Ajker Patrika

মোনাজাতে বঙ্গবন্ধুর হত্যাকারীদের জান্নাত কামনা, আ. লীগ নেতা বহিষ্কার

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি
মোনাজাতে বঙ্গবন্ধুর হত্যাকারীদের জান্নাত কামনা, আ. লীগ নেতা বহিষ্কার

রাজশাহীর বাগমারায় বিজয় দিবসে শহীদদের শ্রদ্ধা জানানোর পর মোনাজাতে বঙ্গবন্ধুর হত্যাকারীদের জান্নাত কামনা করে বহিষ্কার হলেন মাওলানা আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক তাহেরপুর পৌর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক। মোনাজাতের সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। 

তাহেরপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণজয়ন্তীতে তাহেরপুর কেন্দ্রীয় শহীদ মিনারে গত বুধবার দিবাগত রাত ১২.০১ মিনিটে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবার সহ সকল শহীদের আত্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়। মোনাজাতটি পরিচালনা করেন পৌর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক। 

মাওলানা আব্দুর রাজ্জাকের বাড়ি পৌরসভার বিষ্ণুপাড়া মহল্লায়। তিনি দীর্ঘ সময় ধরে তাহেরপুর পৌর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। সেই সঙ্গে মাওলানা আব্দুর রাজ্জাক প্রায় ১১ বছর যাবৎ পৌরসভায় মাস্টাররোল চাকরি করে আসছেন। তিনি বর্তমানে বিচার বিভাগের দায়িত্ব রয়েছেন বলে জানা গেছে। 

ভাইরাল হওয়া ৩০ সেকেন্ডের ভিডিওতে মোনাজাতে আব্দুর রাজ্জাক বলেন, ‘মাবুদ জাতির জনক এবং তার পরিবারকে যারা হত্যা করেছেন, তাদের সকলকে জান্নাত দান করে দিও আল্লাহ। ইয়া মাবুদ আমাদের দেশের জননেত্রী শেখ হাসিনা। এ সময় পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদকে আমিন বলতে শোনা যায়।’ 

এ সময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি আবু বাক্কার মৃধা মুনসুর, সাধারণ সম্পাদক মেয়র আবুল কালাম আজাদ সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এদিকে ভুল তথ্য দিয়ে মোতাজাত পরিচালনা করায় ১৭ ডিসেম্বর পৌর আওয়ামী লীগের এক জরুরি মিটিংয়ের সিদ্ধান্তে আব্দুর রাজ্জাককে ধর্ম বিষয়কের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে পৌর আওয়ামী লীগের পক্ষ থেকে জেলা ও উপজেলা আওয়ামী লীগের দপ্তরে সুপারিশের জন্য একটি বহিষ্কারাদেশ পাঠিয়েছেন। 

তবে পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ দাবি করেছেন, মোনাজাত করতে গিয়ে ভুলবশত এমনটি হয়েছে। পরে তা সংশোধন করে নেওয়া হয়েছিল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

দুই ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশিদের ১৫ হাজার ডলারের বন্ড দিতেই হবে, জানাল দূতাবাস

বাংলাদেশ এয়ারলাইনসে চাকরি, আবেদন শেষ ২১ জানুয়ারি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত