Alexa
শুক্রবার, ৩১ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

রিংকুসহ ২২ বাংলাদেশিকে আঙ্কারায় আনা হচ্ছে: কনসাল জেনারেল

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০১:০১

গোলাম সাঈদ রিংকু। ফাইল ছবি তুরস্কে বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া যুবক গোলাম সাঈদ রিংকু ভালো আছেন। রিংকুসহ ২২ বাংলাদেশিকে খাহরামানমারাস আজাজসহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কয়েকটি এলাকা থেকে আঙ্কারায় আনা হচ্ছে। 

বুধবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আজকের পত্রিকাকে এ তথ্য জানান ইস্তাম্বুলে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ নূরে আলম। তিনি বলেন, ‘ভূমিকম্পে বিধ্বস্ত এলাকায় আশ্রয়হীন হয়ে পড়া এবং খাবার ও চিকিৎসাসহ মৌলিক চাহিদাগুলোর সংকটের মুখে তাঁদের আঙ্কারায় আনা হচ্ছে।’ 

রিংকুকে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। 

এদিকে সিরিয়ায় বাংলাদেশি কেউ ক্ষতিগ্রস্ত হননি। সিরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্কের দেখভাল করে জর্ডানে বাংলাদেশ দূতাবাস। ঢাকা থেকে টেলিফোনে জানতে চাইলে জর্ডানে বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহান আজকের পত্রিকাকে বলেন, ‘সিরিয়ায় বাংলাদেশের অনারারি কনসাল জেনারেলসহ বিভিন্ন মাধ্যমে খোঁজখবর নেওয়া হচ্ছে। দেশটির আলেপ্পোসহ যে এলাকায় ভূমিকম্প হয়েছে, সেখানে খুব বেশি বাংলাদেশি নাগরিক নেই। যারা আছেন, তাঁদের মধ্যে কেউ ক্ষতিগ্রস্ত হয়েছেন, এমন কোনো তথ্য মেলেনি।’ 

একদিনের শোক 
ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার নাগরিকদের মৃত্যুতে আজ বৃহস্পতিবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশ। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বুধবার এ কথা জানানো হয়। 

শোক দিবসের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার বাংলাদেশের সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশের বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। নিহতদের আত্মার শান্তির জন্য দেশের সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। 

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    বাংলাদেশ-ইইউ পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার 

    ঢাকার শিল্প প্রতিষ্ঠান পাবে ভোলার গ্যাস

    অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য শেখ হাসিনার সময়োচিত সংস্কারের প্রশংসায় ব্লুমবার্গ

    স্বাধীনতা দিবসে অভিনন্দন বার্তা, অবাধ নির্বাচনের জন্য কাজ করবে যুক্তরাষ্ট্র

    স্বাধীনতা দিবসে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ফল ও মিষ্টান্ন পাঠালেন প্রধানমন্ত্রী

    নেতা ঘোষণা দিলেন, আমরা স্বাধীন

    মেয়েকে নিয়ে প্রথমবার ভারতে প্রিয়াঙ্কা

    পাকিস্তানে জাকাত বিতরণের সময় পদদলিত হয়ে ১১ নারী-শিশুর মৃত্যু

    মেয়েকে নিয়ে প্রথমবার ভারতে প্রিয়াঙ্কা

    এবার ভোট চুরি করতে দেবে না বিএনপি: আমীর খসরু

    নান্দাইলে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    হরিরামপুরে কালবৈশাখী ঝড়ের আঘাত, বৃহস্পতিবার থেকে বিদ্যুৎবিচ্ছিন্ন কয়েকটি গ্রাম