Ajker Patrika

চুল সাকল্যে ১০ গাছি, কী করবেন নরসুন্দর?

ল-র-ব-য-হ ডেস্ক
চুল সাকল্যে ১০ গাছি, কী করবেন নরসুন্দর?

সেলুনে গিয়ে চেয়ার গাঁদিয়ে বসেছেন এক বৃদ্ধ। পরিপাটি দাঁড়ি আর মাথায় ৮ থেকে ১০ গাছি চুল। কী করবেন বুঝে উঠতে না পেরে নরসুন্দর জিজ্ঞেস করলেন, কী? কথা না বলে বৃদ্ধ আঙুল দিয়ে ওই চুল ক-গাছি দেখিয়ে দিলেন। এতে একরকম বিরক্তই হলেন নরসুন্দর, করলেন পাল্টা প্রশ্ন। 

নরসুন্দর: কী, কাটব নাকি গুনব?
বৃদ্ধ: রং করো। 

সত্যিই বড় আজব দুনিয়া। যা আছে তাই নিয়ে এমন তুষ্টিতে কয়জনই বা জীবন কাটাতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...