রোববার, ০৪ জুন ২০২৩

সেকশন

 

তোপের মুখে মাদক পরীক্ষা করালেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী

আপডেট : ২০ আগস্ট ২০২২, ১০:৪৭

২০১৯ সালে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন ৩৬ বছর বয়সী সান্না মারিন। ছবি: টুইটার সম্প্রতি একটি পার্টিতে অংশ নিয়ে নাচগান করার ভিডিও ফাঁস হওয়ার পর বিরোধীদের রোষানলে পড়েন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সান্না মারিন। তিনি ওই পার্টিতে মাদক সেবন করেছেন কি না, তা নিশ্চিত হতে তাঁকে মাদক পরীক্ষা করানোর আহ্বান জানান বিরোধীরা। শেষ পর্যন্ত তিনি মাদক পরীক্ষা করিয়েছেন, আগামী সপ্তাহে এর ফল জানা যাবে। 

বিবিসির প্রতিবেদনে জানা যায়, চলতি সপ্তাহে ফিনিশ প্রধানমন্ত্রীকে নিয়ে একটি ভিডিও ফুটেজ ফাঁস হয়। ভিডিওতে সান্না মারিনকে তাঁর বন্ধুদের সঙ্গে একটি পার্টিতে নাচতে ও গাইতে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিরোধী দলগুলোর সমালোচনার মুখে পড়েন মারিন। 

এমনকি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মাদক নেওয়ার অভিযোগ এনে পরীক্ষা করারও দাবি তোলা হয়। তুমুল সমালোচনার মুখে বৃহস্পতিবার (১৮ আগস্ট) আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দেন সান্না মারিন।

একটি পার্টিতে অংশ নিয়ে নাচগান করার ভিডিও ফাঁস হওয়ার পর বিরোধীদের রোষানলে পড়েন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী। ছবি: টুইটার পার্টিতে নাচ-গানের কথা স্বীকার করলেও মাদক নেওয়ার কথা নাকচ করেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী। সাংবাদিকদের মারিন বলেন, ‘আমার লুকানোর কিছু নেই। আমি মাদক সেবন করিনি। তাই পরীক্ষা করাতে আমার কোনো সমস্যা নেই।’ তিনি আরও বলেন, ‘এসব ব্যক্তিগত বিষয়। আশা করি জনগণ কাজের সময় ও অবকাশের পার্থক্য বুঝবেন।’ 

এরপর শুক্রবার (১৯ আগস্ট) আরেক সংবাদ সম্মেলনে ড্রাগ পরীক্ষার কথা জানান সান্না মারিন। তিনি বলেন, ‘আমি আজ মাদক পরীক্ষা করিয়েছি। এক সপ্তাহের মধ্যে ফলাফল পাওয়া যাবে। আর আমি অবৈধ কিছু করিনি।’

কখনো মাদক নেননি দাবি করে তিনি বলেন, ‘এমনকি কিশোরী বয়সেও আমি কোনো দিন মাদক সেবন করিনি। আমি পরীক্ষা করিয়েছি সবাইকে নিশ্চিত হওয়ার জন্য।’ 

 ২০১৯ সালে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন ৩৬ বছর বয়সী সান্না মারিন। ওই সময় বিশ্বের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী ছিলেন তিনি।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     
     

    এরদোয়ানের নতুন মন্ত্রিসভা, দুই মন্ত্রণালয় বাদে সবগুলোতে পরিবর্তন 

    দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে নৌপথে পাচার হয় ক্রিস্টাল মেথ: জাতিসংঘের প্রতিবেদন

    ৩ ইউরোপীয়কে মুক্তি দিল ইরান

    এরদোয়ানের অভিষেক অনুষ্ঠানে থাকবেন ন্যাটোপ্রধান

    কসোভোয় সার্বীয়দের বিক্ষোভ চলছে, ফের নির্বাচনের দাবি ফ্রান্স-জার্মানির

    কসোভোতে বিক্ষোভ থামাতে আরও ৭০০ সেনা মোতায়েন ন্যাটোর

    মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথোরিটির বার্ষিক প্রতিবেদনের মোড়ক উন্মোচন

    রাবি কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় খাবারের দাম কমানোসহ কয়েক দফা দাবিতে মানববন্ধন 

    দিনাজপুরে ৬৫ বছরের মধ্যে সর্বোচ্চ ৪১ দশমিক ১ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড 

    নির্বাচনকালীন সরকারের ব্যাপারে অস্পষ্টতা নেই: আইনমন্ত্রী

    উত্তরা ও কাফরুল থেকে প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত চার আসামি গ্রেপ্তার 

    পেঁয়াজ আমদানির অনুমতি মিলছে সোমবার