Alexa
বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

ভারতের প্রবীণ অভিনেতা সমীর খাখর মারা গেছেন

আপডেট : ১৫ মার্চ ২০২৩, ১৪:৩৭

অভিনেতা সমীর খাখর। ছবি: টুইটার ভারতের প্রবীণ অভিনেতা সমীর খাখর মারা গেছেন। দূরদর্শনের জনপ্রিয় সিরিয়াল 'নুক্কাড়'-এ খোপড়ি-র চরিত্রে অভিনয় করে তিনি খ্যাতি অর্জন করেছিলেন। মৃত্যুর সময় বয়স হয়েছিল ৭১ বছর। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস জানিয়েছে, শ্বাসকষ্ট ও অন্যান্য চিকিৎসাজনিত সমস্যায় ভুগছিলেন সমীর। মঙ্গলবার দুপুরে তাঁর শ্বাসকষ্ট শুরু হলে বোরিভলির এমএম হাসপাতালে ভর্তি করা হয় তাকে, সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

তাঁর ছোট ভাই গণেশ খাখর জানিয়েছেন, ‘তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। সেই সময় হঠাৎই অজ্ঞান হয়ে যান। আমরা ডাক্তারকে বাড়িতে ডেকেছিলাম। কিন্তু তিনি দাদাকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। তখন তাঁর হার্ট কাজ করছিল না। প্রস্রাবের সমস্যাও ছিল। এরপর হাসপাতালে তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়। সেখানেই আজ ভোর সাড়ে চারটায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।’

টুইটারে চলচ্চিত্র নির্মাতা হংসল মেহতা সমীরের ছবি শেয়ার করে শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, ‘কোন কারণে কলেজে থাকতে নুক্কাদের আইকনিক চরিত্রের নামে আমার ডাকনাম খোপড়ি হয়েছিল। আমার সেই সময়ের সবচেয়ে কাছের বন্ধুরা এখনো আমাকে খোপড়ি বলেই ডাকে। কিন্তু আমি মনে করি সেটাকে বিদায় জানানোর সময় এসেছে। বিদায় সমীর খাখর। স্মৃতিগুলোর জন্য ধন্যবাদ।’

সমীর দীর্ঘসময় ধরে টেলিভিশন ও বড় পর্দায় অভিনয় করেছেন। তাকে ‘নুক্কাড়’, ‘মনোরঞ্জন’, ‘সার্কাস’, ‘নয়া নুক্কাড়’, ‘শ্রীমান শ্রীমতি’ এবং ‘আদালত’–এর মতো জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠানে দেখা গেছে। বড়পর্দায় কমল হাসানের ‘পুষ্পক’ (১৯৮৭), জ্যাকি শ্রফ ও অনিল কাপুরের ‘পরিন্দা’ (১৯৮৯), অজয় দেবগন এবং সুনীল শেঠির ‘দিলওয়ালে’ (১৯৯৪), সালমান খান-অভিনীত ‘জয় হো’ (২০১৪) এর মতো চলচ্চিত্রগুলি তাঁর ক্যারিয়ারে রয়েছে।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    অক্ষয়ের শুটিংসেটে দুর্ঘটনায় এক সদস্যের মৃত্যু

    ঢাকার মঞ্চে তিন দিনে ‘আদম সুরত’-এর চার প্রদর্শনী

    ইসলাম ধর্ম গ্রহণ করে যা বললেন অভিনেতা ভিভিয়ান

    ৭ম বারের মতো শিল্পকলার মহাপরিচালকের দায়িত্বে লিয়াকত আলী লাকী

    অভিনেত্রী আকাঙ্ক্ষার মৃত্যুর আগে তাঁর রুমে ১৭ মিনিট অবস্থান, কে সেই ব্যক্তি

    খোলামেলা পোশাক: বলিউড অভিনেত্রী তাপসী পান্নুর বিরুদ্ধে মামলা

    প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা

    সাংবাদিক শামসুজ্জামানকে সিআইডি পরিচয়ে তুলে নেওয়ায় মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ 

    অস্তিত্ব সংকটে গড়াই নদ

    ধার করে চলছে ৭৪% গরিব: জরিপ

    শুল্কায়নে দাম বাড়ায় খেজুর খালাসে ব্যাঘাত, দাম বাড়ার শঙ্কা

    প্রথম আলোর সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে আ.লীগপন্থী আইনজীবীর আইনি নোটিশ