Alexa
শনিবার, ২৫ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

২০ লাখ রুপির টিকিট কেটে অস্কারে রাম চরণ-জুনিয়র এনটিআর

আপডেট : ১৯ মার্চ ২০২৩, ১৫:১১

অস্কারের সেরা মৌলিক গানের পুরস্কার জিতেছে দক্ষিণ ভারতীয় সিনেমা ‘আরআরআর’-এর আলোচিত গান ‘নাটু নাটু’। ছবি: টুইটার সময়টা যেন ভারতীয় সিনেমা ‘আরআরআর’-এর। সম্প্রতি অস্কার জয় করে ভারতকে গর্বিত করেছে দক্ষিণের সিনেমাটি। এবার অস্কারের বিশেষ এই মুহূর্তের সাক্ষী হতে সেখানে উপস্থিত ছিলেন এসএস রাজামৌলি, রাম চরণ ও জুনিয়র এনটিআর। তবে বিনা মূল্যে নয়, অর্থের বিনিময়ে টিকিট কেটে অস্কারে অংশ নিতে হয়েছে তাঁদের। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে।

অস্কারের নিয়ম অনুযায়ী শুধু মনোনয়নপ্রাপ্ত ব্যক্তি ও তাদের সঙ্গে কেবল একজন পরিবারের সদস্য ফ্রি টিকিট পান। তাই এবারের অস্কারে চন্দ্রবোস ও কিরাভানির কোনো টিকিট লাগেনি অংশ নেওয়ার জন্য। আর তাঁদের সঙ্গে ছিল পরিবার। কিন্তু এসএস রাজামৌলি, রাম চরণ ও জুনিয়র এনটিআর জনপ্রতি ২০ লাখ রুপি খরচ করেছেন অস্কারের টিকিটের জন্য। যদিও জানা গেছে, সবার টিকিট কিনে দিয়েছেন রাজামৌলি।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, অস্কারের এবারের আসরের প্রতিটি টিকিটের দাম ২৫ হাজার ডলার, যা ভারতীয় মুদ্রায় ২০.৬ লাখ রুপি।

গোল্ডেন গ্লোব ও হলিউড ক্রিটিকস অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডের পর অস্কারের সেরা মৌলিক গানের পুরস্কার নিজেদের করে নিয়েছে রাম চরণ অভিনীত দক্ষিণ ভারতীয় সিনেমা ‘আরআরআর’-এর আলোচিত গান ‘নাটু নাটু’। এম এম কিরাবানির সংগীত পরিচালনায় গানটি গেয়েছেন রাহুল সিপলিগুঞ্জ ও কলা ভৈরব। সিনেমায় গানের তালে পারফর্ম করেন সিনেমাটির দুই তারকা এন টি আর জুনিয়র ও রাম চরণ।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    গ্রেপ্তার হতে পারেন জনপ্রিয় তামিল অভিনেত্রী যশিকা আনন্দ

    মাহিরা খানের শাহরুখপ্রীতি, চটেছেন পাকিস্তানি সিনেটর

    সনু নিগমের বাড়ি থেকে ৭২ লাখ রুপি চুরি, অভিযুক্ত গ্রেপ্তার

    রাহুল গান্ধীকে ভয় পেয়েছে মোদি সরকার: স্বরা ভাস্কর

    ইফতার বিক্রিতে ব্যস্ত মাহিয়া মাহি

    বাবা হারিয়েছেন দক্ষিণী তারকা অজিত কুমার

    নিখোঁজের দুদিন পর পদ্মার চর থেকে কিশোরের মরদেহ উদ্ধার

    ১০০ এর আগে অলআউট হয়ে লঙ্কানদের লজ্জার রেকর্ড

    গ্রেপ্তার হতে পারেন জনপ্রিয় তামিল অভিনেত্রী যশিকা আনন্দ

    নির্বাচন নিয়ে সংলাপের আমন্ত্রণ আ.লীগের ‘লেটেস্ট কৌশল’: মির্জা ফখরুল 

    মিথ্যা বলে মেসিদের খেলা দেখতে এসে চাকরি হারালেন তরুণী

    ‘বাইচ্চাগুলার মুখে একটু মাছ-মাংস দিতি পারি নে’