
প্রেমিকাকে ১০ মিনিট ধরে চুম্বন করার পরে এক চীনা নাগরিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চুম্বনের সময় ওই ব্যক্তি শ্রবণশক্তি হারিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে। সাউথ চায়না মর্নিং পোস্ট এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২২ আগস্ট ওই যুগল চীনের পূর্ব ঝেজিয়াং প্রদেশের ওয়েস্ট লেকে গিয়েছিলেন সময় কাটাতে। সেখানে চুম্বনের সময় প্রেমিক হঠাৎ কানে তীব্র ব্যথা অনুভব করেন। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসকেরা পরীক্ষা করে দেখেন লোকটির কানের পর্দা ফেটে গেছে। চিকিৎসকেরা তাঁকে ওষুধ দিয়েছেন ও সম্পূর্ণ সুস্থ হতে দুই মাস সময় লাগবে বলে জানিয়েছেন।
চিকিৎসকেরা বলেছেন, আবেগঘন চুম্বন কানের ভেতরে বায়ুচাপের দ্রুত পরিবর্তন ঘটাতে পারে। এটি সঙ্গীর ভারী শ্বাস-প্রশ্বাসের সঙ্গে সম্পর্কিত, যা ভারসাম্যহীনতা সৃষ্টি করে ও কানের পর্দা ফেটে যেতে পারে।
রয়টার্সের খবর অনুযায়ী, এমন ঘটনা এই প্রথম নয়। ২০০৮ সালে প্রেমিককে আবেগপূর্ণ চুম্বনের সময় দক্ষিণ চীনের এক তরুণীর কানের পর্দা ফেটে যায় ও আংশিকভাবে শ্রবণশক্তি হারায়। দক্ষিণ গুয়াংডং প্রদেশের ঝুহাই এলাকার ২০ বছরের মেয়েটি বাম কানের সম্পূর্ণ শ্রবণশক্তি হারিয়েছিলেন।
এদিকে নতুন ঘটনাটি চীনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে ব্যাপক শেয়ার হয়েছে। সোশ্যাল মিডিয়া ‘দুয়িন’-এই গল্পে ১ মিলিয়ন লাইক এবং ৪ লাখ মন্তব্য পড়েছে।
একজন লিখেছেন, ‘বিশাল এই দুনিয়ায় অসংখ্য অদ্ভুত জিনিসের আঁতুড়ঘর।’ আরেকজন লিখেছেন, ‘ভালোবাসার গর্জন দেখি সত্যিই কান বধির করে দিতে পারে।’
আরেকজন কটাক্ষ করে লিখেছেন, ‘এই কারণেই আমি একজন প্রেমিকা খুঁজি না। এটা খুবই বিপজ্জনক।’

প্রেমিকাকে ১০ মিনিট ধরে চুম্বন করার পরে এক চীনা নাগরিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চুম্বনের সময় ওই ব্যক্তি শ্রবণশক্তি হারিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে। সাউথ চায়না মর্নিং পোস্ট এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২২ আগস্ট ওই যুগল চীনের পূর্ব ঝেজিয়াং প্রদেশের ওয়েস্ট লেকে গিয়েছিলেন সময় কাটাতে। সেখানে চুম্বনের সময় প্রেমিক হঠাৎ কানে তীব্র ব্যথা অনুভব করেন। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসকেরা পরীক্ষা করে দেখেন লোকটির কানের পর্দা ফেটে গেছে। চিকিৎসকেরা তাঁকে ওষুধ দিয়েছেন ও সম্পূর্ণ সুস্থ হতে দুই মাস সময় লাগবে বলে জানিয়েছেন।
