
ক্যালকুলাস, মহাকর্ষ, আলোকবিদ্যা, স্থিতি ও গতিবিদ্যাসহ বিজ্ঞানের বিভিন্ন শাখায় মৌলিক ও যুগান্তকারী অবদান রয়েছে স্যার আইজ্যাক নিউটনের। নিউটনের জন্ম ১৬৪৩ সালের ৪ জানুয়ারি। মৃত্যু ১৭২৭ সালের ৩১ মার্চ। তাঁর জীবনের এমন কিছু চমকপ্রদ বিষয় আছে যা আপনাকে অবাক করবে!
জন্ম হয়েছিল অপরিণত, বাঁচার আশাই ছিল না
নিউটনের জন্মের কয়েক মাস আগেই তাঁর বাবা মারা যান। মায়ের পেটে পরিণত শিশু হয়ে ওঠার আগেই নিউটনের জন্ম হয়। নবজাতক এতটাই ছোট ছিল যে বেঁচে থাকা নিয়ে ছিল সংশয়। ছোট একটি মগের ভেতরে অনায়াসে ভরা যেত!
মাথায় আপেল পড়ার ঘটনা সত্য নয়
মাথায় আপেল পড়ার ঘটনা থেকে নিউটন তৎক্ষণাৎ তাঁর বিখ্যাত মহাকর্ষ সূত্র আবিষ্কার করেছিলেন—এ গল্প সত্য নয়! বলা হয় এই ঘটনা তাঁকে মহাকর্ষ সূত্র বিকাশে সাহায্য করে। আপেল পড়ার ঘটনা নিয়ে ইতিহাসবিদেরা বলেন, নিউটন কখনোই দাবি করেননি আপেল তাঁর মাথায় আঘাত করেছিল। স্টিফেন হকিং তাঁর ‘কালের সংক্ষিপ্ত ইতিহাস’ বইতেও বিষয়টি উল্লেখ করেছেন। হকিং বলছেন, ওই আপেল গাছের নিচে নিয়মিত বসতেন নিউটন। মাথায় আপেল পড়ার কারণে সূত্র পাননি বরং তিনি মহাকর্ষের ধারণা নিয়েই ভাবছিলেন।
নিজের প্রতিকৃতি আঁকতে ভালোবাসতেন নিউটন
জীবদ্দশায় নিউটন এক ডজনেরও বেশি নিজের প্রতিকৃতি এঁকেছেন। বিশেষ করে জীবনের শেষ দিকে এসে আঁকাআঁকি বেশি করেছেন।
রসায়নেও আগ্রহ ছিল নিউটনের
পদার্থবিদ্যা, জ্যোতির্বিদ্যা এবং গণিতে মৌলিক অবদানের জন্য নিউটনকে স্মরণ করা হয়। কিন্তু নিউটনের ব্যক্তিগত চিঠি ও নোটবুক ঘেঁটে জানা যায় রসায়নেও বেশ আগ্রহ ছিল তাঁর।
রাজনীতিতেও বিচরণ ছিল নিউটনের
ইংলিশ পার্লামেন্টে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন নিউটন।
মহামারিতেই সব বৈপ্লবিক কাজ করেছিলেন নিউটন
১৬৬৫ সালে লন্ডনেও হানা দেয় প্লেগ মহামারি। নিউটন তখন ক্যামব্রিজের ছাত্র। বয়স ২০-এর কোঠায়। সাম্প্রতিককালের কোভিড মহামারির মতো সে কালেও সামাজিক দূরত্ব বাধ্যতামূলক করা হয়েছিল। ক্যামব্রিজের শিক্ষার্থীদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল। নিউটনের বাড়ি ছিল ক্যামব্রিজ থেকে ৬০ মাইল দূরে। সেখানে এক বছরের বেশি সময় একলা ঘরে বন্দী ছিলেন। নিউটনের এই সময়টাকেই বলা হয় ‘আশ্চর্য বছর’। ঘরবন্দী সময়ে কোনো শিক্ষকের সাহায্য ছাড়াই নিউটন ক্যালকুলাস, আলোকবিদ্যা এবং মহাকর্ষের ধারণা লিপিবদ্ধ করেন।
সূত্র: মেন্টাল ফ্লস, বায়োগ্রাফি ডট কম ও উইকিপিডিয়া

ক্যালকুলাস, মহাকর্ষ, আলোকবিদ্যা, স্থিতি ও গতিবিদ্যাসহ বিজ্ঞানের বিভিন্ন শাখায় মৌলিক ও যুগান্তকারী অবদান রয়েছে স্যার আইজ্যাক নিউটনের। নিউটনের জন্ম ১৬৪৩ সালের ৪ জানুয়ারি। মৃত্যু ১৭২৭ সালের ৩১ মার্চ। তাঁর জীবনের এমন কিছু চমকপ্রদ বিষয় আছে যা আপনাকে অবাক করবে!
জন্ম হয়েছিল অপরিণত, বাঁচার আশাই ছিল না
নিউটনের জন্মের কয়েক মাস আগেই তাঁর বাবা মারা যান। মায়ের পেটে পরিণত শিশু হয়ে ওঠার আগেই নিউটনের জন্ম হয়। নবজাতক এতটাই ছোট ছিল যে বেঁচে থাকা নিয়ে ছিল সংশয়। ছোট একটি মগের ভেতরে অনায়াসে ভরা যেত!
