Alexa
শুক্রবার, ৩১ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

শাকিবকে নিয়ে সুর পাল্টালেন অপু 

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:২৯

ভালোবেসে বিয়ে করেছিলেন ঢালিউডের জনপ্রিয় দুই তারকা শাকিব খান ও অপু বিশ্বাস। কয়েক বছরের মাথায় তাঁদের দু’জনের দুটি পথ দু’দিকে বেঁকে যায়। আলাদা হলেও তাঁদের ছেলে আব্রাহাম খান জয়ের দেখাশোনার বিষয়টা দু’জনেই দেখেন। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারে ক্যারিয়ার, শাকিবের সঙ্গে বর্তমান সম্পর্ক ও শাকিবের পরিবার নিয়ে কথা বলেছেন অপু বিশ্বাস। 

ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। ছবি: ইনস্টাগ্রাম

বিচ্ছেদের পর অপু বিভিন্ন সাক্ষাৎকারে শাকিব ও তাঁর পরিবার সম্পর্কে নানা অভিযোগ তুলেছিলেন। তাও প্রায় ছয় বছর হয়ে গেছে। ছয় বছর পর অপু বুঝতে পেরেছেন—শাকিব ও তাঁর পরিবার নিয়ে নেতিবাচক কথা বলাটা ঠিক হয়নি সেসময়। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারে দেওয়া সাক্ষাৎকারে অপু বিশ্বাস এর জন্য দুঃখ প্রকাশ করেছেন। বলেছেন, ‘অনেক সময় এমন কিছু বলে ফেলি, পরে তা শুধরে নেওয়ার জায়গা থাকে না। আমি তো চাইলেও সেটা মুছতে পারব না। আসলে যখন কথাগুলো বলেছিলাম, ওদের প্রতি রাগ ছিল, আমি একটু অবসাদের মধ্য দিয়ে যাচ্ছিলাম। আমি ওদের (শাকিব খান ও তাঁর পরিবার) কাছে ক্ষমা চাইতে চাই। আমার শ্বশুর-শাশুড়ি খুব ভালো মানুষ। আমি ভাগ্যবান তাঁদের পেয়েছি, আমার জীবনে বাবা-মায়ের ঘাটতি পূরণ করছেন...।’

শাকিবের সঙ্গে জুটি হয়ে অপু উপহার দিয়েছেন অনেক সফল চলচ্চিত্র। শাকিব খানের সঙ্গে ৮০টি চলচ্চিত্রে অভিনয় করার সুযোগ তাঁর ক্যারিয়ারে সব দিয়েছে। তাই ক্যারিয়ারের সব অর্জনের কৃতিত্ব শাকিব খানের বলে মনে করেন অপু। 

ঢালিউডের জনপ্রিয় দুই তারকা শাকিব খান ও অপু বিশ্বাস। ছবি: ইনস্টাগ্রাম

অপু বলেন, ‘আসলে আজ শাকিব যদি আমার পাশে না থাকত, তা হলে এই অপু বিশ্বাস হত না। সহ অভিনেতা হয়ে আমাকে অভিনয়ের খুঁটিনাটিতে সাহায্য করেছে সে। আমার ক্যারিয়ারের ৮০ শতাংশ কৃতিত্ব শাকিবের, বাকিটা আমি অর্জন করেছি। তাই ওর প্রতি সারা জীবন সেই সম্মান থাকবে।’ 

পুত্র আব্রাহাম খান জয়ের সঙ্গে শাকিব খান ও অপু বিশ্বাস। ছবি: ইনস্টাগ্রাম দু’জনের সম্পর্ক যেমনই থাকুক, সন্তানের জন্য তাঁরা একজন আরেকজনকে যথেষ্ট সম্মান করেন। অপুর মতে জয় যেন বিষয়গুলো বুঝতে না পারে সেদিকে দু’জনেরই নজর থাকে সব সময়। 

অপু বলেন, ‘আমাদের দু’জনের কাছে এখনো সন্তানের মানসিক স্বাস্থ্যটাই অগ্রাধিকার পায়। একসঙ্গে থেকে হোক কিংবা না থেকে। জয় জানে, তাঁর বাবা-মা দু’জনই ব্যস্ত। তাই কখনো আমি তাঁকে স্কুলে পৌঁছে দিই, শাকিব ওকে নিয়ে আসে—এভাবেই চলছে।’ 

অনেক নারীর সঙ্গে নাম জড়িয়েছে শাকিব খানের। এই বিষয়টাতে শাকিবকে যেন সমর্থনই জানিয়েছেন অপু। তিনি বলেন, ‘একজন সুপারস্টারকে নিয়ে যদি গুঞ্জন না হয়, তা হলে সে কিসের সুপারস্টার? এটা তাঁর কৃতিত্ব, এখনো তাঁকে নিয়ে গুঞ্জন হয়, অন্যদের নিয়ে হয় না। নায়ক-নায়িকাদের নিয়ে দু-একটা প্রেমের গুঞ্জন না থাকলে পর্দায় রোমান্স ফুটিয়ে তুলবেন কীভাবে! আমি সাধুবাদই জানাই।’ 

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    বেঙ্গালুরুতে পুরস্কৃত ‘নকশীকাঁথার জমিন’

    সন্তানদের জন্য বিপুল সম্পদ রেখে যেতে চান না ‘জেমস বন্ড’

    আয়রন ম্যানের চিবানো চুইংগামের দাম উঠেছে ৬০ লাখ টাকা

    বাইডেনের নৈশভোজে ব্ল্যাকপিংক

    সমাজে প্রশ্ন করার, দ্বিমত করার জায়গা থাকতে হবে: ফারুকী

    ঈদে যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘ব্ল্যাক ওয়ার’

    ডিজিটাল নিরাপত্তা আইন স্থগিতের আহ্বান জাতিসংঘের

    টাকা নেউক, বিকালে ডাক্তার পাইছি: সেবাগ্রহীতা

    বাজারে যাওয়ার পথে নিখোঁজ, গলার সঙ্গে হাঁটু বাঁধা অবস্থায় লাশ উদ্ধার

    কার্ড ছাড়া টিসিবির পণ্য না দেওয়ায় ইউপি সদস্যসহ ৩ জনকে মারধর

    লিফটের গর্তে শিশুর লাশ: ভবন মালিকের বিরুদ্ধে মামলা

    তিন মাসে নির্যাতন ও হয়রানির শিকার ৫৬ সাংবাদিক: আসক