নারায়ণগঞ্জ সংবাদদাতা

ভোটের মাঠে একের পর এক নাটকীয়তার জন্ম দিচ্ছেন বিএনপি থেকে অব্যাহতি পাওয়া স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার। দলীয় সিদ্ধান্তের বাইরে নির্বাচনে অংশ নিয়ে প্রথম চমক দেখান তিনি। এরপর একে একে দলের সব পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়ার পরও থেমে নেই তৈমুর। বিপুল বিক্রমে দাপিয়ে বেড়াচ্ছেন ভোটের মাঠ। গতকাল ছুটির দিনে বিএনপির পাশাপাশি জাতীয় পার্টির (জাপা) নেতাদের নিয়ে প্রচার চালিয়ে নতুন চমক দেখালেন তৈমুর। ভোটের সমীকরণে যুক্ত করলেন ভিন্ন মাত্রা। এ নিয়ে আলোচনায় মুখর এখন সবাই।
গতকাল বন্দরের ২২ ও ২৫ নম্বর ওয়ার্ডে হাতি মার্কার পক্ষে প্রচারে নামেন তৈমুর। এ সময় তার সঙ্গে ছিলেন আওয়ামী লীগের সাবেক সাংসদ ও নাগরিক কমিটির নেতা এস এম আকরাম। তবে সবার নজর কেড়েছেন ওই প্রচারে অংশ নেওয়া চারজন, যাঁরা জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সম্প্রতি বন্দরের চারটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন, কলাগাছিয়ার দেলোয়ার হোসেন প্রধান, বন্দরের এহসান উদ্দিন আহমেদ, মুছাপুরের মাকসুদ হোসেন এবং ধামগড়ের কামাল হোসেন। তাঁরা সবাই নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য এবং শামীম ওসমানের ভাই সেলিম ওসমানের অনুসারী হিসেবে পরিচিত।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন নির্বাচনী জোটের শরিক জাতীয় পার্টি বিগত নির্বাচনগুলোতে নৌকার প্রার্থীর পক্ষে থেকেছেন অথবা আওয়ামী লীগের সঙ্গে সমন্বয় করেছেন। কিন্তু এবারের সিটি নির্বাচনে শুরু থেকে নীরব ছিলেন জাপা নেতারা। দলটির কেন্দ্রীয় বা স্থানীয় পর্যায় থেকেও নির্দিষ্ট কোনো প্রার্থীর পক্ষে মাঠে নামার ইঙ্গিত মেলেনি। হুট করে গতকাল নবনির্বাচিত চার ইউপি চেয়ারম্যান তৈমুরের পক্ষে মাঠে নামায় বদলে গেছে আলোচনার গতিপথ।
আবার সেলিম ওসমানপন্থী চারজন তৈমুরের পক্ষে মাঠে নামায় দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন অনেকে। গুঞ্জন ছিল, নৌকার প্রার্থী আইভীকে ঠেকাতে শামীম ওসমান নিজেই তৈমুরকে মাঠে নামিয়েছেন। এবার সেলিম ওসমানের লোকেরা তৈমুরের পক্ষে নামায় ওই গুঞ্জন আরও জোরালো হচ্ছে। এর মধ্য দিয়ে তৈমুরের প্রতি ওসমান পরিবারের পরোক্ষ সমর্থনের বিষয়টি স্পষ্ট হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
তবে এ প্রসঙ্গে খুব কৌশলী বক্তব্য দিয়েছেন তৈমুর। গতকাল প্রচারের সময় গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমি সাড়ে পাঁচ লক্ষ ভোটারেরই সমর্থন চাই। আওয়ামী লীগের ভোটাররা এই শহরের নাগরিক। তারাও ভালো মন্দ বুঝে। তারাও বাড়তি ট্যাক্সের বোঝা বহন করে। প্রার্থী হিসেবে আমি সকলের কাছেই যাব।’
নিজের রাজনৈতিক পরিচয় আবারও মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ‘আমার শরীর কেটে টুকরো টুকরো করলে যে আওয়াজটা আসবে সেটার নাম বিএনপি। পানি কাটলে দুই টুকরো হবে, কিন্তু আমার সঙ্গে বিএনপির সম্পর্ক দুই টুকরো হবে না। আমার পাশে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সবাই আছে। তারা যা করেছে বুঝে শুনে করেছে। বিএনপির ভোট নৌকায় যাবে না। উল্টো অন্য মার্কার ভোট আমার কাছে আসবে।’
গতকাল বিএনপি নেতাদের মধ্যে তৈমুরের সঙ্গে ছিলেন, বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী নজরুল ইসলাম টিটু, বন্দর থানা বিএনপির সভাপতি নুর উদ্দিন, সদর থানা ছাত্রদলের সভাপতি কাজী নাহিসুল ইসলাম সাদ্দাম প্রমুখ।

