নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সমাজসেবা অধিদপ্তরের সমাজকর্মী (ইউনিয়ন) পদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য যশোর থেকে পাঁচ বান্ধবীর সঙ্গে ঢাকায় আসেন শ্রাবণী। কিন্তু বৃহস্পতিবার রাতে পরীক্ষার এক দিন আগে তা স্থগিত হওয়ায় বিপাকে পড়েছেন তাঁরা।
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদ সাম্প্রতিক বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন ফাঁস হওয়ার প্রতিবাদে এক মানববন্ধনে শ্রাবণী বলেন, ‘গত পাঁচ দিন ঘোরাফেরা করেও আমরা ট্রেনের টিকিট পাইনি। পরে আমরা একপ্রকার ট্রেনে ঝুলে ঢাকায় এসেছি। ঢাকায় আমাদের কোনো আত্মীয়স্বজন নেই। অথচ গতকাল হঠাৎ করে আমাদের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আমরা যারা বেকার আছি, তাদের কথা একবার চিন্তা করেন, আমরা কত কষ্টে আছি। না খেয়ে, ১০ ঘণ্টা জ্যামে পড়ে কেউ যদি এসে শোনে পরীক্ষা স্থগিত হয়েছে, তাহলে বোঝেন তার কেমন কষ্ট হয়!’
এই চাকরিপ্রত্যাশী আরও বলেন, ‘ঊর্ধ্বতন কর্মকর্তারা কি আমাদের এই কষ্টের অবস্থা দেখছেন না? তাঁরা এর মাধ্যমে চাকরিপ্রত্যাশীদের সঙ্গে তামাশা করছেন। আবার এক দিনে ২১টা পরীক্ষাও হচ্ছে। আমাদের পক্ষে কি এত পরীক্ষায় অংশগ্রহণ সম্ভব? আমাদের কথা শোনার জন্য কি কেউ নেই?’
মানববন্ধনে সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদের সমন্বয়ক মো. মানিক হোসেন রিপন বলেন, ‘প্রশ্ন ফাঁস একটি হাস্যকর ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এটা আমাদের মতো বেকার যুবকদের জন্য খুবই কষ্টের। আমরা যোগ্যতার ভিত্তিতে পরীক্ষা দিয়ে চাকরি চাই। আমরা সমাজসেবা অধিদপ্তরের প্রশ্ন ফাঁসের তীব্র নিন্দা জানাই। যে সময় আমাদের বেকারদের অস্তিত্ব সংকটে, সে সময় চাকরিতে আবেদন ফি ১ হাজার থেকে ২ হাজার নির্ধারণ করা কতটা কষ্টের তা বলে বোঝানো যাবে না।’
মানববন্ধনে চারটি দাবি পেশ করা হয়। দাবিগুলো হলো—সব চাকরিতে আবেদনের বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধি করতে হবে। নিয়োগে দুর্নীতি জালিয়াতি বন্ধ করতে হবে, নিয়োগ পরীক্ষার (প্রিলি ও লিখিত) প্রাপ্ত নম্বরসহ ফলাফল প্রকাশ করতে হবে। চাকরিতে আবেদনের ফি সর্বোচ্চ ১০০ টাকা নির্ধারণ করাতে হবে এবং একই সময়ে একাধিক নিয়োগ পরীক্ষা বন্ধ করে সমন্বিত নিয়োগ পরীক্ষার ব্যবস্থা করতে হবে।

সমাজসেবা অধিদপ্তরের সমাজকর্মী (ইউনিয়ন) পদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য যশোর থেকে পাঁচ বান্ধবীর সঙ্গে ঢাকায় আসেন শ্রাবণী। কিন্তু বৃহস্পতিবার রাতে পরীক্ষার এক দিন আগে তা স্থগিত হওয়ায় বিপাকে পড়েছেন তাঁরা।
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদ সাম্প্রতিক বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন ফাঁস হওয়ার প্রতিবাদে এক মানববন্ধনে শ্রাবণী বলেন, ‘গত পাঁচ দিন ঘোরাফেরা করেও আমরা ট্রেনের টিকিট পাইনি। পরে আমরা একপ্রকার ট্রেনে ঝুলে ঢাকায় এসেছি। ঢাকায় আমাদের কোনো আত্মীয়স্বজন নেই। অথচ গতকাল হঠাৎ করে আমাদের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আমরা যারা বেকার আছি, তাদের কথা একবার চিন্তা করেন, আমরা কত কষ্টে আছি। না খেয়ে, ১০ ঘণ্টা জ্যামে পড়ে কেউ যদি এসে শোনে পরীক্ষা স্থগিত হয়েছে, তাহলে বোঝেন তার কেমন কষ্ট হয়!’
এই চাকরিপ্রত্যাশী আরও বলেন, ‘ঊর্ধ্বতন কর্মকর্তারা কি আমাদের এই কষ্টের অবস্থা দেখছেন না? তাঁরা এর মাধ্যমে চাকরিপ্রত্যাশীদের সঙ্গে তামাশা করছেন। আবার এক দিনে ২১টা পরীক্ষাও হচ্ছে। আমাদের পক্ষে কি এত পরীক্ষায় অংশগ্রহণ সম্ভব? আমাদের কথা শোনার জন্য কি কেউ নেই?’
মানববন্ধনে সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদের সমন্বয়ক মো. মানিক হোসেন রিপন বলেন, ‘প্রশ্ন ফাঁস একটি হাস্যকর ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এটা আমাদের মতো বেকার যুবকদের জন্য খুবই কষ্টের। আমরা যোগ্যতার ভিত্তিতে পরীক্ষা দিয়ে চাকরি চাই। আমরা সমাজসেবা অধিদপ্তরের প্রশ্ন ফাঁসের তীব্র নিন্দা জানাই। যে সময় আমাদের বেকারদের অস্তিত্ব সংকটে, সে সময় চাকরিতে আবেদন ফি ১ হাজার থেকে ২ হাজার নির্ধারণ করা কতটা কষ্টের তা বলে বোঝানো যাবে না।’
মানববন্ধনে চারটি দাবি পেশ করা হয়। দাবিগুলো হলো—সব চাকরিতে আবেদনের বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধি করতে হবে। নিয়োগে দুর্নীতি জালিয়াতি বন্ধ করতে হবে, নিয়োগ পরীক্ষার (প্রিলি ও লিখিত) প্রাপ্ত নম্বরসহ ফলাফল প্রকাশ করতে হবে। চাকরিতে আবেদনের ফি সর্বোচ্চ ১০০ টাকা নির্ধারণ করাতে হবে এবং একই সময়ে একাধিক নিয়োগ পরীক্ষা বন্ধ করে সমন্বিত নিয়োগ পরীক্ষার ব্যবস্থা করতে হবে।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৯ মিনিট আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
১ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
১ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
১ ঘণ্টা আগে