Alexa
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

মেসির দেশকে পাত্তাও দিল না বাংলাদেশ 

আপডেট : ১৪ মার্চ ২০২৩, ১৯:০৮

কাবাডিতে বাংলাদেশের কাছে পাত্তাও পেল না আর্জেন্টিনা। ছবি: কাবাডি ফেডারেশন  ফুটবলের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সঙ্গে বাংলাদেশ ফুটবল দলের খেলা হলে ফলটা কী হতে পারে সেটা সহজেই অনুমেয়। তেমনি কাবাডিতে প্রসিদ্ধ বাংলাদেশের সামনে ‘নবিশ’ আর্জেন্টিনার কী হাল হবে সেটাও নিশ্চয় না জানার কথা নয়!

অন্য সব খেলা থেকে খুঁজে খুঁজে এনে জোড়া লাগানো আর্জেন্টিনার কাবাডি দলটা বাংলাদেশে এসে বেশ সাড়াই ফেলেছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডির সূচিতে বাংলাদেশ-আর্জেন্টিনা আবার একই গ্রুপে পড়ে যাওয়ায় বেশ একটা আগ্রহ ছিল এই ম্যাচকে ঘিরে। আগ্রহ জাগানো আর্জেন্টিনা বাংলাদেশের সঙ্গে অবশ্য একদমই প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি। আজ দুই দলের খেলায় বাংলাদেশের কাছে স্রেফ উড়েই গেছে লিওনেল মেসির দেশ আর্জেন্টিনা।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডির ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল কাতারে ফুটবল বিশ্বকাপের পর থেকে ‘ভাই, ভাই’ সম্পর্কে জড়ানো বাংলাদেশ-আর্জেন্টিনা। ভলিবল স্টেডিয়ামের ম্যাচে অবশ্য লাতিন দেশটিকে কোনো খাতির করেননি তুহিন তরফদাররা। আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে ৭২-২৩ পয়েন্টে জয় তুলে নিয়েছে হ্যাটট্রিক শিরোপার লক্ষ্যে নামা বাংলাদেশ।

ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশের কাছে বেশ নাকানিচুবানি খেয়েছে আর্জেন্টিনা। প্রথম ২০ মিনিটে চার লোনাসহ বাংলাদেশ এগিয়ে ছিল ৪৪-৮ পয়েন্টে। নিজেদের প্রথম ম্যাচে ইরাকের সঙ্গে ভালো খেলে হেরেছিল আর্জেন্টিনা। আজ সেটাও পারেনি দলটি। সব মিলিয়ে আর্জেন্টিনার কাছ থেকে ৬ লোনা নিয়েছে বাংলাদেশ দল। আর্জেন্টিনার অবস্থা ছিল খুবই নড়বড়ে।

ম্যাচে আর্জেন্টিনাকে পাত্তা না দিলেও খেলার সময় বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্কে দেখা গেল দুই দেশের খেলোয়াড়দের মাঝে। খেলা শেষে একে অপরকে জড়িয়ে ধরলেন দুই দলের খেলোয়াড়েরা। টুর্নামেন্টের আগে যেভাবে নিজেদের বাংলাদেশের ‘ভাই’ পরিচয় দিয়েছিলেন আর্জেন্টিনা কোচ রিকার্দো আকুনিয়া, ম্যাচ শেষে যেন দেখা গেল সেটাই।

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশি রেইডার মিজানুর রহমান। ফুটবলে আর্জেন্টিনা দলের ভীষণ ভক্ত মিজান খানিকটা কষ্টও পেলেন, কারণ তাঁর প্রতিপক্ষ যে মেসির দেশ! বললেন, ‘যখন দেশের প্রতিনিধিত্ব করেছি তখন অবশ্যই ভালো লেগেছে। তবে ফুটবলের কথা ভেবে আবার খারাপও লেগেছে। আর্জেন্টিনার কথা মনে পড়ে গেছে... (হাসি) !’

কাবাডি না হয়ে খেলাটা ফুটবল হলে ফল ভিন্ন হতে পারত বলে মনে করেন আর্জেন্টিনার অধিনায়ক রাফায়েল করনেল, ‘আমাদের খেলোয়াড়েরা বিভিন্ন খেলার সংমিশ্রণ। বাংলাদেশ কাবাডি দলের সঙ্গে খেলা হলে আমরাই জিতব!’

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    রেকর্ড গড়ে গর্বিত রোনালদো 

    এবার আর্জেন্টিনার যে উদ্‌যাপন নিয়ে আলোচনা 

    সাকিবের যে রেকর্ড আর কারও নেই

    রেকর্ড গড়া ম্যাচে মেসির চোখে জল 

    টিভিতে আজকের খেলা (২৪ মার্চ ২০২৩, শুক্রবার)

    পরের বিশ্বকাপ তাড়াতাড়ি জিতবে আর্জেন্টিনা, মেসির আশা 

    সাজার পরদিনই লোকসভায় রাহুল, রায়ের বিরুদ্ধে বিক্ষোভ বিরোধীদের

    ব্রাজিলে পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষ, নিহত ১৩ 

    শকুন মৃত্যুর ঘটনায় বন বিভাগে মামলা

    পুলিশে চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ১ 

    বাচ্চা কোলে নিয়েই ছিনতাই করতেন তাঁরা

    তবে কি থ্রি ইডিয়টসের সিক্যুয়েল আসছে