Alexa
বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

স্বামী আদিলের জামিন চাইলেন রাখি সাওয়ান্ত

আপডেট : ১৬ মার্চ ২০২৩, ১৫:৪৬

স্বামী আদিল খানের সঙ্গে রাখি। ছবি: সংগৃহীত স্বামী আদিল খানের জামিন প্রার্থনা করছেন রিয়্যালিটি শো তারকা রাখি সাওয়ান্ত। জামিন প্রার্থনা করলেও অভিনেত্রী জানিয়েছেন আদিলকে কখনো ক্ষমা করবেন না তিনি। সম্প্রতি দুবাই যাওয়ার পথে সংবাদমাধ্যমের সঙ্গে এ ব্যাপারে কথা বলেছেন রাখি। এমনটাই জানিয়েছেন ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস। 

সংবাদমাধ্যমকে রাখি বলেন, ‘আজ সকালে আমি নামাজ পড়েছি। আমার মনে হলো রমজানের উদ্দেশ্য হলো মানুষকে ক্ষমা করে দেওয়া। আদিলকে আমি মন থেকে ক্ষমা করতে পারব না তবে দোয়া করি তার জামিন হয়ে যাক।’

অভিনেত্রী আরও বলেন, “আমি স্ত্রী হিসেবে ভালো ছিলাম, কিন্তু আদিল আমার জীবন নষ্ট করেছে। তাকে এতটা ভালোবাসা ঠিক হয়নি। তার জামিন হোক এটা চাই, তবে তার বিরুদ্ধে অভিযোগগুলো খুবই সিরিয়াস। সংবাদমাধ্যমের মাধ্যমে তাঁকে জানাতে চাই, ‘আদিল যদি তুমি জামিন পাও, তাহলে অন্য কারও জীবন নষ্ট করো না। নিজেকে বদলানোর চেষ্টা করো। কাউকে বিয়ে করলে তার সঙ্গে খারাপ আচরণ করো না, যেমনটা করেছ আমার সঙ্গে।”

রাখি আরও জানান, তিনি কখনই আদিলের কাছে ফিরতে চান না। একাই জীবন কাটিয়ে দিতে চান।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি রাখি সাওয়ান্তের মামলায় তাঁর স্বামী আদিল খান দুররানিকে গ্রেপ্তার করেছিল মুম্বাই পুলিশ। ব্যক্তিগত তহবিল আত্মসাতের অভিযোগ থানায় মামলা করেছিলেন রাখি। মুম্বাইয়ের ওশিওয়ারা থানার বাইরে গণমাধ্যমকর্মীদের রাখি বলেছিলেন, ‘আদিল সকালে আমাকে মারতে এসেছিল, আমি সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করি। সে প্রায়ই আমার বাড়িতে আসে ও আমাকে হুমকি দেয়। এমনকি আজও সে আমাকে মারতে এসেছে। আমি অনেক ভয় পেয়েছিলাম।’

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মামলায় আদিলের বিরুদ্ধে শারীরিকভাবে লাঞ্ছিত করা এবং তাঁর টাকা ও গয়না আত্মসাতের অভিযোগ করেছেন রাখি। আদিলের বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগও তুলেছেন তিনি।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    অক্ষয়ের শুটিংসেটে দুর্ঘটনায় এক সদস্যের মৃত্যু

    ঢাকার মঞ্চে তিন দিনে ‘আদম সুরত’-এর চার প্রদর্শনী

    ইসলাম ধর্ম গ্রহণ করে যা বললেন অভিনেতা ভিভিয়ান

    ৭ম বারের মতো শিল্পকলার মহাপরিচালকের দায়িত্বে লিয়াকত আলী লাকী

    অভিনেত্রী আকাঙ্ক্ষার মৃত্যুর আগে তাঁর রুমে ১৭ মিনিট অবস্থান, কে সেই ব্যক্তি

    খোলামেলা পোশাক: বলিউড অভিনেত্রী তাপসী পান্নুর বিরুদ্ধে মামলা

    প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা

    সাংবাদিক শামসুজ্জামানকে সিআইডি পরিচয়ে তুলে নেওয়ায় মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ 

    অস্তিত্ব সংকটে গড়াই নদ

    ধার করে চলছে ৭৪% গরিব: জরিপ

    শুল্কায়নে দাম বাড়ায় খেজুর খালাসে ব্যাঘাত, দাম বাড়ার শঙ্কা

    প্রথম আলোর সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে আ.লীগপন্থী আইনজীবীর আইনি নোটিশ