নারীবাদ একটি সামাজিক, রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক আন্দোলন, যা লিঙ্গ সমতার পক্ষে কাজ করে। নারীবাদীরা বিশ্বাস করেন যে, নারী ও পুরুষের সমান অধিকার ও সুযোগ পাওয়া উচিত এবং তাঁরা নারী নির্যাতন, লিঙ্গবৈষম্য ও পিতৃতন্ত্রের বিরুদ্ধে লড়াই করেন। নারী অধিকারকর্মী ও নারীবাদীরা শুধু নারীদের অধিকারের জন্য নয়, বরং একটি সঠিক ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন।
তাঁদের বাণীগুলো সব মানুষের জন্যই প্রেরণার উৎস হয়ে দাঁড়িয়েছে। এই বাণীগুলোর মধ্যে নারীদের স্বাধীনতা, সমতার অধিকার, শিক্ষা ও সুযোগ-সুবিধার জন্য লড়াই করার কথা বলা হয়েছে।
নারীবাদকে সাধারণত তিনটি প্রধান তরঙ্গে বিভক্ত করা হয়—
১. প্রথম তরঙ্গ (উনিশ শতক–বিশ শতকের প্রথম ভাগ) : নারীর ভোটাধিকার ও আইনি সমতার জন্য আন্দোলন।
২. দ্বিতীয় তরঙ্গ (১৯৫০–১৯৮০) : কর্মসংস্থান, গৃহস্থালি শ্রমের স্বীকৃতি এবং প্রজনন অধিকারের মতো বিষয়গুলোতে নারীর অধিকার প্রতিষ্ঠা।
৩. তৃতীয় তরঙ্গ (১৯৯০-বর্তমান) : নারীর ব্যক্তিত্ব, যৌন স্বাধীনতা, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং অন্তর্ভুক্তিমূলক নারীবাদের ওপর জোর দেওয়া।
নারী অধিকার
নারী অধিকার বলতে সেসব মৌলিক অধিকার বোঝানো হয়, যা একজন নারী হিসেবে প্রত্যেকের প্রাপ্য। এর মধ্যে রয়েছে—
১. শিক্ষার অধিকার
২. কর্মসংস্থানের অধিকার
৩. সমান মজুরির অধিকার
৪. সম্পত্তির অধিকার
৫. বিয়ে, বিবাহবিচ্ছেদ ও সন্তান পালনের ক্ষেত্রে সমান অধিকার
৬. শারীরিক নিরাপত্তা ও যৌন হয়রানি থেকে মুক্ত থাকার অধিকার
৭. রাজনৈতিক অংশগ্রহণ ও ভোটাধিকার
বিখ্যাত ১০ নারী অধিকারকর্মী ও নারীবাদীর বাণী:
সিমোন দ্য বোভোয়ার
নারী জন্ম নেয় না, তাকে নারী হিসেবে গড়ে তোলা হয়। সমাজ মেয়েদের জন্য এমন এক কাঠামো তৈরি করে, যেখানে তাদের স্বাধীনতা খর্ব হয় এবং পুরুষদের ওপর নির্ভরশীল করে তোলা হয়। নারীর মুক্তির জন্য প্রয়োজন সামাজিক ও রাজনৈতিক পরিবর্তন, যা কেবল নারীর নয়, বরং সমগ্র মানবজাতির জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। নারীবাদ মানে পুরুষদের বিরুদ্ধে যাওয়া নয়, বরং সাম্য প্রতিষ্ঠার জন্য লড়াই করা।
মালালা ইউসুফজাই
একটি শিশু, একজন শিক্ষক, একটি বই এবং একটি কলম—এগুলোর মধ্যেই পৃথিবী পরিবর্তনের শক্তি লুকিয়ে আছে। শিক্ষা কেবল জ্ঞান অর্জনের উপায় নয়, বরং এটি আমাদের চিন্তাকে মুক্ত করে, আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যায়। যদি আমরা সত্যিই পরিবর্তন চাই, তাহলে আমাদের মেয়েদের শিক্ষার সুযোগ দিতে হবে। কারণ শিক্ষিত নারীরাই সমাজের সবচেয়ে বড় সম্পদ।
বেল হুকস
