ভারতীয় মেট্রো স্টেশনগুলোর নান্দনিকতা এবং স্থাপত্যশৈলী নিয়ে প্রশ্ন তুলে সমালোচনার মুখে পড়েছেন জেট এয়ারওয়েজের সিইও সঞ্জীব কাপুর। গতকাল শনিবার তিনি টুইটারে ভারতীয় মেট্রো স্টেশনগুলোর নান্দনিকতা এবং স্থাপত্যশৈলী নিয়ে হতাশা প্রকাশ করেন। তবে হতাশা প্রকাশ করে তিনি পাড় পাননি। টুইটার ব্যবহারকারীরা তাঁর শেয়ার করা টুইট বার্তার মন্তব্যের ঘরে কড়া সমালোচনা করেছেন।
আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, টুইটারে ভারতের অন্যতম বৃহত্তম বেসরকারি বিমান সংস্থা জেট এয়ারওয়েজের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) ভারতীয় মেট্রো স্টেশনকে দুবাইয়ের সঙ্গে তুলনা করে লেখেন, ভারতীয় মেট্রো স্টেশনগুলোর শৈল্পিকতা নেই। এগুলোর স্থাপত্য সুন্দর নয়। তাঁর এমন বক্তব্যের পর সমালোচনার ঝড় ওঠে। তাঁর ওই টুইট বার্তার মন্তব্যের ঘরে বিপক্ষে মত দেন নেটিজেনরা। তাঁরা ভারতের বিভিন্ন মেট্রো স্টেশনের ছবি শেয়ার করে সঞ্জীব কাপুরের কড়া সমালোচনা করেন।
টুইটার ব্যবহারকারী এক ব্যক্তি বেঙ্গালুরু মেট্রো স্টেশন ও দুবাই মেট্রো স্টেশনের ছবি পাশাপাশি শেয়ার করে ভারতীয় মেট্রো স্টেশনগুলোও যে সুন্দর সে বিষয়টি তুলে ধরেন। এছাড়া টুইটার ব্যবহারকারীরা দিল্লি, হায়দরাবাদসহ অন্যান্য শহরের মেট্রো স্টেশনগুলোর নান্দনিকতা এবং স্থাপত্যশৈলীর চিত্র তুলে ধরেন। অনেকে তাঁর পদত্যাগ ও জেট এয়ারওয়েজ বয়কটের ডাকও দেন।
তবে কয়েকজন অবশ্য সঞ্জীব কাপুরের সঙ্গে একমত পোষণ করেছেন। তাঁরা বলেন, আপনি ঠিক কথাই বলেছেন। ভারতের পাবলিক অবকাঠামোগুলো পরিবেশবান্ধব নয় ও ব্যয়বহুল। এগুলো দেখতেও তেমন সুন্দর নয়।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে