বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩

সেকশন

 

ভারতে বিধানসভা ভোট

তিন রাজ্যেই ক্ষমতা ধরে রাখছে বিজেপি জোট

আপডেট : ০২ মার্চ ২০২৩, ২৩:১৭

তিন রাজ্যেই বিজেপির জয়জয়কার। ছবি: সংগৃহীত ভারতের ত্রিপুরা ও নাগাল্যান্ডে বিধানসভা ভোটে বিজেপি জোটেরই জয়জয়কার। মেঘালয়েও এনডিএর শরিক এনপিপির সঙ্গে আবার বন্ধুত্ব করে শাসক জোটেই থাকছে বিজেপি। 

আজ বৃহস্পতিবার এই তিন রাজ্যের ভোটের ফল প্রকাশিত হয়। এতে দেখা যায়, ত্রিপুরায় আসন কমলেও বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। নাগাল্যান্ডে আঞ্চলিক দল এনডিপিপির সঙ্গে জোট করে তারাই ক্ষমতা দখল করে রাখছে। কংগ্রেস নাগাল্যান্ডে এবারও খাতা খুলতে পারেনি। ত্রিপুরায় ডা. মানিক সাহা, মেঘালয়ে কনরাড সাংমা এবং নাগাল্যান্ডে নেফু রিও আবার মুখ্যমন্ত্রী হতে চলেছেন। 

তিন রাজ্যের ভোটের ফল কংগ্রেসের জন্য হতাশাজনক। তবে পাঁচ রাজ্যের ছয়টি বিধানসভার উপনির্বাচনে কংগ্রেস তিনটিতে জয়ী হয়েছে। বামদের সমর্থন নিয়ে পশ্চিমবঙ্গেও বিধানসভায় খাতা খুলছে কংগ্রেস। উপনির্বাচনে বিজেপি জিতেছে দুটি আসনে। অন্যটি গিয়েছে আঞ্চলিক দলের দখলে। 

ত্রিপুরায় মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী ও প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিত সিনহা জয়ী হয়েছেন। তবে রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা এবং বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য পরাজিত হয়েছেন। 

ত্রিপুরার ৬০টি আসনের মধ্যে বিজেপি একাই পেয়েছে ৩২টি আসন। তবে আঞ্চলিক দল তিপ্রা মথা ১৩টি আসন পেয়ে চমক দিয়েছে। ভোটের ফল প্রকাশ হতে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, উন্নয়নের পক্ষে মানুষ রায় দিয়েছেন। তিনি রাজ্যবাসীকে শান্তি ধরে রাখার ডাক দেন। 

মেঘালয়ে ত্রিশঙ্কু বিধানসভা হলেও শাসক দল এনপিপি বিজেপি ও অন্যান্য আঞ্চলিক দলের সাহায্য নিয়ে সরকার গড়ছে। ৬০ টির মধ্যে ২৬টি আসনে এনপিপি জিতেছে। বিজেপির ২ এবং ইউডিপির ১১ সদস্যের সমর্থন তাদের ফের সরকার গড়ার পথ প্রশস্ত করে দিচ্ছে। ১৯৮৩ সাল থেকে বিধানসভা নির্বাচনের ধারায় নজর রাখলে দেখা যাবে প্রতিবছরই ত্রিশঙ্কু বিধানসভা হয়ে এসেছে মেঘালয়ে। কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এবারও তার অন্যথা হয়নি। নাগাল্যান্ডে এনডিপিপি ২৫টি ও বিজেপি ১২টি আসন পেয়ে সরকার গড়তে চলেছে। 

বিশ্লেষণ করলে দাঁড়ায়, ভারতের উত্তর-পূর্বের তিন রাজ্যের বিধানসভা ভোটের ফল প্রত্যাশিত, চমকহীন। কারণ, আপাতদৃষ্টে তিনটি রাজ্য ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ডে নতুন কিছুই হয়নি। ত্রিপুরায় গত বিধানসভা নির্বাচনের মতোই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে শাসকদল বিজেপি। নাগাল্যান্ডে গত বিধানসভা ভোটের পর জোট সরকার গড়েছিল স্থানীয় দল এনডিপিপি এবং বিজেপি। এবারও দুই দলের প্রাপ্ত আসন একত্রে সরকার গঠনের ‘জাদুসংখ্যা’ পেরিয়েছে। মেঘালয়েও গত কয়েকটি বিধানসভা নির্বাচনের ধারা অব্যাহত রেখে এ বছর আবার তৈরি হয়েছে ত্রিশঙ্কু পরিস্থিতি।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    সাবমেরিন নির্মাণে ভারতে ৫২০ কোটি ডলার বিনিয়োগ করবে জার্মানি

    আইনজীবীর বেশে খুনি, আদালত চত্বরে গ্যাংস্টারকে গুলি করে হত্যা

    সাবেক বস ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি মাইক পেনস 

    বাসর ঘরে স্বামী-স্ত্রীর মরদেহ, ময়নাতদন্ত বলছে হার্ট অ্যাটাক

    ভারতে ট্রেন দুর্ঘটনা: আগের বক্তব্য থেকে সরে এলেন মন্ত্রী, সিবিআই তদন্ত দাবি

    ভারতে গঙ্গার ওপর নির্মাণাধীন সেতু নিমেষেই ভেঙে পড়ল

    দাবি মেনে নেওয়ার আশ্বাসে ১৮৫ ঘণ্টা পর অনশন ভাঙলেন জাবি শিক্ষার্থী

    বিএনপি-জামায়াত রেলকে পরিত্যক্ত করেছিল, শেখ হাসিনা পুনরুদ্ধার করেছেন: রেলমন্ত্রী

    মহম্মদপুরে এনজিও কর্মীর মরদেহ উদ্ধার 

    বগুড়ায় বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচিতে পুলিশের বাধা

    মেসি কেন মিয়ামিতে যাওয়ার সিদ্ধান্ত নিলেন

    সিলেটে পরোয়ানাভুক্ত চার আসামি গ্রেপ্তার