মাথায় আপেল পড়ার ঘটনা সত্য নয়
মাথায় আপেল পড়ার ঘটনা থেকে নিউটন তৎক্ষণাৎ তাঁর বিখ্যাত মহাকর্ষ সূত্র আবিষ্কার করেছিলেন—এ গল্প সত্য নয়! বলা হয় এই ঘটনা তাঁকে মহাকর্ষ সূত্র বিকাশে সাহায্য করে। আপেল পড়ার ঘটনা নিয়ে ইতিহাসবিদেরা বলেন, নিউটন কখনোই দাবি করেননি আপেল তাঁর মাথায় আঘাত করেছিল। স্টিফেন হকিং তাঁর ‘কালের সংক্ষিপ্ত ইতিহাস’ বইতেও বিষয়টি উল্লেখ করেছেন। হকিং বলছেন, ওই আপেল গাছের নিচে নিয়মিত বসতেন নিউটন। মাথায় আপেল পড়ার কারণে সূত্র পাননি বরং তিনি মহাকর্ষের ধারণা নিয়েই ভাবছিলেন।
নিজের প্রতিকৃতি আঁকতে ভালোবাসতেন নিউটন
জীবদ্দশায় নিউটন এক ডজনেরও বেশি নিজের প্রতিকৃতি এঁকেছেন। বিশেষ করে জীবনের শেষ দিকে এসে আঁকাআঁকি বেশি করেছেন।
রসায়নেও আগ্রহ ছিল নিউটনের
পদার্থবিদ্যা, জ্যোতির্বিদ্যা এবং গণিতে মৌলিক অবদানের জন্য নিউটনকে স্মরণ করা হয়। কিন্তু নিউটনের ব্যক্তিগত চিঠি ও নোটবুক ঘেঁটে জানা যায় রসায়নেও বেশ আগ্রহ ছিল তাঁর।
রাজনীতিতেও বিচরণ ছিল নিউটনের
ইংলিশ পার্লামেন্টে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন নিউটন।
মহামারিতেই সব বৈপ্লবিক কাজ করেছিলেন নিউটন
১৬৬৫ সালে লন্ডনেও হানা দেয় প্লেগ মহামারি। নিউটন তখন ক্যামব্রিজের ছাত্র। বয়স ২০-এর কোঠায়। সাম্প্রতিককালের কোভিড মহামারির মতো সে কালেও সামাজিক দূরত্ব বাধ্যতামূলক করা হয়েছিল। ক্যামব্রিজের শিক্ষার্থীদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল। নিউটনের বাড়ি ছিল ক্যামব্রিজ থেকে ৬০ মাইল দূরে। সেখানে এক বছরের বেশি সময় একলা ঘরে বন্দী ছিলেন। নিউটনের এই সময়টাকেই বলা হয় ‘আশ্চর্য বছর’। ঘরবন্দী সময়ে কোনো শিক্ষকের সাহায্য ছাড়াই নিউটন ক্যালকুলাস, আলোকবিদ্যা এবং মহাকর্ষের ধারণা লিপিবদ্ধ করেন।
সূত্র: মেন্টাল ফ্লস, বায়োগ্রাফি ডট কম ও উইকিপিডিয়া

নতুন বছরের দ্বিতীয় দিনেই বিশ্বজুড়ে চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে। ষোড়শ শতাব্দীর বিখ্যাত ফরাসি জ্যোতিষী ও চিকিৎসক মিশেল দে নস্ত্রাদামুস (১৫০৩-৬৬) ২০২৬ সালের ভবিষ্যদ্বাণীগুলো এখন নতুন করে আলোচনায়। তিনি অ্যাডলফ হিটলারের উত্থান, ৯/১১-এর সন্ত্রাসী হামলা এবং সাম্প্রতিক কোভিড-১৯ মহামারির নির্ভুল...
১৫ ঘণ্টা আগে
২০২৬ সাল শুরু হতেই নস্ত্রাদামুসের অনুসারীরা এই বছরকে ঘিরে নতুন কিছু ভয়াবহ ভবিষ্যদ্বাণী প্রকাশ করেছেন। ১৫০০ শতকে জন্ম নেওয়া ফরাসি জ্যোতিষী এবং চিকিৎসক মিশেল দ্য নস্ত্রাদোম (নস্ত্রাদামুস) অ্যাডলফ হিটলারের উত্থান, ১১ সেপ্টেম্বরের হামলা এবং কোভিড-১৯ মহামারির মতো আধুনিক যুগের অনেক...
১৯ ঘণ্টা আগে
একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন, একটা ই-মেইল এসেছে যার ‘সাবজেক্ট’ অপশনে লেখা ‘টার্মিনেশন লেটার’। ঘুম ঘুম চোখে এই ই-মেইল দেখলে স্বাভাবিকভাবেই ঘুম তো থাক, অন্য সব ভাবনাও হারাম হয়ে যাওয়ার কথা! তখন ভাবনায় আসবে ঠিক কি কারণে চাকরি থেকে ছাঁটাই হতে হলো!
৬ দিন আগে
বিবাহবহির্ভূত সম্পর্ক থেকে শুরু করে স্বামী-স্ত্রীর ব্যক্তিগত ঝগড়া—সবকিছুতেই এখন থেকে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা। চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশের লিংক্যাং গ্রামের কমিটি এমন নিয়ম জারি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘গ্রামের নিয়মাবলি: সবাই সমান’ শিরোনামের একটি নোটিশ ভাইরাল হওয়ার...
৭ দিন আগে