Ajker Patrika

আসছে হলুদ রঙের আইফোন

প্রযুক্তি ডেস্ক
আসছে হলুদ রঙের আইফোন

অ্যাপল এবার নতুন একটি রঙের আইফোনের সঙ্গে পরিচয় করিয়ে দিতে যাচ্ছে। উজ্জ্বল হলুদ রঙের আইফোন শিগগিরই দেখা যাবে বাজারে। আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্লাস, এই দুই সংস্করণ উন্মোচিত হয়েছে গত সেপ্টেম্বরে। অ্যাপলের এ১৫ বায়োনিক চিপসেট রয়েছে এই দুই ফোনে। শোনা যাচ্ছে, অ্যাপল আইফোন ১৪ সিরিজের এই দুই মডেলের হলুদ রঙের সংস্করণ উন্মোচন করা হবে।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সি-নেটের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্লাস নীল, মিডনাইট, পার্পল, স্টারলাইট এবং রেড রঙের পাওয়া যাচ্ছে। ২০২১ সালে আইফোন ১৩ সিরিজ উন্মোচনের প্রায় ৬ মাস পর সবুজ রঙের আইফোন বাজারে এনেছিল অ্যাপল। এর আগে, আইফোন ১২, আইফোন ১২ মিনি-এই দুই আইফোনের পার্পল রঙের সংস্করণ আনা হয়েছিল। তাই অনুমান করা হচ্ছে, আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্লাসের ক্ষেত্রেও নতুন একটি রং আনবে অ্যাপল কর্তৃপক্ষ। 

সম্প্রতি অনলাইনে ফাঁস হয় আইফোন ১৫ এর সম্ভাব্য ডিজাইন। এবার এরই মধ্যে ফাঁস হয়েছে নতুন একটি তথ্য। শোনা যাচ্ছে, আইফোন ১৫ মডেলগুলোর মাধ্যমে অ্যাপল ইউএসবি-সি পোর্টের যুগে প্রবেশ করবে। আইফোন-১৫ সিরিজের সব ফোনেই ইউএসবি-সি পোর্ট থাকলেও শুধু প্রিমিয়াম মডেলের ব্যবহারকারীরাই উচ্চ-গতির ডেটা ট্রান্সফারের সুবিধা পাবেন। প্রিমিয়াম মডেলে ইউএসবি ৩ দশমিক ২ বা থান্ডারবোল্ট ৩ ট্রান্সফার সুবিধা দেওয়া হবে। 

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকরাডারের প্রতিবেদন অনুযায়ী, সব ডিভাইসের জন্য টাইপ-সি প্রযুক্তি গ্রহণ অ্যাপল ফ্যান এবং শিল্প পর্যবেক্ষকদের রীতিমতো অবাকই করছে। কারণ, ইউএসবি টাইপ-সি অ্যাপলের নিজস্ব প্রযুক্তির কেবল নয়। এ ছাড়া, ওয়াট মিলে গেলে অন্য যে কোনো ফোনের চার্জার দিয়েই চার্জ করা যাবে এটি। অপরদিকে, অ্যাপল আইপ্যাড ও ম্যাকবুকে ইউএসবি টাইপ-সি চার্জিং সুবিধা যুক্ত করেছে তাও আবার কোনো ধরনের সীমাবদ্ধতা ছাড়াই। 

আইফোন-১৪ সিরিজের ফোনে রিভার্স ওয়্যারলেস চার্জিং সুবিধা থাকার গুঞ্জন থাকলেও তা আর দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, আইফোন-১৫ সিরিজের ফোনে এই প্রযুক্তির দেখা পাওয়া পাওয়া যেতে পারে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারী তার ফোনের পেছনে ওয়্যারলেস-চার্জ-যোগ্য ইয়ারবাড রাখলে ইয়ারবাডগুলো চার্জ হবে। এই প্রযুক্তির মাধ্যমে অন্য ফোন এবং ডিভাইস চার্জ দেওয়া সম্ভব। অর্থাৎ, এই প্রযুক্তির ফোন পাওয়ার ব্যাংকের মতো কাজ করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