
অস্ট্রেলিয়ান ওপেনে নোভাক জোকোভিচের দাপট চলছেই। আন্দ্রে রুবলেভকে সরাসরি সেটে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন তিনি। অন্যদিকে নারীদের এককে ডোনা ভেকিচকে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন আরিয়ানা সাবালেঙ্কাও।

শেষবার অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে এসেও কোভিড প্রতিষেধক না নেওয়ায় টুর্নামেন্টে অংশ নিতে পারেননি নোভাক জোকোভিচ। এবার সেরকম কোনো নিষেধাজ্ঞা না থাকলেও টুর্নামেন্ট শুরুর আগে চোখ রাঙাচ্ছিল তাঁকে চোট। তবে সব রকম প্রতিবন্ধকতাকে একপাশে রেখে দুর্দান্ত ছন্দে আছেন তিনি।

শুরুর আগেই চোটে বেশ কয়েকজন টেনিস তারকা ছিটকে গেছেন অস্ট্রেলিয়ান ওপেন থেকে। টুর্নামেন্ট শুরুর পর একই কারণে ছিটকে গেছেন রাফায়েল নাদাল। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ৬৫ নম্বরে থাকা ম্যাকেঞ্জি ম্যাকডোনাল্ডের বিপক্ষে নিতম্বের চোট নিয়ে খেলে হেরেছেন টেনিস কিংবদন্তি।

কদিন আগে একতরফাভাবে হেরে দ্বিতীয় রাউন্ডে থেকে বিদায় নিয়েছিলেন রাফায়েল নাদাল। গতকাল মার্গারেট কোর্ট এরিনায় অ্যান্ডি মারেরও ছিটকে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে থানাসি কোকিনাকিসকে অবিশ্বাস্যভাবে হারিয়ে তৃতীয় রাউন্ডে ওঠেন মারে।