে এ সময় ভ্রমণে যান। রোজার মাসে ভ্রমণে কিছু বিষয় খেয়াল রাখা উচিত। যেমন:
- ধর্মীয় বিষয়গুলো প্রাধান্য দিতে হবে। নামাজের সময়সূচি, ইফতার, সাহ্রির সময়সূচি ইত্যাদি খেয়াল রেখে চলুন।
- রমজান মাসে ভ্রমণের ভালো সময় রাত। সারা দিন রোজা রেখে শরীর ক্লান্ত হয়ে পড়ে। সে ক্ষেত্রে ইফতারের পর বিশ্রাম নিয়ে ভ্রমণ করলে শরীরের ক্লান্তির ভাব কিছুটা হলেও কমে।
- ইফতার ও সাহ্রির সময় বিবেচনায় রেখে ভ্রমণের সময় নির্ধারণ করবেন। এতে এই সময় আপনি মানসিকভাবে নিশ্চিন্তে থাকতে পারবেন।
- ভ্রমণে যেকোনো সময় ঘটে যেতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা। যাত্রাপথে ব্যাগে পর্যাপ্ত পানি, খেজুর ও শুকনো খাবার রাখুন। এতে ইফতারের সময় দুশ্চিন্তায় পড়বেন না।
- স্বাস্থ্যগত বিষয়গুলো বিবেচনায় রাখতে হবে। স্বাস্থ্য খারাপ হলে দ্রুত ব্যবস্থা নিতে হবে।
- ভ্রমণকালে স্থানীয় মানুষের সংস্কৃতি ও মূল্যবোধের বিপরীত কোনো কাজ করবেন না।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে