মৃত্তিকা পণ্ডিত

ঢাকা: মাগাওয়া, একটি দৈত্যকার ইঁদুর। কিন্তু দায়িত্ব অনেক। পাঁচ বছরের ক্যারিয়ারে সে ৭১টি স্থলমাইন শনাক্ত করে অসংখ্য মানুষের প্রাণ বাঁচিয়েছে। চাকরি জীবনে কাজের স্বীকৃতি হিসেবে গড়েছে স্বর্ণপদক পাওয়ার রেকর্ড। কম্বোডিয়ার মাটিতে পুঁতে রাখা মাইন শনাক্ত করে অনেকের চোখে সে সম্মানিত হয়ে উঠেছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, গত পাঁচ বছরে ৭১টি মাইন এবং বহু বিস্ফোরক দ্রব্য শনাক্ত করেছে মাগাওয়া। তবে এবার ক্যারিয়ারের ইতি টানছে সাত বছর বয়সী মেগাওয়া।
মাগাওয়ার তত্ত্বাবধায়ক মেলান বিবিসিকে জানান, বার্ধক্যজনিত কারণে তাকে অবসরে পাঠানো হচ্ছে। কাজের গতি কিছুটা কমে আসায় মাগাওয়ার চাহিদাকে সম্মান জানাতেই তাকে অবসরে পাঠানো হবে। তার জায়গায় নিয়োগ হবে অপেক্ষাকৃত কম বয়সী ইঁদুর।
মাগাওয়ার প্রকৃত আবাস আফ্রিকায় হলেও কর্মস্থল ছিল দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ায়। মাটিতে পুঁতে রাখা মাইন শনাক্তের কাজে বিশেষ পারদর্শী এই প্রাণীটি। ২০১৪ সালে মাগাওয়ার জন্ম। জন্মের পর আপোপো নামের একটি দাতব্য সংস্থা তাকে বিস্ফোরক শনাক্তের ওপর বিশেষ প্রশিক্ষণ দেয়। এরপর তাকে পাঠানো হয় কম্বোডিয়ায়। সেখানে পাঁচ বছরের ক্যারিয়ারে রাখে সাফল্যের স্বাক্ষর।
বোমা শনাক্তে ইঁদুরটি মেটাল কিংবা মানুষের চেয়ে দ্রুত কাজ করতে পারে। শরীরের ওজন কম হওয়ায় মাইনের ওপর দিয়ে হেঁটে গেলেও সেটি বিস্ফোরণ হয় না বলে খুব সহজেই সে কাজ সম্পন্ন করতে পারে। ৭৭ বছরের ইতিহাসে মাগাওয়াই প্রথম কোনো ইঁদুর যাকে স্বর্ণপদকে ভূষিত করা হয়েছে।
৭০ এর দশকে গৃহযুদ্ধের সময় কম্বোডিয়া জুড়ে ৬০ লাখের বেশি মাইন পুঁতে রাখা হয়। বিভিন্ন সময়ে সেগুলো বিস্ফোরিত হয়ে প্রাণ গেছে প্রায় ১৯ হাজারের বেশি মানুষের। এসব মাইন শনাক্তে অনেক আগে থেকেই বিভিন্ন প্রশিক্ষিত ইঁদুরদের ব্যবহার করা হচ্ছে। মাগাওয়া তাঁদের মধ্যে অন্যতম।

ঢাকা: মাগাওয়া, একটি দৈত্যকার ইঁদুর। কিন্তু দায়িত্ব অনেক। পাঁচ বছরের ক্যারিয়ারে সে ৭১টি স্থলমাইন শনাক্ত করে অসংখ্য মানুষের প্রাণ বাঁচিয়েছে। চাকরি জীবনে কাজের স্বীকৃতি হিসেবে গড়েছে স্বর্ণপদক পাওয়ার রেকর্ড। কম্বোডিয়ার মাটিতে পুঁতে রাখা মাইন শনাক্ত করে অনেকের চোখে সে সম্মানিত হয়ে উঠেছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, গত পাঁচ বছরে ৭১টি মাইন এবং বহু বিস্ফোরক দ্রব্য শনাক্ত করেছে মাগাওয়া। তবে এবার ক্যারিয়ারের ইতি টানছে সাত বছর বয়সী মেগাওয়া।
মাগাওয়ার তত্ত্বাবধায়ক মেলান বিবিসিকে জানান, বার্ধক্যজনিত কারণে তাকে অবসরে পাঠানো হচ্ছে। কাজের গতি কিছুটা কমে আসায় মাগাওয়ার চাহিদাকে সম্মান জানাতেই তাকে অবসরে পাঠানো হবে। তার জায়গায় নিয়োগ হবে অপেক্ষাকৃত কম বয়সী ইঁদুর।
মাগাওয়ার প্রকৃত আবাস আফ্রিকায় হলেও কর্মস্থল ছিল দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ায়। মাটিতে পুঁতে রাখা মাইন শনাক্তের কাজে বিশেষ পারদর্শী এই প্রাণীটি। ২০১৪ সালে মাগাওয়ার জন্ম। জন্মের পর আপোপো নামের একটি দাতব্য সংস্থা তাকে বিস্ফোরক শনাক্তের ওপর বিশেষ প্রশিক্ষণ দেয়। এরপর তাকে পাঠানো হয় কম্বোডিয়ায়। সেখানে পাঁচ বছরের ক্যারিয়ারে রাখে সাফল্যের স্বাক্ষর।
বোমা শনাক্তে ইঁদুরটি মেটাল কিংবা মানুষের চেয়ে দ্রুত কাজ করতে পারে। শরীরের ওজন কম হওয়ায় মাইনের ওপর দিয়ে হেঁটে গেলেও সেটি বিস্ফোরণ হয় না বলে খুব সহজেই সে কাজ সম্পন্ন করতে পারে। ৭৭ বছরের ইতিহাসে মাগাওয়াই প্রথম কোনো ইঁদুর যাকে স্বর্ণপদকে ভূষিত করা হয়েছে।
৭০ এর দশকে গৃহযুদ্ধের সময় কম্বোডিয়া জুড়ে ৬০ লাখের বেশি মাইন পুঁতে রাখা হয়। বিভিন্ন সময়ে সেগুলো বিস্ফোরিত হয়ে প্রাণ গেছে প্রায় ১৯ হাজারের বেশি মানুষের। এসব মাইন শনাক্তে অনেক আগে থেকেই বিভিন্ন প্রশিক্ষিত ইঁদুরদের ব্যবহার করা হচ্ছে। মাগাওয়া তাঁদের মধ্যে অন্যতম।

চীনা নববর্ষের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সাধারণ আহ্বান মুহূর্তেই রূপ নিয়েছিল বিশাল জনসমাগম ও গ্রামীণ উৎসবে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পশ্চিম চীনের চংকিংয়ের হেচুয়ান অঞ্চলের চিংফু গ্রামে। ২০ বছর বয়সী এক তরুণী দাইদাই চীনা টিকটকে সহায়তার আবেদন জানান। তিনি জানান, তাঁর বাবা বয়সের কারণে...
১ দিন আগে
নয়াদিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে চলমান ইন্ডিয়া ওপেন সুপার-৭৫০ ব্যাডমিন্টন টুর্নামেন্টে গতকাল বৃহস্পতিবার এক অস্বাভাবিক ও বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। পুরুষদের এককের দ্বিতীয় রাউন্ডে ভারতের এইচএস প্রণয় ও সিঙ্গাপুরের লো কিন ইউয়ের ম্যাচে কোর্টে পাখির বিষ্ঠা পড়ায় দুবার খেলা বন্ধ রাখতে
১ দিন আগে
ভারতের পূর্বাঞ্চলীয় জঙ্গলে মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত নতুন করে উদ্বেগজনক রূপ নিয়েছে। দেশটির ঝাড়খণ্ড রাজ্যের সারান্ডা বনাঞ্চলে একটি দাঁতাল হাতির হামলায় মাত্র এক সপ্তাহে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
৮ দিন আগে
বলকান অঞ্চলের নস্ত্রাদামুস হিসেবে পরিচিত বুলগেরীয় ভবিষ্যদ্বক্তা বাবা ভাঙ্গা বিশ্বের নানা গুরুত্বপূর্ণ ঘটনার পূর্বাভাস দেওয়ার জন্য আলোচিত। এর আগে তিনি, ৯/১১ সন্ত্রাসী হামলা, প্রিন্সেস ডায়ানার মৃত্যু এবং চীনের উত্থানের মতো ঘটনাও তিনি আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন বলে দাবি করা হয়।
৯ দিন আগে