নারীবাদ মানে কেবল নারীদের জন্য অধিকারের লড়াই নয়, এটি এমন একটি আন্দোলন, যা সব মানুষের মুক্তি চায়। আমাদের সমাজের কাঠামোতে যে বৈষম্য রয়েছে, তা শুধু নারী-পুরুষ বিভাজনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং বর্ণবাদ, শ্রেণি-বৈষম্য ও লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে লড়াই করাও জরুরি। নারীবাদ যদি সবার জন্য কাজ না করে, তবে সেটি প্রকৃত নারীবাদ নয়।
গ্লোরিয়া স্টেইনেম
একটি সমাজে যখন নারীদের মূল্যায়ন করা হয় কেবল তাদের সৌন্দর্য বা ঘরোয়া দক্ষতার জন্য, তখন সেই সমাজ নারীদের প্রকৃত ক্ষমতাকে অস্বীকার করে। সত্যিকার নারীবাদ হলো—সেই সমাজ তৈরি করা যেখানে একজন নারী কেবল মা, স্ত্রী বা কন্যা নয় বরং একজন ব্যক্তি হিসেবে স্বীকৃতি পান। আমাদের অবশ্যই নারীদের এমন এক বিশ্ব দিতে হবে, যেখানে তারা তাদের স্বপ্ন বাস্তবায়নের সুযোগ পায়।
রোক্সানে গে
নারীবাদ মানে এক নিখুঁত আন্দোলন নয়, বরং এটি এমন একটি প্রচেষ্টা, যা সমাজের সব স্তরের মানুষের জন্য সমান অধিকারের দাবি তোলে। নারীবাদ মানে শুধু নারীদের শক্তিশালী করা নয়, বরং এটি এমন এক সংগ্রাম, যা পুরুষতান্ত্রিক কাঠামোর বিরুদ্ধে গিয়ে সব লিঙ্গের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠা করে। যদি আমরা সত্যিই পরিবর্তন চাই, তবে আমাদের নিজেদের চিন্তাভাবনার গভীরে যেতে হবে এবং প্রচলিত ধারণাগুলোর বিরুদ্ধে প্রশ্ন তুলতে হবে।
অড্রে লর্ড
আমি একজন নারী, আমি একজন কৃষ্ণাঙ্গ, আমি সমকামী, আমি একজন মা—আমার পরিচয়ের প্রতিটি অংশই আমাকে শক্তিশালী করেছে। সমাজ আমাদের আলাদা করতে চায়, তবে আমরা যদি নিজেদের ভিন্নতাগুলো শক্তি হিসেবে গ্রহণ করি, তাহলে আমরা সত্যিকারের পরিবর্তন আনতে পারব। নারীবাদ কেবল নারীদের মুক্তি নয়, এটি সেই সব মানুষের মুক্তির জন্য লড়াই করে, যাদের কণ্ঠ দমন করা হয়েছে।
এমা ওয়াটসন
নারীবাদ মানে শুধু নারীদের অধিকারের জন্য লড়াই করা নয়, এটি পুরুষদেরও মুক্তি দিতে পারে। আমরা যদি মনে করি, একজন পুরুষকে সব সময় শক্তিশালী হতে হবে, কাঁদতে পারবে না বা আবেগপ্রবণ হতে পারবে না—তাহলে আমরা পুরুষদের প্রতিও অবিচার করছি। সমতার লড়াই মানে কেবল নারীর ক্ষমতায়ন নয়, বরং একটি সমাজ তৈরি করা, যেখানে সবাই নিজের মতো করে বাঁচতে পারে।
ভার্জিনিয়া উলফ
একজন নারীর যদি নিজস্ব কক্ষ ও আর্থিক স্বাধীনতা না থাকে, তবে সে তার সৃজনশীলতাকে বিকশিত করতে পারবে না। ইতিহাসের পাতায় আমরা দেখেছি, কেবল সেই নারীরাই এগিয়ে যেতে পেরেছে, যারা নিজেদের স্বাধীনতা অর্জন করতে পেরেছে। নারীর মুক্তি মানে কেবল ঘরের বাইরে বের হওয়া নয়, বরং মানসিক ও আর্থিকভাবে স্বাধীনতা অর্জন করাকেও বোঝায়।
অরুন্ধতী রায়
আমরা যদি ন্যায়বিচার চাই, তাহলে আমাদের অবশ্যই বিদ্যমান সামাজিক কাঠামোকে চ্যালেঞ্জ করতে হবে। সমাজের শোষণমূলক ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করা শুধু নারীর দায়িত্ব নয়, এটি সব ন্যায়প্রেমী মানুষের দায়িত্ব। পরিবর্তন কখনোই সহজ হয় না, কিন্তু যারা সত্যিকার অর্থে ন্যায়বিচার চান, তাঁদের কখনোই নীরব থাকা উচিত নয়।
