ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুতে এক দিনে পাঁচ শতাধিক রুশ সেনাসদস্য নিহত ও আহত হয়েছেন বলে দাবি করেছে ইউক্রেন। স্থানীয় সময় শনিবার ইউক্রেনের একজন সামরিক মুখপাত্র বলেছেন, ‘গত ২৪ ঘণ্টায় বাখমুতে তীব্র লড়াই হয়েছে এবং রাশিয়ার পাঁচ শতাধিক সেনাসদস্য হতাহত হয়েছেন।’
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাশিয়ার সেনারা কয়েক মাস ধরেই ইউক্রেনের পূর্ব দনবাস অঞ্চলের বাখমুত শহর দখলের জন্য লড়াই করছে। এতে উভয় পক্ষেরই ব্যাপক সেনা হতাহত হয়েছে। তবে কতজন সেনা নিহত হয়েছেন, তার সঠিক সংখ্যা কোনো পক্ষই প্রকাশ্যে জানায়নি।
ইউক্রেনের সামরিক মুখপাত্র সেরহি চেরেভাতি বলেছেন, গত ২৪ ঘণ্টায় রাশিয়ার সেনারা ১৬টি হামলা চালিয়েছে। এর মধ্যে শুধু বাখমুতেই ২৩ বার ইউক্রেন সেনাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে।
ইউক্রেনের জাতীয় সংসদের টেলিভিশন চ্যানেলকে তিনি বলেন, ‘শুধু এক দিনেই ইউক্রেন বাহিনীর হাতে রাশিয়ার ২২১ জন সেনাসদস্য নিহত হয়েছেন এবং ৩১৪ জন আহত হয়েছেন।’
তবে এই হতাহতের ঘটনা গত শুক্রবার কিংবা গত ২৪ ঘণ্টার মধ্যে ঘটেছে কি না, সে ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেননি সেরহি চেরেভাতি। রয়টার্স বলেছে, ইউক্রেনের এই দাবির সত্যতা তারা তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির একজন সহযোগী গত শুক্রবার বলেছেন, কিয়েভ বাখমুতে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে। কারণ যুদ্ধের ফলে রাশিয়ার সেনাবাহিনীর সেরা ইউনিটগুলো ধ্বংস হচ্ছে।
এদিকে মস্কো বলেছে, বাখমুত দখল করতে পারলে ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী বড় ধরনের হোঁচট খাবে। আমরা সেই লক্ষ্যেই অগ্রসর হচ্ছি। এ ছাড়া দনবাস একটি শিল্পাঞ্চল। এটি দখল করাও আমাদের একটি প্রধান লক্ষ্য।
গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করেছিল রুশ বাহিনী। এক বছরেরও বেশি সময় ধরে চলা এ যুদ্ধে এখন পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ মানুষ। ধ্বংস হয়েছে ইউক্রেনের অনেক শহর।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে