অনলাইন ডেস্ক
এক্সের (সাবেক টুইটার) প্রতিদ্বন্দ্বী মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থ্রেডসের অ্যালগরিদম পরিবর্তন করল মেটা। এর ফলে যেসব অ্যাকাউন্ট ব্যবহারকারীরা ফলো করেন সেগুলোর কনটেন্টই বেশি দেখানো হবে। গত বৃহস্পতিবার থেকে ফিচারটি চালু হয়।
থ্রেডসে ইতিমধ্যেই এমন একটি ফিড দেখা যায়, যেখানে শুধুমাত্র তাদের ফলো করা অ্যাকাউন্টগুলোর পোস্ট দেখা যায়। তবে অ্যালগরিদমভিত্তিক ফিডটি ব্যবহারকারীরা অ্যাপটি খুললে দেখানো হয়।
থ্রেডসের এক পোস্টে ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি জানিয়েছেন, ‘আমরা র্যাংকিংগুলো নতুনভাবে সাজাচ্ছি যাতে আপনি যাদের অনুসরণ করেন, তাদের কনটেন্টকে বেশি প্রাধান্য দেওয়া হয়। এর মানে হলো—‘আপনি যাদের অনুসরণ করেন না, তাদের পোস্ট কম দেখবেন এবং যাদের অনুসরণ করেন, তাদের পোস্ট বেশি দেখবেন।’
এই আপডেটটির মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটরা বেশি প্রভাবিত হবে। কারণ অ্যালগরিদমের মাধ্যমে তাদের পোস্টগুলো এমন ব্যবহারকারীদের কাছে পৌঁছাতে চান যারা তাদের ফলো করে না। তবে আপডেট হওয়া অ্যালগরিদমের ফলে তাদের ফলোয়াররা তাদের পোস্ট আরও বেশি দেখতে পাবে।
তবে প্ল্যাটফর্মটি পরিবর্তনটি নিয়ে আসা হচ্ছে কেন তা স্পষ্ট করেনি মোসেরি। চলতি বছরের জুলাইয়ে থ্রেডসে ১৭৫ মিলিয়নেরও বেশি মাসিক সক্রিয় ব্যবহারকারী ছিল। তবে এক্সের মতো এটিও বট সমস্যায় আক্রান্ত। থ্রেডস এবং টুইটারের মতো প্ল্যাটফর্মগুলোতে জনপ্রিয় কনটেন্ট পুনঃপ্রকাশ করে বটগুলো। বিশেষত যেসব পোস্ট অনেক এনগেজমেন্ট পায়। বিষয়টি ব্যবহারকারীরা জন্য বেশ বিরক্তিকর। সর্বশেষ অ্যালগরিদম আপডেটের ফলে ব্যবহারকারীরা এমন অ্যাকাউন্টগুলো পোস্ট কম দেখতে পাবেন যেগুলো তারা অনুসরণ করে না।
এই সপ্তাহে ব্যবহারকারীদের জন্য কাস্টম ফিড তৈরি করার সুবিধা চালু করেছে সামাজিক নেটওয়ার্ক থ্রেডস। এটি ব্যবহারকারীদের কনটেন্টের ধরন নিয়ন্ত্রণ করার আরও সুযোগ দিচ্ছে। এই কাস্টম ফিডগুলোর পাশাপাশি থ্রেডসে আলাদা ফলোয়িং ফিডও রয়েছে। তবে অ্যাপটি ডিফল্টভাবে অ্যালগরিদমিক ফর ইউ ফিডে প্রদর্শিত হয়।
বর্তমানে এক্স ছেড়ে আরেক মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ব্লুস্কাই–এ চলে যাচ্ছেন অনেক ব্যবহারকারী। এর ব্যবহারকারী ২ কোটিরও বেশি ছাড়িয়েছে। যদিও থ্রেডসের ২৭৫ মিলিয়ন মাসিক সক্রিয় ব্যবহারকারী রয়েছে। মার্কেট ইন্টেলিজেন্স ফার্ম সিমিলারওয়েব এর মতে, প্রতিদিনের সক্রিয় ব্যবহারকারীদের দিক থেকে থ্রেডসের সঙ্গে প্রতিযোগিতা করছে ব্লুস্কাই এমনটাই জানিয়েছে।
এক্সের (সাবেক টুইটার) প্রতিদ্বন্দ্বী মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থ্রেডসের অ্যালগরিদম পরিবর্তন করল মেটা। এর ফলে যেসব অ্যাকাউন্ট ব্যবহারকারীরা ফলো করেন সেগুলোর কনটেন্টই বেশি দেখানো হবে। গত বৃহস্পতিবার থেকে ফিচারটি চালু হয়।
থ্রেডসে ইতিমধ্যেই এমন একটি ফিড দেখা যায়, যেখানে শুধুমাত্র তাদের ফলো করা অ্যাকাউন্টগুলোর পোস্ট দেখা যায়। তবে অ্যালগরিদমভিত্তিক ফিডটি ব্যবহারকারীরা অ্যাপটি খুললে দেখানো হয়।
থ্রেডসের এক পোস্টে ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি জানিয়েছেন, ‘আমরা র্যাংকিংগুলো নতুনভাবে সাজাচ্ছি যাতে আপনি যাদের অনুসরণ করেন, তাদের কনটেন্টকে বেশি প্রাধান্য দেওয়া হয়। এর মানে হলো—‘আপনি যাদের অনুসরণ করেন না, তাদের পোস্ট কম দেখবেন এবং যাদের অনুসরণ করেন, তাদের পোস্ট বেশি দেখবেন।’
এই আপডেটটির মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটরা বেশি প্রভাবিত হবে। কারণ অ্যালগরিদমের মাধ্যমে তাদের পোস্টগুলো এমন ব্যবহারকারীদের কাছে পৌঁছাতে চান যারা তাদের ফলো করে না। তবে আপডেট হওয়া অ্যালগরিদমের ফলে তাদের ফলোয়াররা তাদের পোস্ট আরও বেশি দেখতে পাবে।
তবে প্ল্যাটফর্মটি পরিবর্তনটি নিয়ে আসা হচ্ছে কেন তা স্পষ্ট করেনি মোসেরি। চলতি বছরের জুলাইয়ে থ্রেডসে ১৭৫ মিলিয়নেরও বেশি মাসিক সক্রিয় ব্যবহারকারী ছিল। তবে এক্সের মতো এটিও বট সমস্যায় আক্রান্ত। থ্রেডস এবং টুইটারের মতো প্ল্যাটফর্মগুলোতে জনপ্রিয় কনটেন্ট পুনঃপ্রকাশ করে বটগুলো। বিশেষত যেসব পোস্ট অনেক এনগেজমেন্ট পায়। বিষয়টি ব্যবহারকারীরা জন্য বেশ বিরক্তিকর। সর্বশেষ অ্যালগরিদম আপডেটের ফলে ব্যবহারকারীরা এমন অ্যাকাউন্টগুলো পোস্ট কম দেখতে পাবেন যেগুলো তারা অনুসরণ করে না।
এই সপ্তাহে ব্যবহারকারীদের জন্য কাস্টম ফিড তৈরি করার সুবিধা চালু করেছে সামাজিক নেটওয়ার্ক থ্রেডস। এটি ব্যবহারকারীদের কনটেন্টের ধরন নিয়ন্ত্রণ করার আরও সুযোগ দিচ্ছে। এই কাস্টম ফিডগুলোর পাশাপাশি থ্রেডসে আলাদা ফলোয়িং ফিডও রয়েছে। তবে অ্যাপটি ডিফল্টভাবে অ্যালগরিদমিক ফর ইউ ফিডে প্রদর্শিত হয়।
বর্তমানে এক্স ছেড়ে আরেক মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ব্লুস্কাই–এ চলে যাচ্ছেন অনেক ব্যবহারকারী। এর ব্যবহারকারী ২ কোটিরও বেশি ছাড়িয়েছে। যদিও থ্রেডসের ২৭৫ মিলিয়ন মাসিক সক্রিয় ব্যবহারকারী রয়েছে। মার্কেট ইন্টেলিজেন্স ফার্ম সিমিলারওয়েব এর মতে, প্রতিদিনের সক্রিয় ব্যবহারকারীদের দিক থেকে থ্রেডসের সঙ্গে প্রতিযোগিতা করছে ব্লুস্কাই এমনটাই জানিয়েছে।
প্রযুক্তি বিশ্বে চীনের আধিপত্য দিনকে দিন বেড়েই চলেছে। তীব্র আকার ধারণ করেছে যুক্তরাষ্ট্র ও চীনের প্রযুক্তি লড়াই। এরই মধ্যে তাইওয়ানের প্রযুক্তি বাজারেও প্রভাব বিস্তার করছে দেশটি। তাইওয়ানের পুরনো প্রযুক্তির চিপ বাজারে চীনের চিপের আধিক্য দেখা যেতে শুরু হয়েছে।
২২ মিনিট আগেচলতি বছর বিজ্ঞান ও প্রযুক্তি শাখায় মেহেদী হাসান খানের সঙ্গে আরও তিনজন একুশে পদক পেতে যাচ্ছেন। যাঁরা মেহেদী হাসানের সঙ্গে অভ্র কি বোর্ড তৈরিতে যুক্ত ছিলেন। আজ রোববার সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী নিজের ভেরিভায়েড ফেসবুকে এ কথা জানান।
২১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রে নিষিদ্ধের হাত থেকে টিকটককে বাঁচিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বরাবর এই চীনা সংস্থার মার্কিন মালিকানা দেশেই রাখার পক্ষে বলে এসেছেন। ধারণা করা হচ্ছিল, ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্ক এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি কিনবেন।
১ দিন আগেতখন কম্পিউটারে বাংলা লেখার জনপ্রিয় সফটওয়্যার বিজয়। কিন্তু ইন্টারনেটে বাংলা লেখার জন্য সেটি কোনো কাজের ছিল না। ইউনিকোড না থাকায় বিজয় ক্রমেই অকেজো হয়ে পড়ছিল। সেই নতুন সময়ের দাবিতেই এল ‘অভ্র’। মেহদী হাসান খান নামের এক তরুণ সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে তৈরি করলেন অভ্র সফটওয়্যার।
৩ দিন আগে