সোজার্নার ট্রুথ
আমি কি নারী নই? আমি কঠোর পরিশ্রম করেছি, খেতে কাজ করেছি, শস্য কেটেছি, ঘোড়া বেঁধেছি, পুরুষদের মতো শ্রম দিয়েছি—তবুও আমাকে বলা হয়, আমি নাকি পুরুষের সমান নই! নারীবাদ মানে কেবল উচ্চবিত্ত নারীর মুক্তি নয়, এটি সেই সব নারীর জন্যও, যারা শতাব্দীর পর শতাব্দী ধরে নিপীড়িত হয়ে আসছে। আমরা যদি সত্যিকার অর্থে নারীর মুক্তি চাই, তবে আমাদের অবশ্যই সবার জন্য লড়াই করতে হবে।
নারীবাদ একটি সামাজিক, রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক আন্দোলন, যা লিঙ্গ সমতার পক্ষে কাজ করে। নারীবাদীরা বিশ্বাস করেন যে, নারী ও পুরুষের সমান অধিকার ও সুযোগ পাওয়া উচিত এবং তাঁরা নারী নির্যাতন, লিঙ্গবৈষম্য ও পিতৃতন্ত্রের বিরুদ্ধে লড়াই করেন। নারী অধিকারকর্মী ও নারীবাদীরা শুধু নারীদের অধিকারের জন্য নয়, বরং একটি সঠিক ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন।
তাঁদের বাণীগুলো সব মানুষের জন্যই প্রেরণার উৎস হয়ে দাঁড়িয়েছে। এই বাণীগুলোর মধ্যে নারীদের স্বাধীনতা, সমতার অধিকার, শিক্ষা ও সুযোগ-সুবিধার জন্য লড়াই করার কথা বলা হয়েছে।
নারীবাদকে সাধারণত তিনটি প্রধান তরঙ্গে বিভক্ত করা হয়—
১. প্রথম তরঙ্গ (উনিশ শতক–বিশ শতকের প্রথম ভাগ) : নারীর ভোটাধিকার ও আইনি সমতার জন্য আন্দোলন।
২. দ্বিতীয় তরঙ্গ (১৯৫০–১৯৮০) : কর্মসংস্থান, গৃহস্থালি শ্রমের স্বীকৃতি এবং প্রজনন অধিকারের মতো বিষয়গুলোতে নারীর অধিকার প্রতিষ্ঠা।
৩. তৃতীয় তরঙ্গ (১৯৯০-বর্তমান) : নারীর ব্যক্তিত্ব, যৌন স্বাধীনতা, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং অন্তর্ভুক্তিমূলক নারীবাদের ওপর জোর দেওয়া।
নারী অধিকার
নারী অধিকার বলতে সেসব মৌলিক অধিকার বোঝানো হয়, যা একজন নারী হিসেবে প্রত্যেকের প্রাপ্য। এর মধ্যে রয়েছে—
১. শিক্ষার অধিকার
২. কর্মসংস্থানের অধিকার
৩. সমান মজুরির অধিকার
৪. সম্পত্তির অধিকার
৫. বিয়ে, বিবাহবিচ্ছেদ ও সন্তান পালনের ক্ষেত্রে সমান অধিকার
৬. শারীরিক নিরাপত্তা ও যৌন হয়রানি থেকে মুক্ত থাকার অধিকার
৭. রাজনৈতিক অংশগ্রহণ ও ভোটাধিকার
বিখ্যাত ১০ নারী অধিকারকর্মী ও নারীবাদীর বাণী:
সিমোন দ্য বোভোয়ার
নারী জন্ম নেয় না, তাকে নারী হিসেবে গড়ে তোলা হয়। সমাজ মেয়েদের জন্য এমন এক কাঠামো তৈরি করে, যেখানে তাদের স্বাধীনতা খর্ব হয় এবং পুরুষদের ওপর নির্ভরশীল করে তোলা হয়। নারীর মুক্তির জন্য প্রয়োজন সামাজিক ও রাজনৈতিক পরিবর্তন, যা কেবল নারীর নয়, বরং সমগ্র মানবজাতির জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। নারীবাদ মানে পুরুষদের বিরুদ্ধে যাওয়া নয়, বরং সাম্য প্রতিষ্ঠার জন্য লড়াই করা।
