ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন

আমার বড় বোনের প্রেমের বিয়ে ডিভোর্স হয়ে যায় বছর তিনেক আগে। তাঁদের একটি কন্যাসন্তান আছে, যে আমার বোনের সঙ্গে থাকে। এই সন্তানের কারণে তাঁদের দুজনের আবারও যোগাযোগ শুরু হয় গত বছর থেকে। যোগাযোগ হলেও তাঁরা একসঙ্গে থাকেন না। কিন্তু এখন মেয়ে বড় হচ্ছে। বিভিন্ন দিক ভেবে আমার বোন চাইছেন তাঁর সাবেক স্বামীকে আবার বিয়ে করতে। তাঁর সাবেক স্বামীকে জানানো হলে তিনি সরাসরি না বলেননি, আবার সম্মতিও দেননি। তবে জানিয়েছেন, কারও সঙ্গে সম্পর্ক নেই তাঁর। তিনি ভয় পান আবারও সম্পর্ক খারাপ হয়ে যাওয়ার। তাঁদের আবার বিয়েতে কি আইনি কোনো বাধা আছে? এ ক্ষেত্রে খোরপোশ ও দেনমোহরের আগের হিসাবগুলো কী হবে?
কানিজ শামস, ঢাকা
উত্তর: যেহেতু আপনার বোনের তিন বছর আগে ডিভোর্স হয়েছে, তাই তাঁরা আবার বিয়ে করতে পারবেন। এ ক্ষেত্রে আইনি কোনো বাধা নেই। ডিভোর্স হওয়ার পরের তিন মাস পর্যন্ত যদি তিনি ভরণপোষণ না পেয়ে থাকেন, তাহলে সেই পরিমাণ ভরণপোষণ এবং দেনমোহর যদি বাকি থাকে, সেই দেনমোহর আপনার বোন পাবেন। নতুন করে বিয়ে হোক বা না হোক, এই হিসাবটা আলাদা। তবে এর জন্য পারিবারিক আদালতে না গিয়ে আপসে সমাধান করে নেওয়াই ভালো।
স্ত্রী তালাক দিলে দেনমোহর পাবেন না, এটি আমাদের দেশে প্রচলিত ভুল ধারণা। স্ত্রী তালাক দিলেও দেনমোহর পাবেন। বিবাহবিচ্ছেদ যেভাবেই হোক, স্ত্রী অবশ্যই দেনমোহর পাবেন। তবে নিকাহনামায় কোনো উশুল লেখা থাকলে বকেয়া টাকা পাবেন। বিয়ে যত দিন চলমান থাকবে, তত দিন স্বামী তাঁর স্ত্রীকে উপযুক্ত পরিমাণে ভরণপোষণ দিতে বাধ্য থাকবেন। এর ব্যত্যয় ঘটলে স্ত্রী যেকোনো সময় আইনের আশ্রয় নিতে পারবেন।
পরামর্শ দিয়েছেন: অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট

