Alexa
বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

ইমরান খানের বাড়িতে ঢুকে পুলিশের ভাঙচুর-গ্রেপ্তার

আপডেট : ১৮ মার্চ ২০২৩, ১৬:০৪

পিটিআই নেতা কর্মীরা পুলিশের গাড়িকে বাধা দেওয়ার চেষ্টা করছে। ছবি: টুইটার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের লাহোরের জামান পার্কে বাড়িতে ঢুকে পুলিশ ভাঙচুর করেছে এবং পিটিআইয়ের ২০ জনেরও বেশি নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে। আজ শনিবার ইমরান খান ইসলামাবাদের আদালতে তোশাখানা মামলার শুনানিতে অংশ নেওয়ার কয়েক ঘণ্টা পর এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন ও জিও টিভি।

জিও টিভি জানিয়েছে, আজ শনিবার সকালে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানের আগে পুলিশ ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছিল। কিন্তু পিটিআই সমর্থকেরা ১৪৪ ধারা উপেক্ষা করে লাহোরে ইমরান খানের বাড়ির সামনে জড়ো হন। তারা পুলিশকে ইমরান খানের বাড়িতে ঢুকতে বাধা দেন। তখন পুলিশের সঙ্গে পিটিআই নেতা কর্মীদের সংঘর্ষ হয়। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে। 

টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, পুলিশ বুলডোজার নিয়ে ইমরান খানের বাড়ির প্রধান ফটক ধরে ভেতরে প্রবেশ করছে। পিটিআই নেতা কর্মীরা বাধা দেওয়ার চেষ্টা করছে এবং পুলিশ পিটিআইয়ের কর্মীকে গ্রেপ্তার করছে। 

পুলিশ অভিযোগ করে বলেছে, পিটিআই কর্মীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ও পেট্রোল বোমা ছুড়েছে। 

এর আগে গতকাল শুক্রবার ইমরানের বাড়ি তল্লাশির জন্য পুলিশ প্রশাসন ও পিটিআইয়ের মধ্যে একটি সমঝোতা হয়েছিল। সমঝোতায় বলা হয়েছিল, পুলিশের তদন্ত ও তল্লাশিতে সহযোগিতা করবে পিটিআই। এ ছাড়া, গত ১৪ ও ১৫ মার্চ দুপক্ষের সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তেও সহযোগিতা এবং জনসমাবেশ আয়োজনের আগে পুলিশকে জানানোর আশ্বাস দিয়েছিল দলটি। 

অন্যদিকে, সরকার ইমরান খানের নিরাপত্তার জন্য প্রণীত নির্দেশিকা বাস্তবায়ন করবে এবং দল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিরাপত্তার জন্য অনুরোধ জানাবে বলেও সমঝোতায় বলা হয়েছে।

জিও নিউজ আরও জানিয়েছে, আজ সকালে ইমরান খান বাড়ি ছেড়ে বেরোনোর পরপরই পিটিআই কর্মীদের ওপর চড়াও হয় পুলিশ। দলটির শেয়ার করা ভিডিওতে জামান পার্কের ভেতর পিটিআই কর্মীদের ওপর পুলিশকে বেধড়ক লাঠিপেটা করতে দেখা গেছে।

এক টুইটার পোস্টে ইমরান বলেছেন, ‘আমি জানি, তারা আমাকে গ্রেপ্তার করবে। তবু আমি আদালতে যাচ্ছি।’ 

পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী আরও বলেছেন, কোন আইনে তারা আমার বাড়িতে হামলা চালিয়েছে, আমি জানি না। বাড়িতে আমার স্ত্রী (বুশরা বেগম) একা রয়েছেন।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    স্কটল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন হামজা ইউসুফ

    চীনের নেতৃত্বে নিরাপত্তা জোটে যোগ দিল সৌদি আরব

    ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা

    যুক্তরাষ্ট্রের স্কুলে হামলাকারী ‘মানসিকভাবে বিপর্যস্ত’, নিজেকে ‘ট্রান্সজেন্ডার’ বলতেন

    মিয়ানমারে বিলুপ্ত হচ্ছে অং সান সু চির দল 

    স্কটল্যান্ডের প্রধানমন্ত্রী হলেন পাকিস্তানি বংশোদ্ভূত হামজা ইউসুফ

    প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা

    সাংবাদিক শামসুজ্জামানকে সিআইডি পরিচয়ে তুলে নেওয়ায় মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ 

    অস্তিত্ব সংকটে গড়াই নদ

    ধার করে চলছে ৭৪% গরিব: জরিপ

    শুল্কায়নে দাম বাড়ায় খেজুর খালাসে ব্যাঘাত, দাম বাড়ার শঙ্কা

    প্রথম আলোর সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে আ.লীগপন্থী আইনজীবীর আইনি নোটিশ