মালালা ইউসুফজাই
একটি শিশু, একজন শিক্ষক, একটি বই এবং একটি কলম—এগুলোর মধ্যেই পৃথিবী পরিবর্তনের শক্তি লুকিয়ে আছে। শিক্ষা কেবল জ্ঞান অর্জনের উপায় নয়, বরং এটি আমাদের চিন্তাকে মুক্ত করে, আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যায়। যদি আমরা সত্যিই পরিবর্তন চাই, তাহলে আমাদের মেয়েদের শিক্ষার সুযোগ দিতে হবে। কারণ শিক্ষিত নারীরাই সমাজের সবচেয়ে বড় সম্পদ।
বেল হুকস
নারীবাদ মানে কেবল নারীদের জন্য অধিকারের লড়াই নয়, এটি এমন একটি আন্দোলন, যা সব মানুষের মুক্তি চায়। আমাদের সমাজের কাঠামোতে যে বৈষম্য রয়েছে, তা শুধু নারী-পুরুষ বিভাজনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং বর্ণবাদ, শ্রেণি-বৈষম্য ও লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে লড়াই করাও জরুরি। নারীবাদ যদি সবার জন্য কাজ না করে, তবে সেটি প্রকৃত নারীবাদ নয়।
গ্লোরিয়া স্টেইনেম
একটি সমাজে যখন নারীদের মূল্যায়ন করা হয় কেবল তাদের সৌন্দর্য বা ঘরোয়া দক্ষতার জন্য, তখন সেই সমাজ নারীদের প্রকৃত ক্ষমতাকে অস্বীকার করে। সত্যিকার নারীবাদ হলো—সেই সমাজ তৈরি করা যেখানে একজন নারী কেবল মা, স্ত্রী বা কন্যা নয় বরং একজন ব্যক্তি হিসেবে স্বীকৃতি পান। আমাদের অবশ্যই নারীদের এমন এক বিশ্ব দিতে হবে, যেখানে তারা তাদের স্বপ্ন বাস্তবায়নের সুযোগ পায়।
রোক্সানে গে
নারীবাদ মানে এক নিখুঁত আন্দোলন নয়, বরং এটি এমন একটি প্রচেষ্টা, যা সমাজের সব স্তরের মানুষের জন্য সমান অধিকারের দাবি তোলে। নারীবাদ মানে শুধু নারীদের শক্তিশালী করা নয়, বরং এটি এমন এক সংগ্রাম, যা পুরুষতান্ত্রিক কাঠামোর বিরুদ্ধে গিয়ে সব লিঙ্গের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠা করে। যদি আমরা সত্যিই পরিবর্তন চাই, তবে আমাদের নিজেদের চিন্তাভাবনার গভীরে যেতে হবে এবং প্রচলিত ধারণাগুলোর বিরুদ্ধে প্রশ্ন তুলতে হবে।
অড্রে লর্ড
আমি একজন নারী, আমি একজন কৃষ্ণাঙ্গ, আমি সমকামী, আমি একজন মা—আমার পরিচয়ের প্রতিটি অংশই আমাকে শক্তিশালী করেছে। সমাজ আমাদের আলাদা করতে চায়, তবে আমরা যদি নিজেদের ভিন্নতাগুলো শক্তি হিসেবে গ্রহণ করি, তাহলে আমরা সত্যিকারের পরিবর্তন আনতে পারব। নারীবাদ কেবল নারীদের মুক্তি নয়, এটি সেই সব মানুষের মুক্তির জন্য লড়াই করে, যাদের কণ্ঠ দমন করা হয়েছে।
এমা ওয়াটসন
নারীবাদ মানে শুধু নারীদের অধিকারের জন্য লড়াই করা নয়, এটি পুরুষদেরও মুক্তি দিতে পারে। আমরা যদি মনে করি, একজন পুরুষকে সব সময় শক্তিশালী হতে হবে, কাঁদতে পারবে না বা আবেগপ্রবণ হতে পারবে না—তাহলে আমরা পুরুষদের প্রতিও অবিচার করছি। সমতার লড়াই মানে কেবল নারীর ক্ষমতায়ন নয়, বরং একটি সমাজ তৈরি করা, যেখানে সবাই নিজের মতো করে বাঁচতে পারে।
