
বিশ্বজুড়ে হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল মেটা কোম্পানির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক ও ইনস্টাগ্রাম। এ নিয়ে ইলন মাস্কের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স–এ অনেকেই ট্রল করছেন। এমনকি ইলন মাস্ক নিজেও এ নিয়ে মজা করতে ছাড়েননি!
এক্সের (টুইটার) মালিক ইলন মাস্ক তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লিখেছেন, ‘আপনি যদি এই পোস্টটি পড়ে থাকেন তবে এর কারণ হলো, আমাদের সার্ভারগুলো ঠিকঠাক কাজ করছে!’
অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকেও টুইট করা হয়েছে: ‘আমরা জানি আপনি কেন এখানে আছেন।’
বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত বিশ্বব্যাপী লাখ লাখ ব্যবহারকারী তাঁদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে লগ আউট হয়ে যাওয়ার অভিযোগ জানিয়েছেন। প্ল্যাটফর্ম দুটি স্বাভাবিক হওয়ার পরও অনেকে লগ ইন করতে গিয়ে সমস্যা হওয়ার কথা জানিয়েছেন।
হঠাৎ করে ফেসবুকে প্রবেশ করতে না পেরে অনেকেই ভাবছিলেন, তাঁদের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। তবে রাত পৌনে ১০টার দিকে মেটার যোগাযোগ প্রধান অ্যান্ডি স্টোন টুইট করে বলেন, ‘আমাদের সেবা নিয়ে মানুষ অসুবিধার সম্মুখীন হচ্ছেন— এ ব্যাপারে আমরা সচেতন। বর্তমানে আমরা এটি নিয়ে কাজ করছি।’
তবে ইলন মুস্কের এক্স (টুইটার) ওই সময় ঠিকঠাক কাজ করায় বহু মানুষ সেখানে এসে তাঁদের সমস্যার কথা জানান। সেই সঙ্গে চলতে থাকে ট্রল।
অনেকে মজার মজার জিআইএফ এবং প্রচুর ভিড় বা ম্যারাথনের ছবি পোস্ট করেছেন, কারণ বহু মানুষ ফেসবুকের ব্যাপারে হালনাগাদ তথ্য জানতে এক্স প্ল্যাটফর্মে ভিড় করছিলেন।
একজন এক্স ব্যবহারকারী লিখেছেন, ‘যখন আপনি বুঝতে পারেন যে ফেসবুক এবং ইনস্টাগ্রাম উভয়ই বন্ধ হয়ে গেছে এবং সবাই এক্স–এর দিকে ছুটে আসছে।’
এক টুইটে মেটার যোগাযোগ প্রধান অ্যান্ডি স্টোন বলেছেন, ‘আমরা বুঝতে পারছি, মানুষ আমাদের পরিষেবাগুলোতে প্রবেশ করতে সমস্যায় পড়ছেন। আমরা এখন এটি নিয়ে কাজ করছি।’
এই বিভ্রাটের কোনো কারণ তাৎক্ষণিকভাবে জানায়নি মেটা। মেটা এখনও টুইটারে তার নিজস্ব কোনো চ্যানেলে এক ব্যাপারে হালনাগাদ কোনো পোস্ট দেয়নি।

বিশ্বজুড়ে হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল মেটা কোম্পানির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক ও ইনস্টাগ্রাম। এ নিয়ে ইলন মাস্কের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স–এ অনেকেই ট্রল করছেন। এমনকি ইলন মাস্ক নিজেও এ নিয়ে মজা করতে ছাড়েননি!
এক্সের (টুইটার) মালিক ইলন মাস্ক তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লিখেছেন, ‘আপনি যদি এই পোস্টটি পড়ে থাকেন তবে এর কারণ হলো, আমাদের সার্ভারগুলো ঠিকঠাক কাজ করছে!’
অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকেও টুইট করা হয়েছে: ‘আমরা জানি আপনি কেন এখানে আছেন।’
বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত বিশ্বব্যাপী লাখ লাখ ব্যবহারকারী তাঁদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে লগ আউট হয়ে যাওয়ার অভিযোগ জানিয়েছেন। প্ল্যাটফর্ম দুটি স্বাভাবিক হওয়ার পরও অনেকে লগ ইন করতে গিয়ে সমস্যা হওয়ার কথা জানিয়েছেন।
হঠাৎ করে ফেসবুকে প্রবেশ করতে না পেরে অনেকেই ভাবছিলেন, তাঁদের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। তবে রাত পৌনে ১০টার দিকে মেটার যোগাযোগ প্রধান অ্যান্ডি স্টোন টুইট করে বলেন, ‘আমাদের সেবা নিয়ে মানুষ অসুবিধার সম্মুখীন হচ্ছেন— এ ব্যাপারে আমরা সচেতন। বর্তমানে আমরা এটি নিয়ে কাজ করছি।’
তবে ইলন মুস্কের এক্স (টুইটার) ওই সময় ঠিকঠাক কাজ করায় বহু মানুষ সেখানে এসে তাঁদের সমস্যার কথা জানান। সেই সঙ্গে চলতে থাকে ট্রল।
অনেকে মজার মজার জিআইএফ এবং প্রচুর ভিড় বা ম্যারাথনের ছবি পোস্ট করেছেন, কারণ বহু মানুষ ফেসবুকের ব্যাপারে হালনাগাদ তথ্য জানতে এক্স প্ল্যাটফর্মে ভিড় করছিলেন।
একজন এক্স ব্যবহারকারী লিখেছেন, ‘যখন আপনি বুঝতে পারেন যে ফেসবুক এবং ইনস্টাগ্রাম উভয়ই বন্ধ হয়ে গেছে এবং সবাই এক্স–এর দিকে ছুটে আসছে।’
এক টুইটে মেটার যোগাযোগ প্রধান অ্যান্ডি স্টোন বলেছেন, ‘আমরা বুঝতে পারছি, মানুষ আমাদের পরিষেবাগুলোতে প্রবেশ করতে সমস্যায় পড়ছেন। আমরা এখন এটি নিয়ে কাজ করছি।’
এই বিভ্রাটের কোনো কারণ তাৎক্ষণিকভাবে জানায়নি মেটা। মেটা এখনও টুইটারে তার নিজস্ব কোনো চ্যানেলে এক ব্যাপারে হালনাগাদ কোনো পোস্ট দেয়নি।

ফ্রিল্যান্সারদের জন্য ডিজিটাল নিবন্ধন ও আইডি কার্ড ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম চালু করেছে সরকার। এর ফলে ফ্রিল্যান্সাররা সরকার স্বীকৃত ফ্রিল্যান্সার আইডি কার্ড পাবেন, যা ব্যাংকিং সেবা, ঋণ ও ক্রেডিট সুবিধা, আর্থিক প্রণোদনা ও সরকারি-বেসরকারি প্রশিক্ষণে সহজ প্রবেশাধিকার নিশ্চিত করবে এবং পেশাগত মর্যাদা...
১১ ঘণ্টা আগে
দেশের সাধারণ মানুষের হাতে স্মার্টফোন পৌঁছে দিতে এবং ডিজিটাল সেবা আরও সহজলভ্য করতে বড় ধরনের পদক্ষেপের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। বিশেষ করে কাগজের নোট ছাপানো ও ব্যবস্থাপনায় বছরে রাষ্ট্রের ব্যয় হয় প্রায় ৫০০ কোটি টাকা।
১ দিন আগে
ইরানের চলমান বিক্ষোভ তীব্র হতে শুরু করলেই দেশটিতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয় সরকার। এরপরও ইলন মাস্কের রকেট কোম্পানি স্পেসএক্সের মালিকানাধীন স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা স্টারলিংক ব্যবহার করে অনেকে বিক্ষোভের তথ্য বহির্বিশ্বের কাছে পৌঁছে দিচ্ছিল।
১ দিন আগে
প্রযুক্তি নিয়ে বিশ্বের সবচেয়ে আলোচিত এবং বড় আয়োজন কনজ্যুমার ইলেকট্রনিকস শো (সিইএস)। এটি হলো প্রযুক্তির বাণিজ্যিক প্রদর্শনী, যা প্রতিবছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত হয়। পুরো বিশ্বের প্রযুক্তি উদ্ভাবকেরা এখানে আসেন তাঁদের অভিনব সব উদ্ভাবন নিয়ে।
১ দিন আগে