
পছন্দসই বাসা ভাড়া পাওয়া অনেকটা দুরূহ বলতে হয়। তার ওপর থাকে বাড়িওয়ালাদের নানা শর্ত। যেমন, ‘অবিবাহিতদের বাসা ভাড়া দেওয়া হয় না’ বা ‘ব্যাচেলর ভাড়া নিষেধ’। আবার ‘ধূমপান নিষেধ’ কিংবা ‘রাতে নির্ধারিত সময়ের মধ্যে ফিরতে হবে’—এমন শর্তও জুড়ে দেওয়া হয়।
নিজের বাজেটের সঙ্গে মিলিয়ে এসব শর্ত মেনে তবেই পাওয়া যায় ভাড়া বাসা। মাঝে মাঝে কিছু অদ্ভুত শর্ত চোখে পড়ে। তেমনই একটি শর্ত সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে ভাড়া নেওয়ার শর্ত হিসেবে লেখা আছে, ‘নো পোয়েটস’ ‘নো স্মোকিং’ অর্থাৎ ‘কবি হওয়া যাবে না’ এবং ‘ধূমপান করা যাবে না’। তাহলে বাসা ভাড়া মিলবে না।
এমন অদ্ভুত শর্তের বাসা ভাড়ার বিজ্ঞাপন বেশ সাড়া ফেলেছে নেট দুনিয়ায়। তবে বিজ্ঞাপন দেওয়া ওই বাসার ঠিকানা এখনো জানা যায়নি। বাড়ির মালিক কি ভুলে এমন বিজ্ঞাপন দিলেন, নাকি তিনি কবিদের পছন্দ করেন না তা এখনো পরিষ্কার নয়।
এদিকে বিজ্ঞাপনটি ভাইরাল হলে অনেক টুইটার ব্যবহারকারী মজার মন্তব্য করেছেন। কেউ একে লেখার ভুল বলে একজন সম্পাদকের প্রয়োজন বলেছেন।
একজন লিখেছেন, শব্দটি আসলে পোয়েট না হয়ে পেট (পোষা প্রাণী) হবে। অর্থাৎ ঘরে কোনো পোষ্য রাখা যাবে না।
একজন তো কবিদের দোষারোপ করে বলছেন, এলোমেলো স্বভাবের হয় কবিরা। বাসা নোংরা করে রাখে।
এ ছাড়া কে এই বিজ্ঞাপন দিয়েছেন এবং তিনি আসলেই এটা বুঝিয়েছেন কি না, জানতে চেয়েছেন অনেকে।

পছন্দসই বাসা ভাড়া পাওয়া অনেকটা দুরূহ বলতে হয়। তার ওপর থাকে বাড়িওয়ালাদের নানা শর্ত। যেমন, ‘অবিবাহিতদের বাসা ভাড়া দেওয়া হয় না’ বা ‘ব্যাচেলর ভাড়া নিষেধ’। আবার ‘ধূমপান নিষেধ’ কিংবা ‘রাতে নির্ধারিত সময়ের মধ্যে ফিরতে হবে’—এমন শর্তও জুড়ে দেওয়া হয়।
নিজের বাজেটের সঙ্গে মিলিয়ে এসব শর্ত মেনে তবেই পাওয়া যায় ভাড়া বাসা। মাঝে মাঝে কিছু অদ্ভুত শর্ত চোখে পড়ে। তেমনই একটি শর্ত সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে ভাড়া নেওয়ার শর্ত হিসেবে লেখা আছে, ‘নো পোয়েটস’ ‘নো স্মোকিং’ অর্থাৎ ‘কবি হওয়া যাবে না’ এবং ‘ধূমপান করা যাবে না’। তাহলে বাসা ভাড়া মিলবে না।
এমন অদ্ভুত শর্তের বাসা ভাড়ার বিজ্ঞাপন বেশ সাড়া ফেলেছে নেট দুনিয়ায়। তবে বিজ্ঞাপন দেওয়া ওই বাসার ঠিকানা এখনো জানা যায়নি। বাড়ির মালিক কি ভুলে এমন বিজ্ঞাপন দিলেন, নাকি তিনি কবিদের পছন্দ করেন না তা এখনো পরিষ্কার নয়।
এদিকে বিজ্ঞাপনটি ভাইরাল হলে অনেক টুইটার ব্যবহারকারী মজার মন্তব্য করেছেন। কেউ একে লেখার ভুল বলে একজন সম্পাদকের প্রয়োজন বলেছেন।
একজন লিখেছেন, শব্দটি আসলে পোয়েট না হয়ে পেট (পোষা প্রাণী) হবে। অর্থাৎ ঘরে কোনো পোষ্য রাখা যাবে না।
একজন তো কবিদের দোষারোপ করে বলছেন, এলোমেলো স্বভাবের হয় কবিরা। বাসা নোংরা করে রাখে।
এ ছাড়া কে এই বিজ্ঞাপন দিয়েছেন এবং তিনি আসলেই এটা বুঝিয়েছেন কি না, জানতে চেয়েছেন অনেকে।

ভারতের পূর্বাঞ্চলীয় জঙ্গলে মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত নতুন করে উদ্বেগজনক রূপ নিয়েছে। দেশটির ঝাড়খণ্ড রাজ্যের সারান্ডা বনাঞ্চলে একটি দাঁতাল হাতির হামলায় মাত্র এক সপ্তাহে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
২ দিন আগে
বলকান অঞ্চলের নস্ত্রাদামুস হিসেবে পরিচিত বুলগেরীয় ভবিষ্যদ্বক্তা বাবা ভাঙ্গা বিশ্বের নানা গুরুত্বপূর্ণ ঘটনার পূর্বাভাস দেওয়ার জন্য আলোচিত। এর আগে তিনি, ৯/১১ সন্ত্রাসী হামলা, প্রিন্সেস ডায়ানার মৃত্যু এবং চীনের উত্থানের মতো ঘটনাও তিনি আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন বলে দাবি করা হয়।
৩ দিন আগে
চীনে ৬২ বছর বয়সী এক নারী গর্ভধারণের ছয় মাস পার করছেন। তিনি অনাগত সন্তানকে তাঁর মৃত একমাত্র ছেলের পুনর্জন্ম হিসেবে দেখছেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর দেশজুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।
৩ দিন আগে
জাপানের টোকিওতে ঐতিহ্যবাহী নববর্ষের মাছ নিলামে ইতিহাস গড়ল একটি বিশালাকার ব্লুফিন টুনা। সোমবার (৫ জানুয়ারি) ভোরে টোকিওর টয়োসু ফিশ মার্কেটে অনুষ্ঠিত নিলামে বিক্রি হওয়া ওই প্যাসিফিক ব্লুফিন টুনাটির ওজন ছিল ২৪৩ কেজি।
৬ দিন আগে