Alexa
শনিবার, ২৫ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

সরকারি চাকরি থেকে স্বজনদের বরখাস্ত করার নির্দেশ তালেবানের

আপডেট : ২০ মার্চ ২০২৩, ০১:২০

তালেবান ক্ষমতা নেওয়ার পর সরকারি নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ রয়েছে। ছবি: এএফপি সরকারি পদে নিয়োগ দেওয়া আত্মীয়–স্বজনদের বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন আফগানিস্তানের সর্বোচ্চ তালেবান নেতা। শীর্ষ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদার জারি করা অধ্যাদেশে কর্মকর্তাদের উদ্দেশে বলা হয়েছে, সরকারি পদ থেকে ছেলে বা পরিবারের অন্য সদস্যদের প্রতিস্থাপন করতে হবে এবং ভবিষ্যতে আত্মীয়–স্বজনদের নিয়োগ দেওয়া থেকে বিরত থাকুন।

২০২১ সালে তালেবান ক্ষমতা গ্রহণ করার সময় আফগান সরকারের কিছু জ্যেষ্ঠ আমলাকে বরখাস্ত করা হয়। বাকিদের অধিকাংশই পালিয়ে যান। এরপর ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে অযোগ্য ও অনভিজ্ঞ কর্মচারীদের নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। 

পাকিস্তানের পেশোয়ার ভিত্তিক আফগান ইসলামিক প্রেস প্রতিবেদন করেছে, বেশ কয়েকজন জ্যেষ্ঠ তালেবান কর্মকর্তা তাঁদের ছেলেদের সরকারের গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন—এমন অভিযোগ ওঠার পরই শীর্ষ নেতার পক্ষ থেকে এমন ডিক্রি জারি করা হলো। 

গত শনিবার প্রশাসনিক বিষয়ক কার্যালয়ের টুইটার পেজে ডিক্রিটির একটি ছবি পোস্ট করা হয়েছে।

তালেবান কাবুলে প্রবেশের পর এবং দেশটির নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করার পর থেকে আফগানিস্তান গভীর অর্থনৈতিক ও মানবিক সংকটের সম্মুখীন হয়েছে। যেখানে বিদেশি সামরিক বাহিনী দুই দশক ধরে দেশটিতে অবস্থানকালে হাজার হাজার মানুষ নিহত এবং লাখ লাখ বাস্তুচ্যুত হয়েছে।

ক্ষমতা দখলের পর তালেবান সরকারের সদস্যদের ওপর পশ্চিমারা নিষেধাজ্ঞা আরোপ করেছে। যুক্তরাষ্ট্র আফগান কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক সম্পদ জব্দ করেছে। বেশির ভাগ বিদেশি তহবিল স্থগিত করা হয়েছে। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের অর্থনীতির জন্য এসব অনুদানই ছিল লাইফলাইন।

আফগানিস্তান প্রাকৃতিক গ্যাস, তামা এবং বিরল মৃত্তিকাসহ মূল্যবান প্রাকৃতিক সম্পদের আধার। এসব খনিজ সম্পদের আনুমানিক মূল্য ১ ট্রিলিয়ন (১ লাখ কোটি) ডলার। কিন্তু কয়েক দশকের সংঘাতের কারণে সেই মজুতে হাতই দিতে পারেনি দেশটির কর্তৃপক্ষ।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    রাশিয়ার মধ্যস্থতায় সম্পর্ক পুনঃস্থাপনে সৌদি-সিরিয়া আলোচনা

    মানহানির মামলায় রাহুল গান্ধীর দুই বছরের কারাদণ্ড

    আইএমএফের ঋণের প্রথম কিস্তি ৩৩ কোটি ডলার পেল শ্রীলঙ্কা

    মিয়ানমারে সংঘর্ষে ৮৮ জান্তা সদস্য নিহত

    ভূমিকম্পে পাকিস্তান ও আফগানিস্তানে ১২ জনের প্রাণহানি

    শক্তিশালী ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান-পাকিস্তান ও ভারত

    পাকিস্তানকে হারিয়ে আফগানিস্তানের ইতিহাস

    শ্যামনগরে ঝড়ের কবলে নৌকাডুবিতে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার 

    হোমনায় ৯ দিনেও নিখোঁজ মাদ্রাসাছাত্রের সন্ধান মেলেনি 

    মাহিরা খানের শাহরুখপ্রীতি, চটেছেন পাকিস্তানি সিনেটর

    গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু 

    ক্ষতিপূরণ মেলেনি ৩২ বছরেও