চিকিৎসকেরা বলেছেন, আবেগঘন চুম্বন কানের ভেতরে বায়ুচাপের দ্রুত পরিবর্তন ঘটাতে পারে। এটি সঙ্গীর ভারী শ্বাস-প্রশ্বাসের সঙ্গে সম্পর্কিত, যা ভারসাম্যহীনতা সৃষ্টি করে ও কানের পর্দা ফেটে যেতে পারে।
রয়টার্সের খবর অনুযায়ী, এমন ঘটনা এই প্রথম নয়। ২০০৮ সালে প্রেমিককে আবেগপূর্ণ চুম্বনের সময় দক্ষিণ চীনের এক তরুণীর কানের পর্দা ফেটে যায় ও আংশিকভাবে শ্রবণশক্তি হারায়। দক্ষিণ গুয়াংডং প্রদেশের ঝুহাই এলাকার ২০ বছরের মেয়েটি বাম কানের সম্পূর্ণ শ্রবণশক্তি হারিয়েছিলেন।
এদিকে নতুন ঘটনাটি চীনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে ব্যাপক শেয়ার হয়েছে। সোশ্যাল মিডিয়া ‘দুয়িন’-এই গল্পে ১ মিলিয়ন লাইক এবং ৪ লাখ মন্তব্য পড়েছে।
একজন লিখেছেন, ‘বিশাল এই দুনিয়ায় অসংখ্য অদ্ভুত জিনিসের আঁতুড়ঘর।’ আরেকজন লিখেছেন, ‘ভালোবাসার গর্জন দেখি সত্যিই কান বধির করে দিতে পারে।’
আরেকজন কটাক্ষ করে লিখেছেন, ‘এই কারণেই আমি একজন প্রেমিকা খুঁজি না। এটা খুবই বিপজ্জনক।’

একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন, একটা ই-মেইল এসেছে যার ‘সাবজেক্ট’ অপশনে লেখা ‘টার্মিনেশন লেটার’। ঘুম ঘুম চোখে এই ই-মেইল দেখলে স্বাভাবিকভাবেই ঘুম তো থাক, অন্য সব ভাবনাও হারাম হয়ে যাওয়ার কথা! তখন ভাবনায় আসবে ঠিক কি কারণে চাকরি থেকে ছাঁটাই হতে হলো!
৩ দিন আগে
বিবাহবহির্ভূত সম্পর্ক থেকে শুরু করে স্বামী-স্ত্রীর ব্যক্তিগত ঝগড়া—সবকিছুতেই এখন থেকে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা। চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশের লিংক্যাং গ্রামের কমিটি এমন নিয়ম জারি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘গ্রামের নিয়মাবলি: সবাই সমান’ শিরোনামের একটি নোটিশ ভাইরাল হওয়ার...
৫ দিন আগে
ইতালির আব্রুজ্জো অঞ্চলের মাউন্ট জিরিফালকোর পাদদেশে অবস্থিত এক প্রাচীন গ্রাম পালিয়ারা দে মার্সি। জনশূন্য এই গ্রামে মানুষের চেয়ে বিড়ালের সংখ্যাই বেশি। গত কয়েক দশক ধরে গ্রামটি নিস্তব্ধতায় ডুবে ছিল, কিন্তু গত মার্চ মাস থেকে সেখানে বইছে খুশির জোয়ার। কারণ, দীর্ঘ ৩০ বছর পর এই গ্রামে প্রথম কোনো শিশুর জন্ম
৫ দিন আগে
ক্যালিফোর্নিয়ার সুজ লোপেজ যখন তাঁর ছোট ছেলে রিউকে কোলে নিয়ে বসেন, তখন এক অলৌকিক বিস্ময়ে স্তব্ধ হয়ে যান। কারণ, ছোট্ট রিউ তাঁর মায়ের জরায়ুর ভেতরে নয়, বেড়ে উঠেছিল পেটের ভেতরে একটি বিশাল আকৃতির ওভারিয়ান সিস্টের আড়ালে। চিকিৎসাবিজ্ঞানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং বিরল এই ঘটনাকে ‘মিরাকল’ বা অলৌকিক বলছেন চিকিৎ
৭ দিন আগে