রোববার, ০৪ জুন ২০২৩

সেকশন

 

তুমব্রু সীমান্তে গোলাগুলিতে রোহিঙ্গা মাদক কারবারিরা জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৫ নভেম্বর ২০২২, ১৭:১১

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলির ঘটনায় রোহিঙ্গা মাদক কারবারিরা জড়িত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বান্দরবানের তুমব্রু সীমান্তের নোম্যান্সল্যান্ডে রোহিঙ্গা মাদক কারবারিদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে। অভিযানের জায়গাটি নোম্যান্সল্যান্ড (শূণ্য রেখা)। সেখানে কয়েক হাজার রোহিঙ্গা জনগোষ্ঠীর অবস্থান বলে জানা গেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গোয়েন্দা সংস্থার খবরের ভিত্তিতে সেখারে মাদক উদ্ধারের অভিযানে গিয়েছিল। দুর্ঘটনাবশত একজন অফিসার সেখানে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তিনি কীভাবে গুলিবিদ্ধ হলেন এবং কোন মাদক কারবারিরা তাকে গুলি ছুঁড়ল। এসব বিষয় নিয়ে আমরা কাজ করছি। এ ঘটনার সত্য উদঘাটন করে আমরা পরবর্তীতে জানাব।

গোয়েন্দা সংস্থা এ ধরনের অভিযান পরিকল্পনামাফিক করে থাকে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সোমবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব ও ডিজিএফআইর মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনাকালে মাদক চোরাচালানকারীদের গুলিতে দায়িত্বরত অবস্থায় ডিজিএফআইয়ের একজন কর্মকর্তা দেশের জন্য আত্মত্যাগ করে শহীদ হন। এসময় আহত হন র‌্যাবের একজন সদস্য।

নিহত রিজওয়ান রুশদী বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার। আর গুলিবিদ্ধ র‍্যাবের সদস্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা স্থিতিশীল বলে চিকিৎসক জানিয়েছেন। 

এই হামলার ঘটনার পর তুমব্রু সীমান্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সেখানে যাতায়াতে বিধিনিষেধ আরোপ করা হয়েছে; পুরো এলাকাজুড়ে সৃষ্টি করা হয়েছে নিরাপত্তাবলয়।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     
     

    অতিরিক্ত নিরাপত্তা পেতে আবেদন করেছে যুক্তরাষ্ট্র: স্বরাষ্ট্রমন্ত্রী

    মিয়ানমারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে চীনা উদ্যোগে সরকারের সাড়া 

    রোহিঙ্গা প্রত্যাবাসন: টেকনাফের শিবির ঘুরে গেলেন মিয়ানমারের প্রতিনিধি 

    রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে প্রয়োজনে সেনাবাহিনী নামানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

    রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের ফিরতি সফরে ‘মোখা’ অজুহাত 

    মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষেত্রে ২০২২ সালে বাংলাদেশ দ্বিতীয়

    নতুন ট্রেনের যাত্রাবিরতি: বিক্ষোভ–ভাঙচুর, স্টেশন মাস্টারকে মারপিট

    মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথোরিটির বার্ষিক প্রতিবেদনের মোড়ক উন্মোচন

    রাবি কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় খাবারের দাম কমানোসহ কয়েক দফা দাবিতে মানববন্ধন 

    দিনাজপুরে ৬৫ বছরের মধ্যে সর্বোচ্চ ৪১ দশমিক ১ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড 

    নির্বাচনকালীন সরকারের ব্যাপারে অস্পষ্টতা নেই: আইনমন্ত্রী

    উত্তরা ও কাফরুল থেকে প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত চার আসামি গ্রেপ্তার