Ajker Patrika

কুঁজো মাছের দেখা পেলেন গবেষকেরা

আপডেট : ০৯ জুলাই ২০২৪, ১৬: ৩০
কুঁজো মাছের দেখা পেলেন গবেষকেরা

কুঁজো মাছের কথা কখনো শুনেছেন? সম্ভবত না। কিন্তু আপনি না শুনলে কি হবে, এমনই এক মাছ ধরেছেন গবেষকেরা। একটি জরিপের অংশ হিসেবে এই মাছটি খুঁজে পান তাঁরা।

ফ্লোরিডা ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ কনজারভেশন কমিশন (এফডব্লিওসি) সম্প্রতি মাছ নিয়ে এক জরিপের সময় ধরা পড়া অস্বাভাবিক এই মাছটির ছবি প্রকাশ করে। এটি একটি লং নোজ বা লম্বা নাকের গার মাছ। এটির পিঠের দিকটা এমনভাবে বেঁকে আছে দেখে কুঁজো এক মাছ বলেই মনে হবে আপনার। 

এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে।

এফডব্লিওসির ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট জানিয়েছে, সম্প্রতি সিলভার গ্লেন স্প্রিংয়ে মাছ নিয়ে একটি জরিপ পরিচালনা করেন জীববিজ্ঞানীরা। তখনই কুঁজো পিঠের ওই লং নোজ গার মাছটি আবিষ্কার করেন তাঁরা। এটার শরীরের মাঝখানের অংশে কুঁজের মতো থাকায় একে দেখাচ্ছিল উল্টানো এক ভি-র মতো।

গবেষকেরা জানেন, এটি তাঁদের ফ্লোরিডার টিটসুভিলের কাছে বাঁকা বা কুঁজো বুল হাঙর আবিষ্কারের কথা মনে করিয়ে দিয়েছে। যেটির মেরুদণ্ডে ক্ষত ছিল বলে ধারণা করছেন তাঁরা। এই মাছটির ক্ষেত্রেও সম্ভবত একই ধরনের সমস্যা হয়েছে। 

এফডব্লিউসির বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘সপ্তাহ কয়েক আগে আমাদের শেয়ার করা বুল শার্কের মতো এই মাছটির এমন অদ্ভুত আকৃতি পাওয়ার কারণ সম্ভবত জীবনের কোনো সময় মেরুদণ্ডে আঘাত পাওয়া।’

১০ দশমিক ৬ পাউন্ড ওজনের গার মাছটিকে অবশ্য আবার পানিতে ছেড়ে দেওয়া হয়।

‘তাদের ক্ষুরের মতো ধারালো দাঁত এবং বর্ম-সদৃশ আঁশ দেখে একে ভীতিকর দেখাতে পারে। কিন্তু মানুষের জন্য এরা মোটেই বিপজ্জনক নয়। বরং এই মাছেরা ফ্লোরিডার অনেক স্বাদু পানির বাস্তুতন্ত্রে শীর্ষ শিকারি হিসেবে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লন্ডন থেকে রাত সোয়া ১২টায় দেশের পথে রওনা দেবেন তারেক রহমান, বিমানবন্দরে বাড়তি নিরাপত্তা

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত

তারেক রহমানের জন্য উড়োজাহাজে এ-১ আসন নির্ধারণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

এলাকার খবর
Loading...