গ্রেগ বারহাল্টারের ওপর থেকে বিরাট এক বোঝা নেমে গেল। পুুরোনো এক মামলা থেকে রেহাই পেলেন বারহাল্টার।
স্ত্রী রোজালিন্ড বারহাল্টারের সঙ্গে গ্রেগের পুরোনো এক ঘটনা নিয়ে মামলা করেছিল জিও রেয়নার পরিবার। ১৯৯১ এ একবারে ডেটিং চলাকালীন রোজালিন্ড বারহাল্টারের সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন গ্রেগ। রাগের মাথায় রোজারিওকে লাথি মেরেছিলেন। তদন্ত শেষে রেয়নার পরিবারের ষড়যন্ত্রের প্রমাণ পায় একটি স্বাধীন বিচার কমিশন।
একটি নিরপেক্ষ বিচার কমিশন তদন্ত শেষে বারহাল্টারকে নির্দোষ ঘোষণা করে।
মামলা থেকে মুক্তি পেয়ে উচ্ছ্বসিত বারহাল্টার। ইয়াহু স্পোর্টসকে তিনি বলেন, ‘আমরা খুশি হয়েছি যে এটা শেষ হয়েছে। সামনে কী হবে তা নিয়ে ভাবছি।’ ইউএস সকার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কোচ হওয়ার দৌড়ে আছেন বারহাল্টার।
যুক্তরাষ্ট্রের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করছেন অ্যান্থনি হাডসন। এর আগে ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত কোচ ছিলেন বারহাল্টার। ৪ বছরে তাঁর অধীনে যুক্তরাষ্ট্র ৬০ ম্যাচ খেলে জিতেছিল ৩৭ ম্যাচ, ১২ ম্যাচ ড্র এবং ১১ ম্যাচ হেরেছিল। ২০২২ ফুটবল বিশ্বকাপে নেদারল্যান্ডসের কাছে ৩-১ গোলে হেরে শেষ ষোলো থেকে বিদায় নিয়েছিল যুক্তরাষ্ট্র।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে