Ajker Patrika

আসামে ২৪৪ রানের বিশাল জয়ে সিরিজ অনূর্ধ্ব-১৬ দলের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ আগস্ট ২০২২, ১৯: ১৪
আসামে ২৪৪ রানের বিশাল জয়ে সিরিজ অনূর্ধ্ব-১৬ দলের

আসামে দুই ম্যাচের লাল বলের সিরিজ (২-০) জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও দাপট দেখিয়েছে খুদে ক্রিকেটাররা। এক ইনিংস বাকি থাকতেই আসাম অনূর্ধ্ব-১৬ দলকে ২৪৪ রানে হারিয়ে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ।

আজ সিরিজের দ্বিতীয় ম্যাচের তৃতীয় দিনের প্রথম সেশনেই ১১৯ রানে গুটিয়ে যায় আসাম। প্রথম ইনিংসে ৪৩১ রান করা বাংলাদেশ এক ইনিংস থাকতেই জিতে যায়৷ এর আগে বাংলাদেশের ৪৩১ রানের জবাবে প্রথম ইনিংসে ৬৮ রান করেছিল আসাম।

ব্যাটিংয়ের পর দুই ইনিংসে বল হাতেও দাপট দেখাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। প্রথম ইনিংসে স্বাগতিকদের গুটিয়ে দিয়ে বাংলাদেশের লিড ৩৬৩ রান। দ্বিতীয় ইনিংসে ফলোঅনে ব্যাট করেও তা তাড়া করতে পারেনি তারা। পাঁচ উইকেট নিয়ে ম্যাচ-সেরা হয়েছেন ফারহান শাহরিয়ার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