Alexa
বুধবার, ২২ মার্চ ২০২৩

সেকশন

epaper
 
জানেন কি

শাহরুখ নয়, দিলওয়ালের রাজ হওয়ার কথা ছিল টম ক্রুজের

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:১৯

হলিউড অভিনেতা টম ক্রুজকে ‘রাজ মালহোত্রা’ চরিত্রে কাস্ট করার কথা ভেবেছিলেন পরিচালক। ছবি: সংগৃহীত ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সফল চলচ্চিত্র ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। আদিত্য চোপড়া পরিচালিত চলচ্চিত্রটি ১৯৯৫ সালের ২০ অক্টোবর মুক্তি পায়। ওই সময় ব্যবসা করেছিল ১২২ কোটি রুপি।

দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে সিনেমায় রাজ মালহোত্রা চরিত্রে অসাধারণ অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নেন শাহরুখ খান। বলতে গেলে এই সিনেমার মাধ্যমেই ‘কিং অব রোমান্স’ তকমা পান শাহরুখ। 

তবে ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন থেকে জানা যায়, ‘রাজ মালহোত্রা’ আইকনিক চরিত্রটিতে শাহরুখ খান পরিচালকের প্রথম পছন্দ ছিলেন না। এই চরিত্রের জন্য সাইফ আলি খানকে প্রথমে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু শিডিউল জটিলতায় প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছিলেন তিনি। 

এও জানা যায় যে, পরিচালক আদিত্য চোপড়া হলিউড অভিনেতা টম ক্রুজকেও ‘রাজ মালহোত্রা’ চরিত্রে কাস্ট করার কথা ভেবেছিলেন। একটি ইন্দো-আমেরিকান প্রকল্পের পরিকল্পনা ছিল তাঁর। সেটি মূলত ব্যবসায়িক উদ্দেশ্যেই। কিন্তু তাঁর বাবা প্রয়াত চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক যশ চোপড়া এতে রাজি হননি। তাঁর আপত্তিতে গল্পটিও নতুন করে তৈরি করা হয়। 

 ১৯৯৫ সালের ২০ অক্টোবর মুক্তি পায় দিলওয়ালে দুলহানি লে জায়েঙ্গে। শুধু ভারতে ১০৬ কোটি রুপি এবং দেশের বাইরে ১৬ কোটি রুপি আয় করেছিল ছবিটি। চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ ১০টি বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারও পেয়েছিল। এ ছাড়া শ্রেষ্ঠ সুস্থ বিনোদনদায়ী জনপ্রিয় চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেয় শাহরুখের দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে। 

সিনেমাটিতে আরও অভিনয় করেন—কাজল, অমরেশ পুরি, ফরিদা জালাল ও অনুপম খের প্রমুখ। 

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    র‍্যাপার ব্যাড বানির বিরুদ্ধে ৪০ মিলিয়ন ডলারের মামলা করল তাঁর প্রাক্তন

    চলে গেলেন মুক্তিযোদ্ধা ও অভিনেতা খালেকুজ্জামান

    বীরের জন্মদিনে যা লিখলেন বুবলি

    যে সিনেমার রহস্যের জট ৫০ বছরেও খোলেনি

    রহমত উল্ল্যাহকে ‘বাটপার’ বললেন শাকিব খান

    শাকিব খান ডিবি কার্যালয়ে 

    স্বর্ণের দাম এক লাফে সাড়ে ৭ হাজার টাকা বাড়ানোর পর কমল ১১০০

    ভাস্কর শামীম শিকদার আর নেই

    ১২ দফা নিয়ে আলোচনার আশ্বাস

    র‍্যাপার ব্যাড বানির বিরুদ্ধে ৪০ মিলিয়ন ডলারের মামলা করল তাঁর প্রাক্তন

    সিঙ্গারের ফ্রি এসি ক্লিনিং সার্ভিস আবারও চালু 

    বাঁশখালীতে হরিণ শিকারের পর জবাই, ৫ জনের কারাদণ্ড