নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলির ঘটনায় রোহিঙ্গা মাদক কারবারিরা জড়িত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বান্দরবানের তুমব্রু সীমান্তের নোম্যান্সল্যান্ডে রোহিঙ্গা মাদক কারবারিদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে। অভিযানের জায়গাটি নোম্যান্সল্যান্ড (শূণ্য রেখা)। সেখানে কয়েক হাজার রোহিঙ্গা জনগোষ্ঠীর অবস্থান বলে জানা গেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গোয়েন্দা সংস্থার খবরের ভিত্তিতে সেখারে মাদক উদ্ধারের অভিযানে গিয়েছিল। দুর্ঘটনাবশত একজন অফিসার সেখানে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তিনি কীভাবে গুলিবিদ্ধ হলেন এবং কোন মাদক কারবারিরা তাকে গুলি ছুঁড়ল। এসব বিষয় নিয়ে আমরা কাজ করছি। এ ঘটনার সত্য উদঘাটন করে আমরা পরবর্তীতে জানাব।
গোয়েন্দা সংস্থা এ ধরনের অভিযান পরিকল্পনামাফিক করে থাকে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
সোমবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব ও ডিজিএফআইর মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনাকালে মাদক চোরাচালানকারীদের গুলিতে দায়িত্বরত অবস্থায় ডিজিএফআইয়ের একজন কর্মকর্তা দেশের জন্য আত্মত্যাগ করে শহীদ হন। এসময় আহত হন র্যাবের একজন সদস্য।
নিহত রিজওয়ান রুশদী বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার। আর গুলিবিদ্ধ র্যাবের সদস্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা স্থিতিশীল বলে চিকিৎসক জানিয়েছেন।
এই হামলার ঘটনার পর তুমব্রু সীমান্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সেখানে যাতায়াতে বিধিনিষেধ আরোপ করা হয়েছে; পুরো এলাকাজুড়ে সৃষ্টি করা হয়েছে নিরাপত্তাবলয়।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলির ঘটনায় রোহিঙ্গা মাদক কারবারিরা জড়িত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বান্দরবানের তুমব্রু সীমান্তের নোম্যান্সল্যান্ডে রোহিঙ্গা মাদক কারবারিদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে। অভিযানের জায়গাটি নোম্যান্সল্যান্ড (শূণ্য রেখা)। সেখানে কয়েক হাজার রোহিঙ্গা জনগোষ্ঠীর অবস্থান বলে জানা গেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গোয়েন্দা সংস্থার খবরের ভিত্তিতে সেখারে মাদক উদ্ধারের অভিযানে গিয়েছিল। দুর্ঘটনাবশত একজন অফিসার সেখানে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তিনি কীভাবে গুলিবিদ্ধ হলেন এবং কোন মাদক কারবারিরা তাকে গুলি ছুঁড়ল। এসব বিষয় নিয়ে আমরা কাজ করছি। এ ঘটনার সত্য উদঘাটন করে আমরা পরবর্তীতে জানাব।
গোয়েন্দা সংস্থা এ ধরনের অভিযান পরিকল্পনামাফিক করে থাকে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
সোমবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব ও ডিজিএফআইর মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনাকালে মাদক চোরাচালানকারীদের গুলিতে দায়িত্বরত অবস্থায় ডিজিএফআইয়ের একজন কর্মকর্তা দেশের জন্য আত্মত্যাগ করে শহীদ হন। এসময় আহত হন র্যাবের একজন সদস্য।
নিহত রিজওয়ান রুশদী বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার। আর গুলিবিদ্ধ র্যাবের সদস্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা স্থিতিশীল বলে চিকিৎসক জানিয়েছেন।
এই হামলার ঘটনার পর তুমব্রু সীমান্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সেখানে যাতায়াতে বিধিনিষেধ আরোপ করা হয়েছে; পুরো এলাকাজুড়ে সৃষ্টি করা হয়েছে নিরাপত্তাবলয়।

সাধারণ মানুষের কাছে কার্যত অজানা থাকলেও সড়ক দুর্ঘটনায় হতাহত হলে সড়ক পরিবহন আইনে ক্ষতিপূরণ দেওয়ার বিধান রয়েছে। আইনে দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের জন্য ৫ লাখ টাকা এবং আহত ব্যক্তির জন্য ৩ লাখ টাকা দেওয়ার বিধান রয়েছে।
২৯ মিনিট আগে
‘বিটিআরসির এনইআইআর সিস্টেমে আমার এনআইডির বিপরীতে ৫২টা ফোন নিবন্ধিত দেখাচ্ছে। এতগুলো ফোন কীভাবে আমার নামে নিবন্ধিত হয়! আমার ও পরিবারের সদস্যদের ধরলে মোট ৫-৭টা হতে পারে। তাই বলে ৫২টা?
৪৪ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৪টি আসনে ৮৭ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। তাঁদের মধ্যে জামায়াতের এইচ এম হামিদুর রহমান আযাদ ও নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নার মতো নেতারাও রয়েছেন।
১ ঘণ্টা আগে
এনইআইআর চালুর পরে ‘ক্লোন ফোন’ নিয়ে ভয়াবহ তথ্য বেরিয়ে এসেছে। শুধু একটি আইএমইআই নম্বরেই পাওয়া গেছে ৩ কোটি ৯১ লাখ ২২ হাজার ৫৩৪টি স্মার্টফোন।আজ শুক্রবার এক ফেসবুক স্ট্যাটাসে অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ফয়েজ আহমদ তৈয়্যব এ তথ্য জানিয়েছেন।
৫ ঘণ্টা আগে