আমার বড় বোনের প্রেমের বিয়ে ডিভোর্স হয়ে যায় বছর তিনেক আগে। তাঁদের একটি কন্যাসন্তান আছে, যে আমার বোনের সঙ্গে থাকে। এই সন্তানের কারণে তাঁদের দুজনের আবারও যোগাযোগ শুরু হয় গত বছর থেকে। যোগাযোগ হলেও তাঁরা একসঙ্গে থাকেন না। কিন্তু এখন মেয়ে বড় হচ্ছে। বিভিন্ন দিক ভেবে আমার বোন চাইছেন তাঁর সাবেক স্বামীকে আবার বিয়ে করতে। তাঁর সাবেক স্বামীকে জানানো হলে তিনি সরাসরি না বলেননি, আবার সম্মতিও দেননি। তবে জানিয়েছেন, কারও সঙ্গে সম্পর্ক নেই তাঁর। তিনি ভয় পান আবারও সম্পর্ক খারাপ হয়ে যাওয়ার। তাঁদের আবার বিয়েতে কি আইনি কোনো বাধা আছে? এ ক্ষেত্রে খোরপোশ ও দেনমোহরের আগের হিসাবগুলো কী হবে?
কানিজ শামস, ঢাকা
উত্তর: যেহেতু আপনার বোনের তিন বছর আগে ডিভোর্স হয়েছে, তাই তাঁরা আবার বিয়ে করতে পারবেন। এ ক্ষেত্রে আইনি কোনো বাধা নেই। ডিভোর্স হওয়ার পরের তিন মাস পর্যন্ত যদি তিনি ভরণপোষণ না পেয়ে থাকেন, তাহলে সেই পরিমাণ ভরণপোষণ এবং দেনমোহর যদি বাকি থাকে, সেই দেনমোহর আপনার বোন পাবেন। নতুন করে বিয়ে হোক বা না হোক, এই হিসাবটা আলাদা। তবে এর জন্য পারিবারিক আদালতে না গিয়ে আপসে সমাধান করে নেওয়াই ভালো।
স্ত্রী তালাক দিলে দেনমোহর পাবেন না, এটি আমাদের দেশে প্রচলিত ভুল ধারণা। স্ত্রী তালাক দিলেও দেনমোহর পাবেন। বিবাহবিচ্ছেদ যেভাবেই হোক, স্ত্রী অবশ্যই দেনমোহর পাবেন। তবে নিকাহনামায় কোনো উশুল লেখা থাকলে বকেয়া টাকা পাবেন। বিয়ে যত দিন চলমান থাকবে, তত দিন স্বামী তাঁর স্ত্রীকে উপযুক্ত পরিমাণে ভরণপোষণ দিতে বাধ্য থাকবেন। এর ব্যত্যয় ঘটলে স্ত্রী যেকোনো সময় আইনের আশ্রয় নিতে পারবেন।
পরামর্শ দিয়েছেন: অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট

ত্রয়োদশ সংসদ নির্বাচনে নারী ও পুরুষ প্রার্থীর সংখ্যার অনুপাতে ‘বিশাল ভারসাম্যহীন চিত্র’ ফুটে উঠেছে বলে জানিয়েছে নারী, মানবাধিকার ও উন্নয়নবিষয়ক ৭১টি সংগঠনের প্ল্যাটফর্ম সামাজিক প্রতিরোধ কমিটি। নির্বাচনে নারী প্রার্থীর সংখ্যা ‘আশানুরূপ না হওয়ায়’ ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে তারা।
৪ ঘণ্টা আগে
যে সন্তান উত্তরাধিকারীর আগে মারা যান, তাঁর সন্তানেরা প্রতিনিধি হিসেবে মৃত ব্যক্তির সম্পত্তিতে অংশ পান, ঠিক যেভাবে তাঁদের পিতা বা মাতা জীবিত থাকলে পেতেন।
৭ দিন আগে
২০১৮ সালের জাতীয় নির্বাচন এবং সুবর্ণচর। নিশ্চয় সবার মনে আছে, সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের মধ্য বাগ্যার গ্রামের ঘটনার কথা। সেই ঘটনাকে উইকিপিডিয়ায় লিখে রাখা হয়েছে ‘সুবর্ণচর গৃহবধূ গণধর্ষণ’ শিরোনামে। বাকিটা নিশ্চয় মনে করতে পারবেন।
৭ দিন আগে
খেমাররুজ পার্টির স্থায়ী কমিটির সদস্য বা কেন্দ্রীয় কমিটির সদস্য না থেকেও থিরিথ ছিলেন পার্টির প্রভাবশালী বুদ্ধিজীবী ও রাজনীতিবিদ এবং সমাজকল্যাণমন্ত্রী। পল পটের শাসনামলে কাম্পুচিয়ায় সংঘটিত হয় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ। ফলে দেশটির প্রায় ২০ লাখ মানুষ অনাহারে, চিকিৎসার অভাবে, অতিরিক্ত পরিশ্রমে...
৭ দিন আগে