ভার্জিনিয়া উলফ
একজন নারীর যদি নিজস্ব কক্ষ ও আর্থিক স্বাধীনতা না থাকে, তবে সে তার সৃজনশীলতাকে বিকশিত করতে পারবে না। ইতিহাসের পাতায় আমরা দেখেছি, কেবল সেই নারীরাই এগিয়ে যেতে পেরেছে, যারা নিজেদের স্বাধীনতা অর্জন করতে পেরেছে। নারীর মুক্তি মানে কেবল ঘরের বাইরে বের হওয়া নয়, বরং মানসিক ও আর্থিকভাবে স্বাধীনতা অর্জন করাকেও বোঝায়।
অরুন্ধতী রায়
আমরা যদি ন্যায়বিচার চাই, তাহলে আমাদের অবশ্যই বিদ্যমান সামাজিক কাঠামোকে চ্যালেঞ্জ করতে হবে। সমাজের শোষণমূলক ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করা শুধু নারীর দায়িত্ব নয়, এটি সব ন্যায়প্রেমী মানুষের দায়িত্ব। পরিবর্তন কখনোই সহজ হয় না, কিন্তু যারা সত্যিকার অর্থে ন্যায়বিচার চান, তাঁদের কখনোই নীরব থাকা উচিত নয়।
সোজার্নার ট্রুথ
আমি কি নারী নই? আমি কঠোর পরিশ্রম করেছি, খেতে কাজ করেছি, শস্য কেটেছি, ঘোড়া বেঁধেছি, পুরুষদের মতো শ্রম দিয়েছি—তবুও আমাকে বলা হয়, আমি নাকি পুরুষের সমান নই! নারীবাদ মানে কেবল উচ্চবিত্ত নারীর মুক্তি নয়, এটি সেই সব নারীর জন্যও, যারা শতাব্দীর পর শতাব্দী ধরে নিপীড়িত হয়ে আসছে। আমরা যদি সত্যিকার অর্থে নারীর মুক্তি চাই, তবে আমাদের অবশ্যই সবার জন্য লড়াই করতে হবে।
বিয়ে, তালাক, উত্তরাধিকার ও ভরণপোষণে সমান অধিকারের জন্য অধ্যাদেশ জারির সুপারিশ করেছে নারীবিষয়ক সংস্কার কমিশন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া প্রতিবেদনে এই সুপারিশ করা হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরীন
৩ দিন আগেপ্রতিবন্ধী নারীদের জন্য সহজলভ্য ও নিরাপদ স্যানিটারি পণ্য উদ্ভাবনে সরকারি-বেসরকারি অংশীদারত্বের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। আজ বৃহস্পতিবার বাংলাদেশ পর্যটন করপোরেশনের মিলনায়তনে আয়োজিত ‘প্রতিবন্ধী নারীদের জন্য স্যানিটারি পণ্য উদ্ভাবন’ শীর্ষক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তাঁরা
৫ দিন আগেনারীর সংজ্ঞা জৈবিক লিঙ্গের ভিত্তিতে নির্ধারিত হবে বলে ঐতিহাসিক রায় দিয়েছেন যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট। ট্রান্সজেন্ডারদের লৈঙ্গিকভিত্তিক সুরক্ষার আবেদন খারিজ করে আদালত জানিয়েছেন, লিঙ্গ একটি দ্বৈত ধারণা—নারী অথবা পুরুষ। তবে ট্রান্সজেন্ডার ব্যক্তিরা বিদ্যমান আইনে বৈষম্যের বিরুদ্ধে সুরক্ষা পান।
৬ দিন আগেমধ্যবিত্ত এক পরিবারে বেড়ে ওঠা মানুষের গন্তব্য লেখাপড়া শেষ করে চাকরি পাওয়া। তারপর নিজেকে গুছিয়ে নেওয়া। কিন্তু কখনো কখনো কিছু মানুষ এই বৃত্ত ভেঙে ফেলার চেষ্টা করেন। সে এক বিশাল লড়াই। তেমনই লড়াই করে চলেছেন এক তরুণ উদ্যোক্তা ইফ্ফাত আলম জেসিকা। নিজের তো বটেই, কর্মসংস্থান করেছেন আরও প্রায় ৩২ জন নারীর।
৬ দিন আগে