ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন

আমার বড় বোনের প্রেমের বিয়ে ডিভোর্স হয়ে যায় বছর তিনেক আগে। তাঁদের একটি কন্যাসন্তান আছে, যে আমার বোনের সঙ্গে থাকে। এই সন্তানের কারণে তাঁদের দুজনের আবারও যোগাযোগ শুরু হয় গত বছর থেকে। যোগাযোগ হলেও তাঁরা একসঙ্গে থাকেন না। কিন্তু এখন মেয়ে বড় হচ্ছে। বিভিন্ন দিক ভেবে আমার বোন চাইছেন তাঁর সাবেক স্বামীকে আবার বিয়ে করতে। তাঁর সাবেক স্বামীকে জানানো হলে তিনি সরাসরি না বলেননি, আবার সম্মতিও দেননি। তবে জানিয়েছেন, কারও সঙ্গে সম্পর্ক নেই তাঁর। তিনি ভয় পান আবারও সম্পর্ক খারাপ হয়ে যাওয়ার। তাঁদের আবার বিয়েতে কি আইনি কোনো বাধা আছে? এ ক্ষেত্রে খোরপোশ ও দেনমোহরের আগের হিসাবগুলো কী হবে?
কানিজ শামস, ঢাকা
উত্তর: যেহেতু আপনার বোনের তিন বছর আগে ডিভোর্স হয়েছে, তাই তাঁরা আবার বিয়ে করতে পারবেন। এ ক্ষেত্রে আইনি কোনো বাধা নেই। ডিভোর্স হওয়ার পরের তিন মাস পর্যন্ত যদি তিনি ভরণপোষণ না পেয়ে থাকেন, তাহলে সেই পরিমাণ ভরণপোষণ এবং দেনমোহর যদি বাকি থাকে, সেই দেনমোহর আপনার বোন পাবেন। নতুন করে বিয়ে হোক বা না হোক, এই হিসাবটা আলাদা। তবে এর জন্য পারিবারিক আদালতে না গিয়ে আপসে সমাধান করে নেওয়াই ভালো।
স্ত্রী তালাক দিলে দেনমোহর পাবেন না, এটি আমাদের দেশে প্রচলিত ভুল ধারণা। স্ত্রী তালাক দিলেও দেনমোহর পাবেন। বিবাহবিচ্ছেদ যেভাবেই হোক, স্ত্রী অবশ্যই দেনমোহর পাবেন। তবে নিকাহনামায় কোনো উশুল লেখা থাকলে বকেয়া টাকা পাবেন। বিয়ে যত দিন চলমান থাকবে, তত দিন স্বামী তাঁর স্ত্রীকে উপযুক্ত পরিমাণে ভরণপোষণ দিতে বাধ্য থাকবেন। এর ব্যত্যয় ঘটলে স্ত্রী যেকোনো সময় আইনের আশ্রয় নিতে পারবেন।
পরামর্শ দিয়েছেন: অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট

আমার বড় বোনের প্রেমের বিয়ে ডিভোর্স হয়ে যায় বছর তিনেক আগে। তাঁদের একটি কন্যাসন্তান আছে, যে আমার বোনের সঙ্গে থাকে। এই সন্তানের কারণে তাঁদের দুজনের আবারও যোগাযোগ শুরু হয় গত বছর থেকে। যোগাযোগ হলেও তাঁরা একসঙ্গে থাকেন না। কিন্তু এখন মেয়ে বড় হচ্ছে। বিভিন্ন দিক ভেবে আমার বোন চাইছেন তাঁর সাবেক স্বামীকে আবার বিয়ে করতে। তাঁর সাবেক স্বামীকে জানানো হলে তিনি সরাসরি না বলেননি, আবার সম্মতিও দেননি। তবে জানিয়েছেন, কারও সঙ্গে সম্পর্ক নেই তাঁর। তিনি ভয় পান আবারও সম্পর্ক খারাপ হয়ে যাওয়ার। তাঁদের আবার বিয়েতে কি আইনি কোনো বাধা আছে? এ ক্ষেত্রে খোরপোশ ও দেনমোহরের আগের হিসাবগুলো কী হবে?
কানিজ শামস, ঢাকা
উত্তর: যেহেতু আপনার বোনের তিন বছর আগে ডিভোর্স হয়েছে, তাই তাঁরা আবার বিয়ে করতে পারবেন। এ ক্ষেত্রে আইনি কোনো বাধা নেই। ডিভোর্স হওয়ার পরের তিন মাস পর্যন্ত যদি তিনি ভরণপোষণ না পেয়ে থাকেন, তাহলে সেই পরিমাণ ভরণপোষণ এবং দেনমোহর যদি বাকি থাকে, সেই দেনমোহর আপনার বোন পাবেন। নতুন করে বিয়ে হোক বা না হোক, এই হিসাবটা আলাদা। তবে এর জন্য পারিবারিক আদালতে না গিয়ে আপসে সমাধান করে নেওয়াই ভালো।
স্ত্রী তালাক দিলে দেনমোহর পাবেন না, এটি আমাদের দেশে প্রচলিত ভুল ধারণা। স্ত্রী তালাক দিলেও দেনমোহর পাবেন। বিবাহবিচ্ছেদ যেভাবেই হোক, স্ত্রী অবশ্যই দেনমোহর পাবেন। তবে নিকাহনামায় কোনো উশুল লেখা থাকলে বকেয়া টাকা পাবেন। বিয়ে যত দিন চলমান থাকবে, তত দিন স্বামী তাঁর স্ত্রীকে উপযুক্ত পরিমাণে ভরণপোষণ দিতে বাধ্য থাকবেন। এর ব্যত্যয় ঘটলে স্ত্রী যেকোনো সময় আইনের আশ্রয় নিতে পারবেন।
পরামর্শ দিয়েছেন: অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট

ইরানের ধূলিধূসরিত রাজপথ আজ শুধু প্রতিবাদের সাক্ষী নয়। বর্তমান আন্দোলনের জের ধরে একে মানুষের রক্তেভেজা ইতিহাসের দলিলও বলা চলে। ২০২৬ সালের শুরুতে ইরানের ইস্পাহান, গোরগান এবং তেহরানের রাজপথ প্রকম্পিত হয়েছে স্লোগানে। এই আন্দোলনে পুরুষের পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে লড়ে যাচ্ছেন নারীরা।
৭ ঘণ্টা আগে
প্রশ্ন: আমার বয়স ১৭ বছর। আমি ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ি। বাড়িতে থাকি। আব্বু, আম্মু অন্য জেলায় চাকরি করেন, ভাইয়া ঢাকায় পড়াশোনা করে। দাদিদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। কলেজে যাই, বাসায় আসি, রান্না করি, বাসার অন্যান্য কাজ করি, ঘুমাই। সামনে আমার পরীক্ষা, পড়াশোনায় ফোকাস রাখার চেষ্টা করি।
৭ ঘণ্টা আগে
নারীর নিরাপত্তা ও অধিকার প্রশ্নে বর্তমানে বাংলাদেশ এক কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। বিবিএস, ইউএনএফপিএ, হিউম্যান রাইটস ওয়াচ এবং বাংলাদেশ মহিলা পরিষদের সাম্প্রতিক তথ্যমতে, ঘরে-বাইরে এবং ডিজিটাল প্ল্যাটফর্মে নারীর প্রতি সহিংসতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। ঘরের ভেতরে এই নির্যাতনের মাত্রা ভয়াবহ রূপ নিয়েছে।
৭ ঘণ্টা আগে
দেড় শ বছর আগে একজন নারীর চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখা ছিল সমাজের চোখে এক বিশাল ধৃষ্টতা। সেই ধৃষ্টতা দেখিয়েছিলেন সোফিয়া জ্যাকস-ব্লেক। তিনি কঠিন সময়েও পিছু হটেননি। অপমানকে পুঁজি করে জনমত গঠন করে প্রমাণ করেছিলেন, চিকিৎসা পেশায় নারীদের প্রয়োজনীয়তা কতটা জরুরি।
৭ ঘণ্টা আগে