ভোটের মাঠে একের পর এক নাটকীয়তার জন্ম দিচ্ছেন বিএনপি থেকে অব্যাহতি পাওয়া স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার। দলীয় সিদ্ধান্তের বাইরে নির্বাচনে অংশ নিয়ে প্রথম চমক দেখান তিনি। এরপর একে একে দলের সব পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়ার পরও থেমে নেই তৈমুর। বিপুল বিক্রমে দাপিয়ে বেড়াচ্ছেন ভোটের মাঠ। গতকাল ছুটির দিনে বিএনপির পাশাপাশি জাতীয় পার্টির (জাপা) নেতাদের নিয়ে প্রচার চালিয়ে নতুন চমক দেখালেন তৈমুর। ভোটের সমীকরণে যুক্ত করলেন ভিন্ন মাত্রা। এ নিয়ে আলোচনায় মুখর এখন সবাই।
গতকাল বন্দরের ২২ ও ২৫ নম্বর ওয়ার্ডে হাতি মার্কার পক্ষে প্রচারে নামেন তৈমুর। এ সময় তার সঙ্গে ছিলেন আওয়ামী লীগের সাবেক সাংসদ ও নাগরিক কমিটির নেতা এস এম আকরাম। তবে সবার নজর কেড়েছেন ওই প্রচারে অংশ নেওয়া চারজন, যাঁরা জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সম্প্রতি বন্দরের চারটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন, কলাগাছিয়ার দেলোয়ার হোসেন প্রধান, বন্দরের এহসান উদ্দিন আহমেদ, মুছাপুরের মাকসুদ হোসেন এবং ধামগড়ের কামাল হোসেন। তাঁরা সবাই নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য এবং শামীম ওসমানের ভাই সেলিম ওসমানের অনুসারী হিসেবে পরিচিত।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন নির্বাচনী জোটের শরিক জাতীয় পার্টি বিগত নির্বাচনগুলোতে নৌকার প্রার্থীর পক্ষে থেকেছেন অথবা আওয়ামী লীগের সঙ্গে সমন্বয় করেছেন। কিন্তু এবারের সিটি নির্বাচনে শুরু থেকে নীরব ছিলেন জাপা নেতারা। দলটির কেন্দ্রীয় বা স্থানীয় পর্যায় থেকেও নির্দিষ্ট কোনো প্রার্থীর পক্ষে মাঠে নামার ইঙ্গিত মেলেনি। হুট করে গতকাল নবনির্বাচিত চার ইউপি চেয়ারম্যান তৈমুরের পক্ষে মাঠে নামায় বদলে গেছে আলোচনার গতিপথ।
আবার সেলিম ওসমানপন্থী চারজন তৈমুরের পক্ষে মাঠে নামায় দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন অনেকে। গুঞ্জন ছিল, নৌকার প্রার্থী আইভীকে ঠেকাতে শামীম ওসমান নিজেই তৈমুরকে মাঠে নামিয়েছেন। এবার সেলিম ওসমানের লোকেরা তৈমুরের পক্ষে নামায় ওই গুঞ্জন আরও জোরালো হচ্ছে। এর মধ্য দিয়ে তৈমুরের প্রতি ওসমান পরিবারের পরোক্ষ সমর্থনের বিষয়টি স্পষ্ট হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
তবে এ প্রসঙ্গে খুব কৌশলী বক্তব্য দিয়েছেন তৈমুর। গতকাল প্রচারের সময় গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমি সাড়ে পাঁচ লক্ষ ভোটারেরই সমর্থন চাই। আওয়ামী লীগের ভোটাররা এই শহরের নাগরিক। তারাও ভালো মন্দ বুঝে। তারাও বাড়তি ট্যাক্সের বোঝা বহন করে। প্রার্থী হিসেবে আমি সকলের কাছেই যাব।’
নিজের রাজনৈতিক পরিচয় আবারও মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ‘আমার শরীর কেটে টুকরো টুকরো করলে যে আওয়াজটা আসবে সেটার নাম বিএনপি। পানি কাটলে দুই টুকরো হবে, কিন্তু আমার সঙ্গে বিএনপির সম্পর্ক দুই টুকরো হবে না। আমার পাশে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সবাই আছে। তারা যা করেছে বুঝে শুনে করেছে। বিএনপির ভোট নৌকায় যাবে না। উল্টো অন্য মার্কার ভোট আমার কাছে আসবে।’
গতকাল বিএনপি নেতাদের মধ্যে তৈমুরের সঙ্গে ছিলেন, বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী নজরুল ইসলাম টিটু, বন্দর থানা বিএনপির সভাপতি নুর উদ্দিন, সদর থানা ছাত্রদলের সভাপতি কাজী নাহিসুল ইসলাম সাদ্দাম প্রমুখ।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