
উইম্বলডনকে বিবেচনা করা হয় বিশ্বের সবচেয়ে পুরোনো ও মর্যাদাপূর্ণ টেনিস প্রতিযোগিতা হিসেবে। ইংল্যান্ডের রাজধানী লন্ডনে বসে টেনিসের এই আসর। ১৮৭৭ সালের এই দিনে, অর্থাৎ ৯ জুলাই প্রথম শুরু হয় প্রতিযোগিতাটি। চলুন তবে আজ জেনে নিই উইম্বলডন প্রতিযোগিতা নিয়ে মজার কিছু তথ্য।
লন্ডনের শহরতলি উইম্বলডনের অল ইংল্যান্ড লন টেনিস অ্যান্ড ক্রোকেট ক্লাবে হয় প্রতিযোগিতাটি।
১৮৭৭ সালের উইম্বলডনে ছিল শুধু ছেলেদের একক প্রতিযোগিতা। শিরোপা যেতেন স্পেনসার গোর। প্রথম প্রতিযোগিতায় টিকিটের দাম কত ছিল জানেন? মাত্র এক শিলিং।
মেয়েদের একক ও ছেলেদের দ্বৈত প্রতিযোগিতা শুরু হয় ১৮৮৪ সালে। মেয়েদের দ্বৈত ও মিশ্র দ্বৈতের সূচনা ১৯১৩ সালে।
প্রতিযোগিতাটিকে কেন্দ্র করে এ সময় অল ইংল্যান্ড লন টেনিস অ্যান্ড ক্রোকেট ক্লাবে খাওয়া ও পান করা হয় ৩ লাখ ৩০ হাজার কাপ ও কফি, ১০ হাজার লিটার ক্রিম, ৬১ হাজার ৭০০ পাউন্ড স্ট্রবেরিসহ আরও অনেক কিছু।
টেনিস বল বললেই আমাদের চোখের সামনে হলুদ বলের চেহারাটিই ভেসে ওঠে। তবে উইম্বলডনে দীর্ঘ সময় সাদা বল ব্যবহার করা হয়েছে। ১৯৮৬ সালে প্রথম হলুদ টেনিস বলের চল শুরু হয়। উদ্দেশ্য, টেলিভিশনে ভালো দেখা যাওয়া। অবিশ্বাস্য হলেও একটি প্রতিযোগিতাতেই ব্যবহার করা হয় ৫৪ হাজার বল।
লম্বা সাদা একটি ড্রেস পরে খেলতে নামা শার্লট ডড পরিচিত ছিলেন ‘লিটল ওয়ান্ডার’ বা ‘ছোট্ট বিস্ময়’ নামে। কারণ ১৮৮৭ সালে যখন মেয়েদের এককে শিরোপা যেতেন ,তখন তাঁর বয়স ছিল কেবল ১৫ বছর ২৮৫ দিন। তাঁরপর ১৩৭ বছর পেরিয়ে গেলেও আর কোনো নারী এত কম বয়সে একক শিরোপা জিততে পারেননি।
এদিকে বরিস বেকার যখন ১৯৮৫ সালের উইম্বলডনের পুরুষ এককে শিরোপা যেতেন, তখন তাঁর বয়স ১৭ বছর। পুরুষদের এককে তিনিই সবচেয়ে কম বয়সী শিরোপাজয়ী।
উইম্বলডন একমাত্র গ্র্যান্ড স্লাম প্রতিযোগিতা, যেটি কিনা ঘাসের কোর্টে হয়। প্রতিযোগিতার সময় ঘাস ছেঁটে এর উচ্চতা কেটে সব সময় ৮ মিলিমিটার রাখা হয়।
প্রতিযোগিতাটি সঠিকভাবে ও নির্বিঘ্নে চালানোর জন্য কাজ করেন ৬ হাজারের মতো স্টাফ। তাঁদের মধ্যে আছেন আম্পায়ার-লাইন জাজ থেকে শুরু করে বেলবয় পর্যন্ত নানা ধরনের কর্মী।
উইম্বলডনের খেলার সময় কোর্টে সবচেয়ে জোরে আওয়াজ করার রেকর্ড মারিয়া শারাপোভার। এটি ছিল ১০১.২ ডেসিবেলের সমান। এটি প্রায় একটি বোয়িং ৭৪৭ টেক অফের শব্দের সমান। আর ব্রিটিশ রক ব্যান্ড দ্য হুর শব্দের চেয়ে মাত্র ২০ শতাংশ কম। ১৯৭৬ সালে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে সর্বকালের সবচেয়ে উচ্চ শব্দ সৃষ্টিকারী ব্যান্ড হিসেবে স্থান করে নিয়েছিল দ্য হু।
সেই গোড়া থেকে বিবেচনা করলে উইম্বলডনে সবচেয়ে বেশি শিরোপাজয় উইলিয়াম রেনশর। সাতটি একক ও পাঁচটি দ্বৈতসহ মোট ১২টি শিরোপা জেতেন তিনি। উইম্বলডনের আধুনিক যুগ বলেন কিংবা গোড়া থেকে বলেন, সবচেয়ে বেশি একক শিরোপা সুইস তারকা রজার ফেদেরারের। তিনি একক শিরোপা জিতেছেন আটটি।
শেষ করার আগে জানিয়ে রাখছি, এবারের উইম্বলডন শুরু হয়েছে জুলাইয়ের ১ তারিখ। ফাইনাল ১৪ তারিখ।
সূত্র: ইএসপিএন, ওয়ান্ডালাস্ট ট্রাভেল, উইম্বলডন ডট কম, ডিসকভার ব্রিটেন

উইম্বলডনকে বিবেচনা করা হয় বিশ্বের সবচেয়ে পুরোনো ও মর্যাদাপূর্ণ টেনিস প্রতিযোগিতা হিসেবে। ইংল্যান্ডের রাজধানী লন্ডনে বসে টেনিসের এই আসর। ১৮৭৭ সালের এই দিনে, অর্থাৎ ৯ জুলাই প্রথম শুরু হয় প্রতিযোগিতাটি। চলুন তবে আজ জেনে নিই উইম্বলডন প্রতিযোগিতা নিয়ে মজার কিছু তথ্য।
লন্ডনের শহরতলি উইম্বলডনের অল ইংল্যান্ড লন টেনিস অ্যান্ড ক্রোকেট ক্লাবে হয় প্রতিযোগিতাটি।
১৮৭৭ সালের উইম্বলডনে ছিল শুধু ছেলেদের একক প্রতিযোগিতা। শিরোপা যেতেন স্পেনসার গোর। প্রথম প্রতিযোগিতায় টিকিটের দাম কত ছিল জানেন? মাত্র এক শিলিং।
মেয়েদের একক ও ছেলেদের দ্বৈত প্রতিযোগিতা শুরু হয় ১৮৮৪ সালে। মেয়েদের দ্বৈত ও মিশ্র দ্বৈতের সূচনা ১৯১৩ সালে।
প্রতিযোগিতাটিকে কেন্দ্র করে এ সময় অল ইংল্যান্ড লন টেনিস অ্যান্ড ক্রোকেট ক্লাবে খাওয়া ও পান করা হয় ৩ লাখ ৩০ হাজার কাপ ও কফি, ১০ হাজার লিটার ক্রিম, ৬১ হাজার ৭০০ পাউন্ড স্ট্রবেরিসহ আরও অনেক কিছু।
টেনিস বল বললেই আমাদের চোখের সামনে হলুদ বলের চেহারাটিই ভেসে ওঠে। তবে উইম্বলডনে দীর্ঘ সময় সাদা বল ব্যবহার করা হয়েছে। ১৯৮৬ সালে প্রথম হলুদ টেনিস বলের চল শুরু হয়। উদ্দেশ্য, টেলিভিশনে ভালো দেখা যাওয়া। অবিশ্বাস্য হলেও একটি প্রতিযোগিতাতেই ব্যবহার করা হয় ৫৪ হাজার বল।
লম্বা সাদা একটি ড্রেস পরে খেলতে নামা শার্লট ডড পরিচিত ছিলেন ‘লিটল ওয়ান্ডার’ বা ‘ছোট্ট বিস্ময়’ নামে। কারণ ১৮৮৭ সালে যখন মেয়েদের এককে শিরোপা যেতেন ,তখন তাঁর বয়স ছিল কেবল ১৫ বছর ২৮৫ দিন। তাঁরপর ১৩৭ বছর পেরিয়ে গেলেও আর কোনো নারী এত কম বয়সে একক শিরোপা জিততে পারেননি।
এদিকে বরিস বেকার যখন ১৯৮৫ সালের উইম্বলডনের পুরুষ এককে শিরোপা যেতেন, তখন তাঁর বয়স ১৭ বছর। পুরুষদের এককে তিনিই সবচেয়ে কম বয়সী শিরোপাজয়ী।
উইম্বলডন একমাত্র গ্র্যান্ড স্লাম প্রতিযোগিতা, যেটি কিনা ঘাসের কোর্টে হয়। প্রতিযোগিতার সময় ঘাস ছেঁটে এর উচ্চতা কেটে সব সময় ৮ মিলিমিটার রাখা হয়।
প্রতিযোগিতাটি সঠিকভাবে ও নির্বিঘ্নে চালানোর জন্য কাজ করেন ৬ হাজারের মতো স্টাফ। তাঁদের মধ্যে আছেন আম্পায়ার-লাইন জাজ থেকে শুরু করে বেলবয় পর্যন্ত নানা ধরনের কর্মী।
উইম্বলডনের খেলার সময় কোর্টে সবচেয়ে জোরে আওয়াজ করার রেকর্ড মারিয়া শারাপোভার। এটি ছিল ১০১.২ ডেসিবেলের সমান। এটি প্রায় একটি বোয়িং ৭৪৭ টেক অফের শব্দের সমান। আর ব্রিটিশ রক ব্যান্ড দ্য হুর শব্দের চেয়ে মাত্র ২০ শতাংশ কম। ১৯৭৬ সালে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে সর্বকালের সবচেয়ে উচ্চ শব্দ সৃষ্টিকারী ব্যান্ড হিসেবে স্থান করে নিয়েছিল দ্য হু।
সেই গোড়া থেকে বিবেচনা করলে উইম্বলডনে সবচেয়ে বেশি শিরোপাজয় উইলিয়াম রেনশর। সাতটি একক ও পাঁচটি দ্বৈতসহ মোট ১২টি শিরোপা জেতেন তিনি। উইম্বলডনের আধুনিক যুগ বলেন কিংবা গোড়া থেকে বলেন, সবচেয়ে বেশি একক শিরোপা সুইস তারকা রজার ফেদেরারের। তিনি একক শিরোপা জিতেছেন আটটি।
শেষ করার আগে জানিয়ে রাখছি, এবারের উইম্বলডন শুরু হয়েছে জুলাইয়ের ১ তারিখ। ফাইনাল ১৪ তারিখ।
সূত্র: ইএসপিএন, ওয়ান্ডালাস্ট ট্রাভেল, উইম্বলডন ডট কম, ডিসকভার ব্রিটেন

উইম্বলডনকে বিবেচনা করা হয় বিশ্বের সবচেয়ে পুরোনো ও মর্যাদাপূর্ণ টেনিস প্রতিযোগিতা হিসেবে। ইংল্যান্ডের রাজধানী লন্ডনে বসে টেনিসের এই আসর। ১৮৭৭ সালের এই দিনে, অর্থাৎ ৯ জুলাই প্রথম শুরু হয় প্রতিযোগিতাটি। চলুন তবে আজ জেনে নিই উইম্বলডন প্রতিযোগিতা নিয়ে মজার কিছু তথ্য।
লন্ডনের শহরতলি উইম্বলডনের অল ইংল্যান্ড লন টেনিস অ্যান্ড ক্রোকেট ক্লাবে হয় প্রতিযোগিতাটি।
১৮৭৭ সালের উইম্বলডনে ছিল শুধু ছেলেদের একক প্রতিযোগিতা। শিরোপা যেতেন স্পেনসার গোর। প্রথম প্রতিযোগিতায় টিকিটের দাম কত ছিল জানেন? মাত্র এক শিলিং।
মেয়েদের একক ও ছেলেদের দ্বৈত প্রতিযোগিতা শুরু হয় ১৮৮৪ সালে। মেয়েদের দ্বৈত ও মিশ্র দ্বৈতের সূচনা ১৯১৩ সালে।
প্রতিযোগিতাটিকে কেন্দ্র করে এ সময় অল ইংল্যান্ড লন টেনিস অ্যান্ড ক্রোকেট ক্লাবে খাওয়া ও পান করা হয় ৩ লাখ ৩০ হাজার কাপ ও কফি, ১০ হাজার লিটার ক্রিম, ৬১ হাজার ৭০০ পাউন্ড স্ট্রবেরিসহ আরও অনেক কিছু।
টেনিস বল বললেই আমাদের চোখের সামনে হলুদ বলের চেহারাটিই ভেসে ওঠে। তবে উইম্বলডনে দীর্ঘ সময় সাদা বল ব্যবহার করা হয়েছে। ১৯৮৬ সালে প্রথম হলুদ টেনিস বলের চল শুরু হয়। উদ্দেশ্য, টেলিভিশনে ভালো দেখা যাওয়া। অবিশ্বাস্য হলেও একটি প্রতিযোগিতাতেই ব্যবহার করা হয় ৫৪ হাজার বল।
লম্বা সাদা একটি ড্রেস পরে খেলতে নামা শার্লট ডড পরিচিত ছিলেন ‘লিটল ওয়ান্ডার’ বা ‘ছোট্ট বিস্ময়’ নামে। কারণ ১৮৮৭ সালে যখন মেয়েদের এককে শিরোপা যেতেন ,তখন তাঁর বয়স ছিল কেবল ১৫ বছর ২৮৫ দিন। তাঁরপর ১৩৭ বছর পেরিয়ে গেলেও আর কোনো নারী এত কম বয়সে একক শিরোপা জিততে পারেননি।
এদিকে বরিস বেকার যখন ১৯৮৫ সালের উইম্বলডনের পুরুষ এককে শিরোপা যেতেন, তখন তাঁর বয়স ১৭ বছর। পুরুষদের এককে তিনিই সবচেয়ে কম বয়সী শিরোপাজয়ী।
উইম্বলডন একমাত্র গ্র্যান্ড স্লাম প্রতিযোগিতা, যেটি কিনা ঘাসের কোর্টে হয়। প্রতিযোগিতার সময় ঘাস ছেঁটে এর উচ্চতা কেটে সব সময় ৮ মিলিমিটার রাখা হয়।
প্রতিযোগিতাটি সঠিকভাবে ও নির্বিঘ্নে চালানোর জন্য কাজ করেন ৬ হাজারের মতো স্টাফ। তাঁদের মধ্যে আছেন আম্পায়ার-লাইন জাজ থেকে শুরু করে বেলবয় পর্যন্ত নানা ধরনের কর্মী।
উইম্বলডনের খেলার সময় কোর্টে সবচেয়ে জোরে আওয়াজ করার রেকর্ড মারিয়া শারাপোভার। এটি ছিল ১০১.২ ডেসিবেলের সমান। এটি প্রায় একটি বোয়িং ৭৪৭ টেক অফের শব্দের সমান। আর ব্রিটিশ রক ব্যান্ড দ্য হুর শব্দের চেয়ে মাত্র ২০ শতাংশ কম। ১৯৭৬ সালে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে সর্বকালের সবচেয়ে উচ্চ শব্দ সৃষ্টিকারী ব্যান্ড হিসেবে স্থান করে নিয়েছিল দ্য হু।
সেই গোড়া থেকে বিবেচনা করলে উইম্বলডনে সবচেয়ে বেশি শিরোপাজয় উইলিয়াম রেনশর। সাতটি একক ও পাঁচটি দ্বৈতসহ মোট ১২টি শিরোপা জেতেন তিনি। উইম্বলডনের আধুনিক যুগ বলেন কিংবা গোড়া থেকে বলেন, সবচেয়ে বেশি একক শিরোপা সুইস তারকা রজার ফেদেরারের। তিনি একক শিরোপা জিতেছেন আটটি।
শেষ করার আগে জানিয়ে রাখছি, এবারের উইম্বলডন শুরু হয়েছে জুলাইয়ের ১ তারিখ। ফাইনাল ১৪ তারিখ।
সূত্র: ইএসপিএন, ওয়ান্ডালাস্ট ট্রাভেল, উইম্বলডন ডট কম, ডিসকভার ব্রিটেন

উইম্বলডনকে বিবেচনা করা হয় বিশ্বের সবচেয়ে পুরোনো ও মর্যাদাপূর্ণ টেনিস প্রতিযোগিতা হিসেবে। ইংল্যান্ডের রাজধানী লন্ডনে বসে টেনিসের এই আসর। ১৮৭৭ সালের এই দিনে, অর্থাৎ ৯ জুলাই প্রথম শুরু হয় প্রতিযোগিতাটি। চলুন তবে আজ জেনে নিই উইম্বলডন প্রতিযোগিতা নিয়ে মজার কিছু তথ্য।
লন্ডনের শহরতলি উইম্বলডনের অল ইংল্যান্ড লন টেনিস অ্যান্ড ক্রোকেট ক্লাবে হয় প্রতিযোগিতাটি।
১৮৭৭ সালের উইম্বলডনে ছিল শুধু ছেলেদের একক প্রতিযোগিতা। শিরোপা যেতেন স্পেনসার গোর। প্রথম প্রতিযোগিতায় টিকিটের দাম কত ছিল জানেন? মাত্র এক শিলিং।
মেয়েদের একক ও ছেলেদের দ্বৈত প্রতিযোগিতা শুরু হয় ১৮৮৪ সালে। মেয়েদের দ্বৈত ও মিশ্র দ্বৈতের সূচনা ১৯১৩ সালে।
প্রতিযোগিতাটিকে কেন্দ্র করে এ সময় অল ইংল্যান্ড লন টেনিস অ্যান্ড ক্রোকেট ক্লাবে খাওয়া ও পান করা হয় ৩ লাখ ৩০ হাজার কাপ ও কফি, ১০ হাজার লিটার ক্রিম, ৬১ হাজার ৭০০ পাউন্ড স্ট্রবেরিসহ আরও অনেক কিছু।
টেনিস বল বললেই আমাদের চোখের সামনে হলুদ বলের চেহারাটিই ভেসে ওঠে। তবে উইম্বলডনে দীর্ঘ সময় সাদা বল ব্যবহার করা হয়েছে। ১৯৮৬ সালে প্রথম হলুদ টেনিস বলের চল শুরু হয়। উদ্দেশ্য, টেলিভিশনে ভালো দেখা যাওয়া। অবিশ্বাস্য হলেও একটি প্রতিযোগিতাতেই ব্যবহার করা হয় ৫৪ হাজার বল।
লম্বা সাদা একটি ড্রেস পরে খেলতে নামা শার্লট ডড পরিচিত ছিলেন ‘লিটল ওয়ান্ডার’ বা ‘ছোট্ট বিস্ময়’ নামে। কারণ ১৮৮৭ সালে যখন মেয়েদের এককে শিরোপা যেতেন ,তখন তাঁর বয়স ছিল কেবল ১৫ বছর ২৮৫ দিন। তাঁরপর ১৩৭ বছর পেরিয়ে গেলেও আর কোনো নারী এত কম বয়সে একক শিরোপা জিততে পারেননি।
এদিকে বরিস বেকার যখন ১৯৮৫ সালের উইম্বলডনের পুরুষ এককে শিরোপা যেতেন, তখন তাঁর বয়স ১৭ বছর। পুরুষদের এককে তিনিই সবচেয়ে কম বয়সী শিরোপাজয়ী।
উইম্বলডন একমাত্র গ্র্যান্ড স্লাম প্রতিযোগিতা, যেটি কিনা ঘাসের কোর্টে হয়। প্রতিযোগিতার সময় ঘাস ছেঁটে এর উচ্চতা কেটে সব সময় ৮ মিলিমিটার রাখা হয়।
প্রতিযোগিতাটি সঠিকভাবে ও নির্বিঘ্নে চালানোর জন্য কাজ করেন ৬ হাজারের মতো স্টাফ। তাঁদের মধ্যে আছেন আম্পায়ার-লাইন জাজ থেকে শুরু করে বেলবয় পর্যন্ত নানা ধরনের কর্মী।
উইম্বলডনের খেলার সময় কোর্টে সবচেয়ে জোরে আওয়াজ করার রেকর্ড মারিয়া শারাপোভার। এটি ছিল ১০১.২ ডেসিবেলের সমান। এটি প্রায় একটি বোয়িং ৭৪৭ টেক অফের শব্দের সমান। আর ব্রিটিশ রক ব্যান্ড দ্য হুর শব্দের চেয়ে মাত্র ২০ শতাংশ কম। ১৯৭৬ সালে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে সর্বকালের সবচেয়ে উচ্চ শব্দ সৃষ্টিকারী ব্যান্ড হিসেবে স্থান করে নিয়েছিল দ্য হু।
সেই গোড়া থেকে বিবেচনা করলে উইম্বলডনে সবচেয়ে বেশি শিরোপাজয় উইলিয়াম রেনশর। সাতটি একক ও পাঁচটি দ্বৈতসহ মোট ১২টি শিরোপা জেতেন তিনি। উইম্বলডনের আধুনিক যুগ বলেন কিংবা গোড়া থেকে বলেন, সবচেয়ে বেশি একক শিরোপা সুইস তারকা রজার ফেদেরারের। তিনি একক শিরোপা জিতেছেন আটটি।
শেষ করার আগে জানিয়ে রাখছি, এবারের উইম্বলডন শুরু হয়েছে জুলাইয়ের ১ তারিখ। ফাইনাল ১৪ তারিখ।
সূত্র: ইএসপিএন, ওয়ান্ডালাস্ট ট্রাভেল, উইম্বলডন ডট কম, ডিসকভার ব্রিটেন

