Alexa
শুক্রবার, ৩১ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

ভূমিকম্প: ঢাকায় বিএনপির বৃহস্পতিবারের পদযাত্রা স্থগিত

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:০৭

বিএনপির কার্যালয় ফাইল ছবি। তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির ঘটনায় সমবেদনা জানিয়ে  বৃহস্পতিবারের নির্ধারিত পদযাত্রা স্থগিত করেছে বিএনপি।

বুধবার রাতে গণমাধ্যমকে এ তথ্য জানান দলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

তিনি বলেন, তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে হাজার হাজার মানুষের মৃত্যুতে গভীর শোক, সমবেদনা, সহমর্মিতা জ্ঞাপন করে ঢাকায় বিএনপির বৃহস্পতিবারের পদযাত্রা কর্মসূচি স্থগিত করা হয়েছে।

পদযাত্রার পরিবর্তিত তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তি, বিদ্যুৎ গ্যাস ও নিত্য প্রয়োজনীয় পণ্যমূল্য কমানো, বর্তমান সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী শনিবার (১১ ফেব্রুয়ারি) সারা দেশে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা করবে বিএনপি।

যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় দেশব্যাপী কেন্দ্রীয়ভাবে এই কর্মসূচি পালন করা হবে। এতে বিএনপির সমমনা দলগুলোও অংশ নেবে। এর আগে রাজধানী ঢাকাতে নতুন করে বৃহস্পতিবার ও রোববার দুই দিনের পদযাত্রা কর্মসূচি দেয় বিএনপি।

গত মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেছিলেন। 

মির্জা ফখরুল ইসলাম বলেন, ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাজধানীর গোপীবাগে ব্রাদার্স ক্লাব মাঠ থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত পদযাত্রা হবে। এর আয়োজন করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। আর ১২ ফেব্রুয়ারি রোববার শ্যামলী ক্লাব মাঠ থেকে রিং রোড, শিয়া মসজিদ, তাজমহল রোড, নুরজাহান রোড, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড হয়ে বছিলা পর্যন্ত পদযাত্রা হবে। এই কর্মসূচির আয়োজন করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি।

তবে এই পদযাত্রার আগের দিন বুধবার বিএনপির পদযাত্রায় রাজধানীবাসীর দুর্ভোগ সৃষ্টি হচ্ছে মন্তব্য করে কার্যদিবসের দিন কোনো কর্মসূচি না দিতে বিএনপির প্রতি আহ্বান জানান ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। 

আরও পড়ুন:

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     
     

    এবার ভোট চুরি করতে দেবে না বিএনপি: আমীর খসরু

    বিএনপির ইফতারে সাংবাদিকদের মারধর, আওয়ামী লীগকে দুষলেন ফখরুল

    বিদেশি কূটনীতিকদের নিয়ে ইফতার করল বিএনপি

    প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলায় বিএনপি মহাসচিবের নিন্দা

    সংবিধানের দোহাই দিয়ে এবার পার পাওয়া যাবে না: আমীর খসরু 

    কী অপরাধ করেছেন সাংবাদিক শামসুজ্জামান: মির্জা ফখরুল 

    এবার ভোট চুরি করতে দেবে না বিএনপি: আমীর খসরু

    নান্দাইলে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    হরিরামপুরে কালবৈশাখী ঝড়ের আঘাত, বৃহস্পতিবার থেকে বিদ্যুৎবিচ্ছিন্ন কয়েকটি গ্রাম

    জাবিতে প্রথম আলোর সম্পাদকের কুশপুত্তলিকা পোড়াল ছাত্রলীগ

    নাটোরে আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি, শহরজুড়ে উত্তেজনা 

    বিএনপির ইফতারে সাংবাদিকদের মারধর, আওয়ামী লীগকে দুষলেন ফখরুল