Alexa
শনিবার, ২৫ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

ওয়েলিংটনে ইনিংস ও রানে হারার শঙ্কায় শ্রীলঙ্কা

আপডেট : ১৯ মার্চ ২০২৩, ১৪:২৩

ওয়েলিংটন টেস্টে হার এড়াতে আগামী দুই দিন অলৌকিক কিছু করতে হবে শ্রীলঙ্কার ব্যাটারদের। ছবি: ক্রিকইনফো ক্রাইস্টচার্চ টেস্টে শেষ বলে হৃদয়ভঙ্গ হয়েছিল শ্রীলঙ্কার। এবার ওয়েলিংটনে শুরুর দিন থেকেই চাপে পড়েছে তারা। তৃতীয় দিন শেষে এখন বড় ব্যবধানে হারার শঙ্কায় লঙ্কানরা। দুই ইনিংস মিলিয়ে নিউজিল্যান্ডের রান শোধ দিতে এখনো ৩০৩ রান প্রয়োজন তাদের। 

সিরিজের শেষ ও দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ৫৮০ রানের পাহাড় গড়েছে কিউইরা। নিজেদের প্রথম ইনিংস খেলতে নেমে আজ ১৬৪ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ২ উইকেটে ২৬ রানে শুরু করতে নেমে দিনটা ভালো হয়নি লঙ্কানদের। স্কোরকার্ডে ১ রান যোগ হওয়ার পরেই গতকালের নাইটওয়াচম্যান প্রবাত জয়াসুরিয়া আউট হন।

প্রবাতের দেখানো পথেই দ্রুত ফিরে যান ক্রাইস্টচার্চে সেঞ্চুরি করা অ্যাঞ্জেলো ম্যাথুসও। এবার নামের খাতায় ১ রানের বেশি তুলতে পারেননি অভিজ্ঞ এই ব্যাটার। দিনেশ চাণ্ডিমালকে নিয়ে পঞ্চম উইকেটে ধাক্কাটা সামলে নেন গত দিনের অপরাজিত ব্যাটার দিমুথ করুণারত্নে। সেঞ্চুরি জুটি হওয়ার ঠিক ২০ রান আগে ৩৭ রানে চাণ্ডিমাল ফিরে গেলে দুজনের ৮০ রানে দুর্দান্ত জুটি ভেঙে যায়। 

ফিরতি ওভারেই সাজঘরে ফেরেন অলরাউন্ডার ধনঞ্জয়া ডি সিলভাও। এভাবে সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে নিঃসঙ্গ শেরপার মতো একাই লড়াই চালিয়ে যান অধিনায়ক করুণারত্নে। নবম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ১১ রানের জন্য সেঞ্চুরি থেকে বঞ্চিত হয়েছেন তিনি। ১৮৮ বলে ৮৯ রানের ইনিংসটি ৯ চারে সাজিয়েছেন বাঁ হাতি ব্যাটার। সমান ৩ উইকেটে কিউইদের সেরা বোলার ম্যাট হেনরি ও মাইকেল ব্রেসওয়েল। 

 ৪১৬ রানের ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমেও শুরুটা ভালো হয় না শ্রীলঙ্কার। দলীয় ২৬ রানে এ ইনিংসেও প্রথম ব্যাটার হিসেবে আউট হন ওশাডা ফার্নান্দো। প্রথম ইনিংসে ৬ রান করলেও এবার আরও এক রান কম করেন। ৫ রানে ডগ ব্রেসওয়েলের বলে আউট হন তিনি। 

দ্বিতীয় উইকেট জুটিতে ৭১ রান যোগ করেন করুণারত্নে ও কুশল মেন্ডিস। টেস্টে জোড়া ফিফটি করেছেন অধিনায়ক করুণারত্নে। এবার ৫১ রানে আউট হয়েছেন তিনি। দিন শেষে ১ রান করা ম্যাথুসের সঙ্গে কাটায় কাটায় ৫০ রানে অপরাজিত আছেন মেন্ডিস। 

ওয়েলিংটন টেস্টে হার এড়াতে হলে আগামী দুই দিন অলৌকিক কিছু করতে হবে শ্রীলঙ্কাকে। চতুর্থ দিনে অসম্ভব কিছু করার শুরুর দায়িত্বটা মেন্ডিস ও ম্যাথুসকেই নিতে হবে। কিউইদের এখনো ৩০৩ রান শোধ দিতে তাঁদের হাতে রয়েছে ৮ উইকেট। 

অন্যথা টেস্টে ইনিংস ও রানের ব্যবধানে হারতে হবে লঙ্কানদের। সঙ্গে ২ টেস্টের সিরিজে ধবলধোলাইও হতে হবে তাদের। প্রথম টেস্টে শেষে বলে ২ উইকেটে হেরেছে এশিয়ার চ্যাম্পিয়নরা।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    মিথ্যা বলে মেসিদের খেলা দেখতে এসে চাকরি হারালেন তরুণী

    পাকিস্তানকে হারিয়ে আফগানিস্তানের ইতিহাস

    ইব্রার কীর্তির ম্যাচে হ্যাটট্রিক লুকাকুর

    টিভিতে আজকের খেলা (২৫ মার্চ ২০২৩, শনিবার) 

    বিশেষ দিনেই বেনজামাকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে

    আত্মঘাতী গোলে ভারতকে হারাল বাংলাদেশ 

    নির্বাচন নিয়ে সংলাপের আমন্ত্রণ আ.লীগের ‘লেটেস্ট কৌশল’: মির্জা ফখরুল 

    মিথ্যা বলে মেসিদের খেলা দেখতে এসে চাকরি হারালেন তরুণী

    ‘বাইচ্চাগুলার মুখে একটু মাছ-মাংস দিতি পারি নে’

    সড়ক দুর্ঘটনায় দেহ থেকে মাথা বিচ্ছিন্ন কিশোরের

    তৃতীয় কন্যার বাবা হলেন মার্ক জাকারবার্গ 

    আমেরিকার নিজের বেলায় এক নীতি, অন্যের বেলায় ভিন্ন: মুক্তিযুদ্ধ মন্ত্রী