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, গত শুক্রবার বিকেলে অকল্যান্ডের কেন্দ্রস্থলে পারট্রিজ জুয়েলার্সে পুলিশ ডাকা হলে ৩২ বছর বয়সী ওই ব্যক্তিকে দোকান থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।
২ দিন আগে
১৫ বছর বয়সে জর্জিয়া এমন কিছু জানতে পারেন, যা কোনো অল্প বয়সী মেয়ে আশা করে না। তিনি জরায়ু ছাড়াই জন্মগ্রহণ করেছেন এবং কোনো দিন সন্তান ধারণ করতে পারবেন না।
৭ দিন আগে
জীববৈচিত্র্য রক্ষায় ২০৫০ সালের মধ্যে বন্য বিড়াল বা মালিকহীন বিড়াল নির্মূলের ঘোষণা দিয়েছে নিউজিল্যান্ড। দেশটির সংরক্ষণমন্ত্রী তামা পোতাকা গত শুক্রবার এই ঘোষণা দেন।
৮ দিন আগে
সাধারণত মানুষের ক্ষেত্রে জটিল অপারেশনে কয়েক ঘণ্টার বেশি সময় লাগে। তবে মধ্যপ্রদেশের উজ্জয়নে একটি বিরল ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সেখানে একটি আহত বিষধর কোবরাকে বাঁচাতে চালানো হয়েছে অস্ত্রোপচার।
৯ দিন আগেআজকের পত্রিকা ডেস্ক

নিউজিল্যান্ডে এক ব্যক্তি হীরাখচিত লকেট চুরি করেছেন এমন এক উপায়ে, যা শুনলে সিনেমার দৃশ্যই মনে হয়। দোকানদারেরা টের পাওয়ার আগেই তিনি লকেটটি গিলে ফেলেন। পরে পুলিশ এসে তাঁকে হাতেনাতে ধরে ফেলে।
স্থানীয় সংবাদমাধ্যমকে পুলিশ জানিয়েছে, গিলে ফেলা ফ্যাবারজে এগ লকেট, যার মূল্য ৩৩ হাজার ৫৮৫ নিউজিল্যান্ড ডলার (১৯ হাজার ৩০০ মার্কিন ডলার) এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, গত শুক্রবার বিকেলে অকল্যান্ডের কেন্দ্রস্থলে পারট্রিজ জুয়েলার্সে পুলিশ ডাকা হলে ৩২ বছর বয়সী ওই ব্যক্তিকে দোকান থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।
জুয়েলারির ওয়েবসাইট অনুযায়ী, যে ফ্যাবারজে এগ চুরি করা হয়েছে, তাতে রয়েছে ৬০টি সাদা হীরা এবং ১৫টি নীল নীলা। ডিমটি খুললে দেখা যায়, ভেতরে ১৮ ক্যারেট সোনার একটি ছোট্ট অক্টোপাস।
ডিমটির নাম দেওয়া হয়েছে ‘অক্টোপাসি এগ’, যা ১৯৮৩ সালের একই নামের জেমস বন্ড চলচ্চিত্র থেকে অনুপ্রাণিত; যার কাহিনির কেন্দ্রে রয়েছে এক জটিল ফ্যাবারজে এগ চুরির ঘটনা।
ফ্যাবারজে দুই শতাব্দীর বেশি আগে রাশিয়ায় প্রতিষ্ঠিত এক বিশ্বখ্যাত জুয়েলারি ব্র্যান্ড, যা রত্ন ও মূল্যবান ধাতু দিয়ে তৈরি ডিম-আকৃতির শিল্পকর্মের জন্য পরিচিত।
বিবিসি জানিয়েছে, ৮ ডিসেম্বর আদালতে হাজির হওয়ার কথা রয়েছে অভিযুক্ত ব্যক্তির। তিনি গত ১২ নভেম্বর একই জুয়েলারি দোকান থেকে একটি আইপ্যাড চুরির অভিযোগেও অভিযুক্ত। পরদিন ১০০ নিউজিল্যান্ড ডলার মূল্যের বিড়ালের বর্জ্য পরিষ্কারের সামগ্রী ও পিঁপড়া নিয়ন্ত্রণের পণ্য চুরির অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

নিউজিল্যান্ডে এক ব্যক্তি হীরাখচিত লকেট চুরি করেছেন এমন এক উপায়ে, যা শুনলে সিনেমার দৃশ্যই মনে হয়। দোকানদারেরা টের পাওয়ার আগেই তিনি লকেটটি গিলে ফেলেন। পরে পুলিশ এসে তাঁকে হাতেনাতে ধরে ফেলে।
স্থানীয় সংবাদমাধ্যমকে পুলিশ জানিয়েছে, গিলে ফেলা ফ্যাবারজে এগ লকেট, যার মূল্য ৩৩ হাজার ৫৮৫ নিউজিল্যান্ড ডলার (১৯ হাজার ৩০০ মার্কিন ডলার) এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, গত শুক্রবার বিকেলে অকল্যান্ডের কেন্দ্রস্থলে পারট্রিজ জুয়েলার্সে পুলিশ ডাকা হলে ৩২ বছর বয়সী ওই ব্যক্তিকে দোকান থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।
জুয়েলারির ওয়েবসাইট অনুযায়ী, যে ফ্যাবারজে এগ চুরি করা হয়েছে, তাতে রয়েছে ৬০টি সাদা হীরা এবং ১৫টি নীল নীলা। ডিমটি খুললে দেখা যায়, ভেতরে ১৮ ক্যারেট সোনার একটি ছোট্ট অক্টোপাস।
ডিমটির নাম দেওয়া হয়েছে ‘অক্টোপাসি এগ’, যা ১৯৮৩ সালের একই নামের জেমস বন্ড চলচ্চিত্র থেকে অনুপ্রাণিত; যার কাহিনির কেন্দ্রে রয়েছে এক জটিল ফ্যাবারজে এগ চুরির ঘটনা।
ফ্যাবারজে দুই শতাব্দীর বেশি আগে রাশিয়ায় প্রতিষ্ঠিত এক বিশ্বখ্যাত জুয়েলারি ব্র্যান্ড, যা রত্ন ও মূল্যবান ধাতু দিয়ে তৈরি ডিম-আকৃতির শিল্পকর্মের জন্য পরিচিত।
বিবিসি জানিয়েছে, ৮ ডিসেম্বর আদালতে হাজির হওয়ার কথা রয়েছে অভিযুক্ত ব্যক্তির। তিনি গত ১২ নভেম্বর একই জুয়েলারি দোকান থেকে একটি আইপ্যাড চুরির অভিযোগেও অভিযুক্ত। পরদিন ১০০ নিউজিল্যান্ড ডলার মূল্যের বিড়ালের বর্জ্য পরিষ্কারের সামগ্রী ও পিঁপড়া নিয়ন্ত্রণের পণ্য চুরির অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

উইম্বলডনকে বিবেচনা করা হয় বিশ্বের সবচেয়ে পুরোনো ও মর্যাদাপূর্ণ টেনিস প্রতিযোগিতা হিসেবে। ইংল্যান্ডের রাজধানী লন্ডনে বসে টেনিসের এই আসর। ১৮৭৭ সালের এই দিনে অর্থাৎ ৯ জুলাই প্রথম শুরু হয় প্রতিযোগিতাটি। চলুন তবে আজ জেনে নিই উইম্বলডন প্রতিযোগিতা নিয়ে মজার কিছু তথ্য
০৯ জুলাই ২০২৪
১৫ বছর বয়সে জর্জিয়া এমন কিছু জানতে পারেন, যা কোনো অল্প বয়সী মেয়ে আশা করে না। তিনি জরায়ু ছাড়াই জন্মগ্রহণ করেছেন এবং কোনো দিন সন্তান ধারণ করতে পারবেন না।
৭ দিন আগে
জীববৈচিত্র্য রক্ষায় ২০৫০ সালের মধ্যে বন্য বিড়াল বা মালিকহীন বিড়াল নির্মূলের ঘোষণা দিয়েছে নিউজিল্যান্ড। দেশটির সংরক্ষণমন্ত্রী তামা পোতাকা গত শুক্রবার এই ঘোষণা দেন।
৮ দিন আগে
সাধারণত মানুষের ক্ষেত্রে জটিল অপারেশনে কয়েক ঘণ্টার বেশি সময় লাগে। তবে মধ্যপ্রদেশের উজ্জয়নে একটি বিরল ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সেখানে একটি আহত বিষধর কোবরাকে বাঁচাতে চালানো হয়েছে অস্ত্রোপচার।
৯ দিন আগেআজকের পত্রিকা ডেস্ক

সদ্য মা হয়েছেন জর্জিয়া ব্যারিংটন। কিন্তু মেয়ে ওটিলিকে তিনি জন্ম দেননি। জন্ম দিয়েছেন তাঁর প্রিয় বন্ধু ডেইজি হোপ; যিনি কিশোর বয়সে দেওয়া প্রতিশ্রুতি রাখতে জর্জিয়ার হয়ে সন্তানের জন্ম দেন।
দুই বন্ধু ছোটবেলা থেকেই অবিচ্ছেদ্য। তাঁরা নিজেদের ‘সোল সিস্টার্স’ বলে ডাকেন। একসঙ্গে বড় হয়েছেন। তাঁদের বাবারাও ঘনিষ্ঠ বন্ধু।
শৈশবের সেই বন্ধনই একদিন হয়ে ওঠে জীবন বদলে দেওয়া উদারতার ভিত্তি।
১৫ বছর বয়সে জর্জিয়া এমন কিছু জানতে পারেন, যা কোনো অল্প বয়সী মেয়ে আশা করে না। তিনি জরায়ু ছাড়াই জন্মগ্রহণ করেছেন এবং কোনো দিন সন্তান ধারণ করতে পারবেন না।
মেয়ার-রোকিটানস্কি-কুস্টার-হাউসার সিনড্রোম বিরল এক জন্মগত রোগ, যা প্রতি ৫ হাজার নারীর মধ্যে একজনের ক্ষেত্রে দেখা যায়। জর্জিয়ার মনে হয়েছিল, একমুহূর্তে তাঁর ভবিষ্যৎটা যেন বদলে গেল।
১৫ বছর বয়সকালের সেই ঘটনা মনে করে জর্জিয়া বলেন, ‘আমার গোটা পৃথিবীই ভেঙে পড়েছিল। আমি সব সময় ভেবে বড় হয়েছি, আমি একজন মা হব আর সেটা আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো। আমি যা কিছু স্বপ্ন দেখেছিলাম, সবই শেষ হয়ে গেল।’
সে সময় ডেইজি খুব মাতৃত্বপ্রবণ ছিলেন না। কিন্তু তিনি বন্ধুর রোগ নির্ণয়ের কথা এখনো স্পষ্ট মনে করতে পারেন। তাঁর কাছে ‘অন্যায়’ মনে হয়েছিল—যে বন্ধু মাতৃত্বের স্বপ্ন দেখতেন, তিনি কিনা মা হতে পারবেন না!
এমা বার্নেটের সঙ্গে ‘রেডি টু টক’ অনুষ্ঠানে ডেইজি বলেন, ‘আমি তাঁকে ভরসা দিতে চেয়েছিলাম, বোঝাতে চেয়েছিলাম—পৃথিবী শেষ হয়ে যায়নি। তাই বলেছিলাম, একদিন আমি তাঁর হয়ে সন্তান ধারণ করব। তখন হয়তো বুঝিনি কথাটার গভীরতা কতটা। কিন্তু ভেতরে ভেতরে জানতাম, জর্জিয়ার জন্য আমি এটা করবই।’
১০ বছরের বেশি সময় পরে ডেইজি সেই প্রতিশ্রুতি রক্ষা করেন। ২০২৩ সালে দুই বন্ধু মিলে আইভিএফ প্রক্রিয়া শুরু করেন।
জর্জিয়া একজন ধাত্রী হিসেবে প্রশিক্ষণ নিয়েছিলেন। নিজেকে এমন এক জগতে নিমজ্জিত করেছিলেন, যে জগতে তিনি হয়তো কোনো দিন অংশ নিতে পারবেন না বলে ভয় পেয়েছিলেন।
জর্জিয়া বলেন, ‘একবার আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, এটা কি আমার জন্য সঠিক পেশা? কিন্তু আসলে এটা আমাকে সেরে উঠতে সাহায্য করেছে। আর অন্তর থেকে জানতাম—কোনো না কোনোভাবে আমি মা হবই।’
কয়েক বছর পরে ডেইজি তাঁর প্রথম সন্তানের জন্ম দেন। আর সেই প্রসবে ধাত্রী ছিলেন জর্জিয়াই।
ডেইজি বলেন, ‘আমার সন্তানের প্রতি যে ভালোবাসা অনুভব করেছি, তা ছিল অসাধারণ। তখন মনে হয়েছিল, প্রত্যেকেরই তো এই অনুভূতি পাওয়ার অধিকার আছে।’
তথ্যসূত্র: বিবিসি

সদ্য মা হয়েছেন জর্জিয়া ব্যারিংটন। কিন্তু মেয়ে ওটিলিকে তিনি জন্ম দেননি। জন্ম দিয়েছেন তাঁর প্রিয় বন্ধু ডেইজি হোপ; যিনি কিশোর বয়সে দেওয়া প্রতিশ্রুতি রাখতে জর্জিয়ার হয়ে সন্তানের জন্ম দেন।
দুই বন্ধু ছোটবেলা থেকেই অবিচ্ছেদ্য। তাঁরা নিজেদের ‘সোল সিস্টার্স’ বলে ডাকেন। একসঙ্গে বড় হয়েছেন। তাঁদের বাবারাও ঘনিষ্ঠ বন্ধু।
শৈশবের সেই বন্ধনই একদিন হয়ে ওঠে জীবন বদলে দেওয়া উদারতার ভিত্তি।
১৫ বছর বয়সে জর্জিয়া এমন কিছু জানতে পারেন, যা কোনো অল্প বয়সী মেয়ে আশা করে না। তিনি জরায়ু ছাড়াই জন্মগ্রহণ করেছেন এবং কোনো দিন সন্তান ধারণ করতে পারবেন না।
মেয়ার-রোকিটানস্কি-কুস্টার-হাউসার সিনড্রোম বিরল এক জন্মগত রোগ, যা প্রতি ৫ হাজার নারীর মধ্যে একজনের ক্ষেত্রে দেখা যায়। জর্জিয়ার মনে হয়েছিল, একমুহূর্তে তাঁর ভবিষ্যৎটা যেন বদলে গেল।
১৫ বছর বয়সকালের সেই ঘটনা মনে করে জর্জিয়া বলেন, ‘আমার গোটা পৃথিবীই ভেঙে পড়েছিল। আমি সব সময় ভেবে বড় হয়েছি, আমি একজন মা হব আর সেটা আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো। আমি যা কিছু স্বপ্ন দেখেছিলাম, সবই শেষ হয়ে গেল।’
সে সময় ডেইজি খুব মাতৃত্বপ্রবণ ছিলেন না। কিন্তু তিনি বন্ধুর রোগ নির্ণয়ের কথা এখনো স্পষ্ট মনে করতে পারেন। তাঁর কাছে ‘অন্যায়’ মনে হয়েছিল—যে বন্ধু মাতৃত্বের স্বপ্ন দেখতেন, তিনি কিনা মা হতে পারবেন না!
এমা বার্নেটের সঙ্গে ‘রেডি টু টক’ অনুষ্ঠানে ডেইজি বলেন, ‘আমি তাঁকে ভরসা দিতে চেয়েছিলাম, বোঝাতে চেয়েছিলাম—পৃথিবী শেষ হয়ে যায়নি। তাই বলেছিলাম, একদিন আমি তাঁর হয়ে সন্তান ধারণ করব। তখন হয়তো বুঝিনি কথাটার গভীরতা কতটা। কিন্তু ভেতরে ভেতরে জানতাম, জর্জিয়ার জন্য আমি এটা করবই।’
১০ বছরের বেশি সময় পরে ডেইজি সেই প্রতিশ্রুতি রক্ষা করেন। ২০২৩ সালে দুই বন্ধু মিলে আইভিএফ প্রক্রিয়া শুরু করেন।
জর্জিয়া একজন ধাত্রী হিসেবে প্রশিক্ষণ নিয়েছিলেন। নিজেকে এমন এক জগতে নিমজ্জিত করেছিলেন, যে জগতে তিনি হয়তো কোনো দিন অংশ নিতে পারবেন না বলে ভয় পেয়েছিলেন।
জর্জিয়া বলেন, ‘একবার আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, এটা কি আমার জন্য সঠিক পেশা? কিন্তু আসলে এটা আমাকে সেরে উঠতে সাহায্য করেছে। আর অন্তর থেকে জানতাম—কোনো না কোনোভাবে আমি মা হবই।’
কয়েক বছর পরে ডেইজি তাঁর প্রথম সন্তানের জন্ম দেন। আর সেই প্রসবে ধাত্রী ছিলেন জর্জিয়াই।
ডেইজি বলেন, ‘আমার সন্তানের প্রতি যে ভালোবাসা অনুভব করেছি, তা ছিল অসাধারণ। তখন মনে হয়েছিল, প্রত্যেকেরই তো এই অনুভূতি পাওয়ার অধিকার আছে।’
তথ্যসূত্র: বিবিসি

উইম্বলডনকে বিবেচনা করা হয় বিশ্বের সবচেয়ে পুরোনো ও মর্যাদাপূর্ণ টেনিস প্রতিযোগিতা হিসেবে। ইংল্যান্ডের রাজধানী লন্ডনে বসে টেনিসের এই আসর। ১৮৭৭ সালের এই দিনে অর্থাৎ ৯ জুলাই প্রথম শুরু হয় প্রতিযোগিতাটি। চলুন তবে আজ জেনে নিই উইম্বলডন প্রতিযোগিতা নিয়ে মজার কিছু তথ্য
০৯ জুলাই ২০২৪
এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, গত শুক্রবার বিকেলে অকল্যান্ডের কেন্দ্রস্থলে পারট্রিজ জুয়েলার্সে পুলিশ ডাকা হলে ৩২ বছর বয়সী ওই ব্যক্তিকে দোকান থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।
২ দিন আগে
জীববৈচিত্র্য রক্ষায় ২০৫০ সালের মধ্যে বন্য বিড়াল বা মালিকহীন বিড়াল নির্মূলের ঘোষণা দিয়েছে নিউজিল্যান্ড। দেশটির সংরক্ষণমন্ত্রী তামা পোতাকা গত শুক্রবার এই ঘোষণা দেন।
৮ দিন আগে
সাধারণত মানুষের ক্ষেত্রে জটিল অপারেশনে কয়েক ঘণ্টার বেশি সময় লাগে। তবে মধ্যপ্রদেশের উজ্জয়নে একটি বিরল ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সেখানে একটি আহত বিষধর কোবরাকে বাঁচাতে চালানো হয়েছে অস্ত্রোপচার।
৯ দিন আগেআজকের পত্রিকা ডেস্ক

জীববৈচিত্র্য রক্ষায় ২০৫০ সালের মধ্যে বন্য বিড়াল বা মালিকহীন বিড়াল নির্মূলের ঘোষণা দিয়েছে নিউজিল্যান্ড। দেশটির সংরক্ষণমন্ত্রী তামা পোতাকা গত শুক্রবার এই ঘোষণা দেন।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, এবার বন্য বিড়ালকে নিউজিল্যান্ডের বিশ্বস্বীকৃত ‘প্রিডেটর-ফ্রি ২০৫০’ তালিকায় যুক্ত করা হয়েছে। এই তালিকায় কিছু শিকারি প্রাণীকে যুক্ত করা হয়েছে, যেগুলো জীববৈচিত্র্যের জন্য হুমকিস্বরূপ। ২০১৬ সালে এই উদ্যোগ চালু হওয়ার পর প্রথমবার কোনো নতুন শিকারিকে এ তালিকায় যুক্ত করা হলো।
দীর্ঘদিন ধরেই নিউজিল্যান্ডের বিভিন্ন এলাকায় বন্য বিড়াল ধরা ও মেরে ফেলা হচ্ছিল। তবে তালিকায় যুক্ত হওয়ায় এবার তাদের বিরুদ্ধে সমন্বিত জাতীয় পর্যায়ের অভিযানে নামবে সরকার—যার মধ্যে থাকবে বৃহৎ আকারের নির্মূল কর্মসূচি ও বিশেষ গবেষণা। এ বিষয়ে বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করা হবে ২০২৬ সালের মার্চ মাসে।
নিউজিল্যান্ডের বনভূমি ও উপকূলীয় দ্বীপগুলোতে বর্তমানে ২৫ লাখেরও বেশি বন্য বিড়াল ও মালিকহীন বিড়ালের বিচরণ। লেজসহ এসব বিড়ালের দৈর্ঘ্য এক মিটার এবং ওজন প্রায় সাত কেজি পর্যন্ত হতে পারে। এসব বন্য বিড়াল দেশটির দুর্লভ প্রাণিজগৎ ধ্বংসের মূল কারণগুলোর একটি হয়ে উঠেছে।
রাকিউরা স্টুয়ার্ট দ্বীপে এই বিড়াল পুকুনুই বা সাউদার্ন ডটারেল প্রজাতি নামে একধরনের পাখিকে প্রায় বিলুপ্তির মুখে ঠেলে দিয়েছে। মাউন্ট রুয়াপেহু এলাকায় তারা প্রতি সপ্তাহে প্রায় ১০০ বাদুড় শিকার করায় সে প্রজাতিও হুমকিতে।
রেডিও নিউজিল্যান্ডকে দেওয়া সাক্ষাৎকারে সংরক্ষণমন্ত্রী পোতাকা বন্য বিড়ালকে আখ্যা দেন ‘স্টোন-কোল্ড কিলার’ বা নির্দয় শিকারি হিসেবে। তিনি বলেন, ‘জীববৈচিত্র্য রক্ষা, বনভূমির সৌন্দর্য বজায় রাখা এবং আমাদের কাঙ্ক্ষিত পরিবেশ নিশ্চিত করতে হলে এসব হত্যাকারীকে সরিয়ে ফেলতেই হবে।’
বন্য বিড়ালকে তালিকায় যুক্ত করা নিয়ে বহু বছর ধরে প্রচারণা চললেও অতীতে বিষয়টি নিয়ে প্রবল জনমত-বিরোধিতা দেখা গেছে। পরিবেশবিদ গ্যারেথ মরগান ২০১৩ সালে ‘ক্যাটস টু গো’ প্রচারণা শুরু করলে দেশজুড়ে ব্যাপক সমালোচনা হয়। তবে এবার সংরক্ষণ বিভাগের তথ্য অনুযায়ী, খসড়া কৌশল নিয়ে জনমতের ৯০ শতাংশই বন্য বিড়াল নির্মূল করার পক্ষে মত দিয়েছে।
এদিকে, গৃহপালিত বিড়াল এ তালিকায় না থাকলেও সেগুলোও দেশটির জীববৈচিত্র্যের জন্য হুমকি বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, গৃহপালিত প্রাণী হিসেবে বিড়াল পালনের দিক থেকে নিউজিল্যান্ড বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি।

জীববৈচিত্র্য রক্ষায় ২০৫০ সালের মধ্যে বন্য বিড়াল বা মালিকহীন বিড়াল নির্মূলের ঘোষণা দিয়েছে নিউজিল্যান্ড। দেশটির সংরক্ষণমন্ত্রী তামা পোতাকা গত শুক্রবার এই ঘোষণা দেন।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, এবার বন্য বিড়ালকে নিউজিল্যান্ডের বিশ্বস্বীকৃত ‘প্রিডেটর-ফ্রি ২০৫০’ তালিকায় যুক্ত করা হয়েছে। এই তালিকায় কিছু শিকারি প্রাণীকে যুক্ত করা হয়েছে, যেগুলো জীববৈচিত্র্যের জন্য হুমকিস্বরূপ। ২০১৬ সালে এই উদ্যোগ চালু হওয়ার পর প্রথমবার কোনো নতুন শিকারিকে এ তালিকায় যুক্ত করা হলো।
দীর্ঘদিন ধরেই নিউজিল্যান্ডের বিভিন্ন এলাকায় বন্য বিড়াল ধরা ও মেরে ফেলা হচ্ছিল। তবে তালিকায় যুক্ত হওয়ায় এবার তাদের বিরুদ্ধে সমন্বিত জাতীয় পর্যায়ের অভিযানে নামবে সরকার—যার মধ্যে থাকবে বৃহৎ আকারের নির্মূল কর্মসূচি ও বিশেষ গবেষণা। এ বিষয়ে বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করা হবে ২০২৬ সালের মার্চ মাসে।
নিউজিল্যান্ডের বনভূমি ও উপকূলীয় দ্বীপগুলোতে বর্তমানে ২৫ লাখেরও বেশি বন্য বিড়াল ও মালিকহীন বিড়ালের বিচরণ। লেজসহ এসব বিড়ালের দৈর্ঘ্য এক মিটার এবং ওজন প্রায় সাত কেজি পর্যন্ত হতে পারে। এসব বন্য বিড়াল দেশটির দুর্লভ প্রাণিজগৎ ধ্বংসের মূল কারণগুলোর একটি হয়ে উঠেছে।
রাকিউরা স্টুয়ার্ট দ্বীপে এই বিড়াল পুকুনুই বা সাউদার্ন ডটারেল প্রজাতি নামে একধরনের পাখিকে প্রায় বিলুপ্তির মুখে ঠেলে দিয়েছে। মাউন্ট রুয়াপেহু এলাকায় তারা প্রতি সপ্তাহে প্রায় ১০০ বাদুড় শিকার করায় সে প্রজাতিও হুমকিতে।
রেডিও নিউজিল্যান্ডকে দেওয়া সাক্ষাৎকারে সংরক্ষণমন্ত্রী পোতাকা বন্য বিড়ালকে আখ্যা দেন ‘স্টোন-কোল্ড কিলার’ বা নির্দয় শিকারি হিসেবে। তিনি বলেন, ‘জীববৈচিত্র্য রক্ষা, বনভূমির সৌন্দর্য বজায় রাখা এবং আমাদের কাঙ্ক্ষিত পরিবেশ নিশ্চিত করতে হলে এসব হত্যাকারীকে সরিয়ে ফেলতেই হবে।’
বন্য বিড়ালকে তালিকায় যুক্ত করা নিয়ে বহু বছর ধরে প্রচারণা চললেও অতীতে বিষয়টি নিয়ে প্রবল জনমত-বিরোধিতা দেখা গেছে। পরিবেশবিদ গ্যারেথ মরগান ২০১৩ সালে ‘ক্যাটস টু গো’ প্রচারণা শুরু করলে দেশজুড়ে ব্যাপক সমালোচনা হয়। তবে এবার সংরক্ষণ বিভাগের তথ্য অনুযায়ী, খসড়া কৌশল নিয়ে জনমতের ৯০ শতাংশই বন্য বিড়াল নির্মূল করার পক্ষে মত দিয়েছে।
এদিকে, গৃহপালিত বিড়াল এ তালিকায় না থাকলেও সেগুলোও দেশটির জীববৈচিত্র্যের জন্য হুমকি বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, গৃহপালিত প্রাণী হিসেবে বিড়াল পালনের দিক থেকে নিউজিল্যান্ড বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি।

উইম্বলডনকে বিবেচনা করা হয় বিশ্বের সবচেয়ে পুরোনো ও মর্যাদাপূর্ণ টেনিস প্রতিযোগিতা হিসেবে। ইংল্যান্ডের রাজধানী লন্ডনে বসে টেনিসের এই আসর। ১৮৭৭ সালের এই দিনে অর্থাৎ ৯ জুলাই প্রথম শুরু হয় প্রতিযোগিতাটি। চলুন তবে আজ জেনে নিই উইম্বলডন প্রতিযোগিতা নিয়ে মজার কিছু তথ্য
০৯ জুলাই ২০২৪
এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, গত শুক্রবার বিকেলে অকল্যান্ডের কেন্দ্রস্থলে পারট্রিজ জুয়েলার্সে পুলিশ ডাকা হলে ৩২ বছর বয়সী ওই ব্যক্তিকে দোকান থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।
২ দিন আগে
১৫ বছর বয়সে জর্জিয়া এমন কিছু জানতে পারেন, যা কোনো অল্প বয়সী মেয়ে আশা করে না। তিনি জরায়ু ছাড়াই জন্মগ্রহণ করেছেন এবং কোনো দিন সন্তান ধারণ করতে পারবেন না।
৭ দিন আগে
সাধারণত মানুষের ক্ষেত্রে জটিল অপারেশনে কয়েক ঘণ্টার বেশি সময় লাগে। তবে মধ্যপ্রদেশের উজ্জয়নে একটি বিরল ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সেখানে একটি আহত বিষধর কোবরাকে বাঁচাতে চালানো হয়েছে অস্ত্রোপচার।
৯ দিন আগেআজকের পত্রিকা ডেস্ক

সাধারণত মানুষের ক্ষেত্রে জটিল অপারেশনে কয়েক ঘণ্টার বেশি সময় লাগে। তবে মধ্যপ্রদেশের উজ্জয়নে একটি বিরল ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সেখানে একটি আহত বিষধর কোবরাকে বাঁচাতে চালানো হয়েছে অস্ত্রোপচার। প্রায় ২ ঘণ্টার সফল অপারেশনে অবশেষে প্রাণ ফিরে পেয়েছে আহত সাপটি। সাপটির শরীরে ৮০টি সেলাই পড়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে বিক্রম নগর শিল্পাঞ্চলে খননকাজের সময় জেসিবি এক্সকাভেটরের আঘাত লেগে সাপটি আহত হয় এবং রক্তপাত হতে থাকে। সাপটির চামড়া ফেটে যায় এবং মাথায় মারাত্মক ক্ষত তৈরি হয়।
প্রথমে ভয় পেয়ে সেখানকার লোকজন সাপটির দিকে মাটি ছুড়ে মারতে শুরু করেন। এরপর তাঁরা স্থানীয় সাপ উদ্ধারকারী ‘স্নেক ফ্রেন্ডস’খ্যাত রাহুল ও মুকুলকে খবর দেন। রাহুল ও মুকুল ঘটনাস্থলে পৌঁছে আহত কোবরাটিকে নিরাপদে উদ্ধার করেন এবং দ্রুত পশু হাসপাতালে নিয়ে যান।
সেখানে প্রধান ভেটেরিনারি সার্জন ড. মুকেশ জৈন এবং তাঁর দল রামকন্যা গৌরব, রবি রাঠোর ও প্রশান্ত পরিহার পরীক্ষা করে দেখতে পান যে—কোবরাটির মাথা ও পিঠে গভীর ক্ষত হয়েছে এবং শরীরের কিছু অংশের চামড়া সম্পূর্ণরূপে উঠে গেছে।
তাঁরা বুঝতে পারেন, সাপটির জন্য বড় ধরনের অস্ত্রোপচার প্রয়োজন। তৎক্ষণাৎ তাঁরা ওষুধপত্রের ব্যবস্থা করেন, সাপটিকে হালকা অ্যানেসথেসিয়া দিয়ে সেই জটিল অস্ত্রোপচার শুরু করেন।
দুই ঘণ্টা ধরে চিকিৎসকেরা সাবধানে ছেঁড়া ত্বক ও পেশি সেলাই করেন এবং সব মিলিয়ে ৮০টি সেলাই দিয়ে কোবরাটির জীবন বাঁচান।
অপারেশনের পর ড. জৈন নিশ্চিত করেন, আহত সাপটি এলাপডি (Elapidae) পরিবারের অন্তর্ভুক্ত। অস্ত্রোপচারের পর সাপটি এখন স্থিতিশীল অবস্থায় আছে এবং পোস্ট সার্জারি যত্নের জন্য উদ্ধারকারীদের কাছে হস্তান্তর করা হয়েছে।
চিকিৎসকেরা জানিয়েছেন, আরও দুদিন পর্যবেক্ষণে রাখার পর সাপটিকে প্রকৃতিতে ছেড়ে দেওয়া হবে।

সাধারণত মানুষের ক্ষেত্রে জটিল অপারেশনে কয়েক ঘণ্টার বেশি সময় লাগে। তবে মধ্যপ্রদেশের উজ্জয়নে একটি বিরল ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সেখানে একটি আহত বিষধর কোবরাকে বাঁচাতে চালানো হয়েছে অস্ত্রোপচার। প্রায় ২ ঘণ্টার সফল অপারেশনে অবশেষে প্রাণ ফিরে পেয়েছে আহত সাপটি। সাপটির শরীরে ৮০টি সেলাই পড়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে বিক্রম নগর শিল্পাঞ্চলে খননকাজের সময় জেসিবি এক্সকাভেটরের আঘাত লেগে সাপটি আহত হয় এবং রক্তপাত হতে থাকে। সাপটির চামড়া ফেটে যায় এবং মাথায় মারাত্মক ক্ষত তৈরি হয়।
প্রথমে ভয় পেয়ে সেখানকার লোকজন সাপটির দিকে মাটি ছুড়ে মারতে শুরু করেন। এরপর তাঁরা স্থানীয় সাপ উদ্ধারকারী ‘স্নেক ফ্রেন্ডস’খ্যাত রাহুল ও মুকুলকে খবর দেন। রাহুল ও মুকুল ঘটনাস্থলে পৌঁছে আহত কোবরাটিকে নিরাপদে উদ্ধার করেন এবং দ্রুত পশু হাসপাতালে নিয়ে যান।
সেখানে প্রধান ভেটেরিনারি সার্জন ড. মুকেশ জৈন এবং তাঁর দল রামকন্যা গৌরব, রবি রাঠোর ও প্রশান্ত পরিহার পরীক্ষা করে দেখতে পান যে—কোবরাটির মাথা ও পিঠে গভীর ক্ষত হয়েছে এবং শরীরের কিছু অংশের চামড়া সম্পূর্ণরূপে উঠে গেছে।
তাঁরা বুঝতে পারেন, সাপটির জন্য বড় ধরনের অস্ত্রোপচার প্রয়োজন। তৎক্ষণাৎ তাঁরা ওষুধপত্রের ব্যবস্থা করেন, সাপটিকে হালকা অ্যানেসথেসিয়া দিয়ে সেই জটিল অস্ত্রোপচার শুরু করেন।
দুই ঘণ্টা ধরে চিকিৎসকেরা সাবধানে ছেঁড়া ত্বক ও পেশি সেলাই করেন এবং সব মিলিয়ে ৮০টি সেলাই দিয়ে কোবরাটির জীবন বাঁচান।
অপারেশনের পর ড. জৈন নিশ্চিত করেন, আহত সাপটি এলাপডি (Elapidae) পরিবারের অন্তর্ভুক্ত। অস্ত্রোপচারের পর সাপটি এখন স্থিতিশীল অবস্থায় আছে এবং পোস্ট সার্জারি যত্নের জন্য উদ্ধারকারীদের কাছে হস্তান্তর করা হয়েছে।
চিকিৎসকেরা জানিয়েছেন, আরও দুদিন পর্যবেক্ষণে রাখার পর সাপটিকে প্রকৃতিতে ছেড়ে দেওয়া হবে।

উইম্বলডনকে বিবেচনা করা হয় বিশ্বের সবচেয়ে পুরোনো ও মর্যাদাপূর্ণ টেনিস প্রতিযোগিতা হিসেবে। ইংল্যান্ডের রাজধানী লন্ডনে বসে টেনিসের এই আসর। ১৮৭৭ সালের এই দিনে অর্থাৎ ৯ জুলাই প্রথম শুরু হয় প্রতিযোগিতাটি। চলুন তবে আজ জেনে নিই উইম্বলডন প্রতিযোগিতা নিয়ে মজার কিছু তথ্য
০৯ জুলাই ২০২৪
এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, গত শুক্রবার বিকেলে অকল্যান্ডের কেন্দ্রস্থলে পারট্রিজ জুয়েলার্সে পুলিশ ডাকা হলে ৩২ বছর বয়সী ওই ব্যক্তিকে দোকান থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।
২ দিন আগে
১৫ বছর বয়সে জর্জিয়া এমন কিছু জানতে পারেন, যা কোনো অল্প বয়সী মেয়ে আশা করে না। তিনি জরায়ু ছাড়াই জন্মগ্রহণ করেছেন এবং কোনো দিন সন্তান ধারণ করতে পারবেন না।
৭ দিন আগে
জীববৈচিত্র্য রক্ষায় ২০৫০ সালের মধ্যে বন্য বিড়াল বা মালিকহীন বিড়াল নির্মূলের ঘোষণা দিয়েছে নিউজিল্যান্ড। দেশটির সংরক্ষণমন্ত্রী তামা পোতাকা গত শুক্রবার এই ঘোষণা দেন।
৮ দিন আগে