জিতলেই শেষ চার নিশ্চিত হয়ে যেত ফরচুন বরিশালের। কিন্তু আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে জিততে পারেন তারা। ঢাকা ডমিনেটরসের বিপক্ষে হেরে গেছে ৫ উইকেটে। হারলেও শেষ চারের পথে ভালোভাবেই আছে সাকিব আল হাসানের বরিশাল। তবে হেরে যাওয়ায় পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ে থেকে লিগ পর্ব শেষ করা কিছুটা কঠিন হয়ে গেছে তাদের জন্য।
শীর্ষ দুইয়ে থাকলে সরাসরি কোয়ালিফায়ার করার সুযোগ আছে বরিশালের। তাই ঢাকার বিপক্ষে ম্যাচটি গুরুত্বপূর্ণ ছিল তাদের জন্য। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বরিশালের অধিনায়ক সাকিব হাসানও তা–ই বলেছেন, ‘আজকের ম্যাচ খুব গুরুত্বপূর্ণ ছিল। এখান থেকে আমরা পিছিয়ে গেলাম। একটা সুযোগ ছিল সেটা হাতছাড়া করলাম। আরও তিনটা ম্যাচ আছে, বলতে গেলে প্রতি ম্যাচই এখন আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেরা দুইয়ে কোয়ালিফাই করতে। চেষ্টা করব ঢাকায় গিয়ে জয়ের ধারায় ফিরতে।’
এ সময় বাংলাদেশ ক্রিকেট দলের নতুন কোচ হাথুরুসিংহেকে নিয়েও প্রশ্ন করা হয় সাকিবকে। তবে কোনো মন্তব্য না করেই এড়িয়ে গেলেন তিনি। বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টির অধিনায়ক বললেন, ‘নো কমেন্টস।’
আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিবৃতিতে জানিয়েছে, দুই বছরের চুক্তিতে তিন সংস্করণে বাংলাদেশের কোচ হয়ে আসছেন হাথুরুসিংহে। ফেব্রুয়ারি থেকেই দ্বিতীয় ধাপে তিনি বাংলাদেশের দায়িত্ব নেবেন। এর আগে প্রথম ধাপে ২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত বাংলাদেশের কোচ ছিলেন।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে