Ajker Patrika

ছোট্ট ভুলে নাকচ হয়ে গেল এক নারীর ৯ কোটি টাকার বিমার দাবি

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৫: ৪৮
ছোট্ট ভুলে নাকচ হয়ে গেল এক নারীর ৯ কোটি টাকার বিমার দাবি

আইরিশ এক নারী সাড়ে ৬ লাখ পাউন্ড বা ৯ কোটি ৫ লাখ টাকার বিমার দাবি করেছিলেন। ওটা পেয়ে যাওয়ার বেশ ভালো সম্ভাবনাও ছিল তাঁর। তবে এর মধ্যে এমন একটি কাণ্ড ঘটে গেল যাতে পুরো বিষয়টাই কেচে গিয়েছে। কিন্তু কেন?

ক্রিসমাস ট্রি-নিক্ষেপ প্রতিযোগিতায় জয়ী হওয়ার পর কামিলা গ্রাবস্কা নামের ওই নারীর ছবি ছাপা হয়েছিল। আর ওই ছবির কারণেই আয়ারল্যান্ডে গাড়ি দুর্ঘটনায় আহত হওয়ার কারণে ওই নারীর ৬ লাখ ৫০ হাজার ডলারের বিমা দাবি আমলে না নেওয়ার সিদ্ধান্ত নেন আইরিশ আদালত।

এসব তথ্য জানা যায় ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে।

৩৬ বছর বয়স্ক কামিলা গ্রাবস্কা একটি বিমা কোম্পানির বিরুদ্ধে মামলা করেন। তিনি বলেন, তাঁর পিঠে এবং ঘাড়ে আঘাতের কারণে পাঁচ বছরের বেশি সময় ধরে কাজ করতে বা সন্তানদের সঙ্গে খেলাধুলা করতে পারছেন না। তিনি দাবি করেন, ২০১৭ সালে তিনি যে গাড়িতে ভ্রমণ করছিলেন সেটিকে পেছন থেকে ধাক্কা দেওয়ার পরে তাঁর এ সমস্যা দেখা দেয়।

তবে লিমেরিকের হাইকোর্টের এক বিচারক তাঁর দাবিটি নাকচ করে দিয়েছেন। কারণ সম্প্রতি আলোর মুখ দেখা একটি আলোকচিত্রে গ্রাবস্কাকে ২০১৮ সালের জানুয়ারির এক অনুষ্ঠানে একটি ৫ ফুট লম্বা স্প্রুস গাছকে ছুড়ে মারতে দেখা যায়।

ছবিটি একটি জাতীয় সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল। ওই সময়ই গ্রাবস্কা দাবি করছিলেন, তিনি এখনো তাঁর আঘাতের কারণে ভুগছেন। ছবিটিতে যে চিত্র ফুটে উঠেছে তার কারণে ওই নারীর দাবি খারিজ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া সহজ হয় বিচারপতি কারমেল স্টুয়ার্টের জন্য।

কামিলা গ্রাবস্কা ২০১৮ কো ক্লেয়ারের এনিসোয় ক্রিসমাস গাছ ছুড়ে মারার প্রতিযোগিতায় নারীদের বিভাগে বিজয়ী হন। আইরিশ ইন্ডিপেনডেন্ট পত্রিকা জানিয়েছে বিচারক আদালতে বলেন, ‘এটি একটি খুব বড়, প্রাকৃতিক ক্রিসমাস ট্রি এবং জিনিসটি খুব সাবলীলভাবে নিক্ষেপ করা করা হয়েছিল।’

‘আমার ধারণা দাবিগুলো সম্পূর্ণরূপে অতিরঞ্জিত ছিল বলে উপসংহারে পৌঁছাতে পেরেছি। সেই ভিত্তিতে, আমি দাবি খারিজ করার প্রস্তাব করছি।’ বলেন বিচারক।

ক্রিসমাস ট্রি-নিক্ষেপ প্রতিযোগিতায় নারীদের বিভাগে বিজয়ী হন গ্রাবস্কা।আদালতকে আগে বলা হয়েছিল যে দুই সন্তানের জননী ওই নারী কো ক্লেয়ার ক্রিসমাস ট্রি-নিক্ষেপ প্রতিযোগিতায় জয়ী হওয়ার কয়েক দিন পরে চিকিৎসকদের সঙ্গে কথা বলেছিলেন।

কামিলা গ্রাবস্কা দাবি করেন, তাঁর পক্ষে ভারী ব্যাগ তোলা কষ্টকর হয়ে পড়েছে। গ্রাবস্কা তাঁর চাকরি ছেড়ে দেন এবং অসুস্থজনিত কারণে এটি ছাড়ায় অর্থ পান।

অতীত এবং ভবিষ্যতের উপার্জন করতে না পারার জন্য ক্ষতিপূরণ চেয়ে বিমা কোম্পানির বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামেন তিনি। গ্রাবস্কা বলেন, মাঝে মাঝে অর্ধেক দিন পর্যন্ত বিছানা ছেড়ে উঠতে পারেন না তিনি। স্বামীকে তাঁর ওষুধ আনতে হয়।

তবে কামিলা গ্রাবস্কা আঘাতের বিষয়ে মিথ্যা দাবির বিষয়টি অস্বীকার করে আদালতকে বলেন তিনি ‘একটি স্বাভাবিক জীবনযাপন করার চেষ্টা করছেন’। ছবিতে খুশি দেখালেও এখনো ব্যথায় ভুগছেন।

আদালত ক্রিসমাস ট্রি প্রতিযোগিতার ছবি ছাড়াও একটি পার্কে নিজের কুকুরকে এক ঘণ্টারও বেশি সময় ধরে প্রশিক্ষণ দেওয়ার একটি ভিডিও দেখেন।

বিচারক শেষ পর্যন্ত তাঁর মামলা খারিজ করে দেন। রায়ে বলা হয়, সংঘর্ষের পরে গ্রাবস্কার আচরণ তাঁর আঘাতের বিষয়ে করা দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

১ পাউন্ড‍=১৩৯.২৬ টাকা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

সুদানে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

এলাকার খবর
Loading...