সয়াবিন তেল ও চিনির দাম বাড়িয়েছে সরকার। লিটারে ১২ টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম ১৯০ টাকা এবং কেজিতে ১৩ টাকা বাড়িয়ে প্যাকেটজাত চিনির নতুন দাম ঠিক করা হয়েছে ১০৮ টাকা।
বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশনের অনুরোধের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রায়ত্ত সংস্থা ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন এই নতুন দাম সমন্বয় করেছে। এই দাম আজ বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।
এই নতুন দাম বাড়ানোর আগে সয়াবিন তেলের লিটার ছিল ১৭৮ টাকা। তবে আজ থেকে এক লিটার তেল বিক্রি হবে ১৯০ টাকায়। আর ৫ লিটারের সয়াবিল তেল বিক্রি হবে ৯২৫ টাকায়। এত দিন দাম ছিল ৮৮০ টাকা। অন্যদিকে খোলা সয়াবিনের দাম লিটারে ১৪ টাকা বাড়ানো হয়েছে।
অন্যদিকে প্রতি কেজি ৯৫ টাকার প্যাকেটজাত চিনি আজ থেকে বিক্রি হবে ১০৮ টাকায়।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে