
প্রভাস-আনুশকা
দুই দিন আগেই নিজের বিয়ে নিয়ে মুখ খুললেন দক্ষিণী সুপারস্টার প্রভাস। নিজেই বললেন, শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন তিনি। অভিনেত্রী আনুশকা শেঠির সঙ্গে প্রভাসের সম্পর্ক নিয়ে বহুদিন ধরে গুঞ্জন তুঙ্গে। কয়েক মাস আগেও গুজব ছিল তাঁদের বিয়ে চূড়ান্ত। তখন দুজনেই বিষয়টি উড়িয়ে দিয়ে জানান, দুজন ‘জাস্ট ফ্রেন্ড’। এখন দেখার অপেক্ষা নতুন কোনো চমক অপেক্ষা করছে কি না।
হৃতিক রোশন-সাবা আজাদ
এই মুহূর্তে বলিউডের সবচেয়ে আলোচিত জুটি হৃতিক রোশন ও সাবা আজাদ। সম্পর্কের বিষয়ে কেউ স্বীকার না করলেও, তাঁদের প্রেম খুল্লাম খুল্লা। সম্প্রতি তাঁদের হাতে হাত রেখে নৈশভোজে যেতেও দেখা গেছে। হৃতিকের পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন সাবা। হৃতিকের সাবেক স্ত্রী সুজানের সঙ্গেও সাবার ভালো সম্পর্ক। দ্রুতই চার হাত এক হচ্ছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছে হৃতিকের ঘনিষ্ঠজনেরা।
টাইগার শ্রফ-দিশা পাটানি
টাইগার শ্রফ ও দিশা পাটানির প্রেম নিয়ে বলিউডে অনেক দিন ধরেই চর্চা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই এই জুটির একসঙ্গে ছবি ও ভিডিও দেখে ভক্তরাও ধরেই নিয়েছেন তাঁদের মধ্যে প্রেম চলছে। টাইগারের পরিবারের বাকি সদস্যদের সঙ্গেও সম্পর্ক খুবই ভালো দিশার। চলতি বছরেই এই জুটি বিয়ের পিঁড়িতে বসবেন বলে জোর গুঞ্জন রয়েছে।
সিদ্ধার্থ-কিয়ারা
কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রার সম্পর্ক এখন বলিউডের ওপেন সিক্রেট। এমনকি সিদ্ধার্থের বাড়ির নিচেও পাপারাজ্জিদের লেন্সবন্দী হয়েছেন কিয়ারা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সিদ্ধার্থের সম্পর্কে বলতে গিয়ে কিয়ারার গাল লাল হয়ে উঠেছিল। আর নিজের বিয়ের সম্পর্কে জানিয়েছেন, অ্যারেঞ্জ ম্যারেজ নয়, লাভ ম্যারেজ করতে চান তিনি। সেটা এই বছরই হতে পারে।
আরও আছেন...
আইটেম গার্ল মালাইকার থেকে অর্জুন কাপুর ১২ বছরের ছোট। দীর্ঘদিনের প্রেমের পর ৪৮ বছর বয়সী মালাইকার সঙ্গে খুব শিগগিরই নাকি অর্জুন গাটছড়া বাঁধতে চলেছেন এমন গুঞ্জন রয়েছে। এই তালিকায় আরও আছেন সুনীল শেঠিকন্যা অভিনেত্রী আথিয়া ও ক্রিকেটার কে এল রাহুল, আদার জেইন-তারা সুতারিয়া, আলি জাফর-রিচা চাড্ডা প্রমুখ।
বিনোদন সম্পর্কিত পড়ুন:

প্রভাস-আনুশকা
দুই দিন আগেই নিজের বিয়ে নিয়ে মুখ খুললেন দক্ষিণী সুপারস্টার প্রভাস। নিজেই বললেন, শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন তিনি। অভিনেত্রী আনুশকা শেঠির সঙ্গে প্রভাসের সম্পর্ক নিয়ে বহুদিন ধরে গুঞ্জন তুঙ্গে। কয়েক মাস আগেও গুজব ছিল তাঁদের বিয়ে চূড়ান্ত। তখন দুজনেই বিষয়টি উড়িয়ে দিয়ে জানান, দুজন ‘জাস্ট ফ্রেন্ড’। এখন দেখার অপেক্ষা নতুন কোনো চমক অপেক্ষা করছে কি না।
হৃতিক রোশন-সাবা আজাদ
এই মুহূর্তে বলিউডের সবচেয়ে আলোচিত জুটি হৃতিক রোশন ও সাবা আজাদ। সম্পর্কের বিষয়ে কেউ স্বীকার না করলেও, তাঁদের প্রেম খুল্লাম খুল্লা। সম্প্রতি তাঁদের হাতে হাত রেখে নৈশভোজে যেতেও দেখা গেছে। হৃতিকের পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন সাবা। হৃতিকের সাবেক স্ত্রী সুজানের সঙ্গেও সাবার ভালো সম্পর্ক। দ্রুতই চার হাত এক হচ্ছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছে হৃতিকের ঘনিষ্ঠজনেরা।
টাইগার শ্রফ-দিশা পাটানি
টাইগার শ্রফ ও দিশা পাটানির প্রেম নিয়ে বলিউডে অনেক দিন ধরেই চর্চা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই এই জুটির একসঙ্গে ছবি ও ভিডিও দেখে ভক্তরাও ধরেই নিয়েছেন তাঁদের মধ্যে প্রেম চলছে। টাইগারের পরিবারের বাকি সদস্যদের সঙ্গেও সম্পর্ক খুবই ভালো দিশার। চলতি বছরেই এই জুটি বিয়ের পিঁড়িতে বসবেন বলে জোর গুঞ্জন রয়েছে।
সিদ্ধার্থ-কিয়ারা
কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রার সম্পর্ক এখন বলিউডের ওপেন সিক্রেট। এমনকি সিদ্ধার্থের বাড়ির নিচেও পাপারাজ্জিদের লেন্সবন্দী হয়েছেন কিয়ারা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সিদ্ধার্থের সম্পর্কে বলতে গিয়ে কিয়ারার গাল লাল হয়ে উঠেছিল। আর নিজের বিয়ের সম্পর্কে জানিয়েছেন, অ্যারেঞ্জ ম্যারেজ নয়, লাভ ম্যারেজ করতে চান তিনি। সেটা এই বছরই হতে পারে।
আরও আছেন...
আইটেম গার্ল মালাইকার থেকে অর্জুন কাপুর ১২ বছরের ছোট। দীর্ঘদিনের প্রেমের পর ৪৮ বছর বয়সী মালাইকার সঙ্গে খুব শিগগিরই নাকি অর্জুন গাটছড়া বাঁধতে চলেছেন এমন গুঞ্জন রয়েছে। এই তালিকায় আরও আছেন সুনীল শেঠিকন্যা অভিনেত্রী আথিয়া ও ক্রিকেটার কে এল রাহুল, আদার জেইন-তারা সুতারিয়া, আলি জাফর-রিচা চাড্ডা প্রমুখ।
বিনোদন সম্পর্কিত পড়ুন:

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