বিশ্বজুড়ে হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল মেটা কোম্পানির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক ও ইনস্টাগ্রাম। এ নিয়ে ইলন মাস্কের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স–এ অনেকেই ট্রল করছেন। এমনকি ইলন মাস্ক নিজেও এ নিয়ে মজা করতে ছাড়েননি!
এক্সের (টুইটার) মালিক ইলন মাস্ক তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লিখেছেন, ‘আপনি যদি এই পোস্টটি পড়ে থাকেন তবে এর কারণ হলো, আমাদের সার্ভারগুলো ঠিকঠাক কাজ করছে!’
অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকেও টুইট করা হয়েছে: ‘আমরা জানি আপনি কেন এখানে আছেন।’
বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত বিশ্বব্যাপী লাখ লাখ ব্যবহারকারী তাঁদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে লগ আউট হয়ে যাওয়ার অভিযোগ জানিয়েছেন। প্ল্যাটফর্ম দুটি স্বাভাবিক হওয়ার পরও অনেকে লগ ইন করতে গিয়ে সমস্যা হওয়ার কথা জানিয়েছেন।
হঠাৎ করে ফেসবুকে প্রবেশ করতে না পেরে অনেকেই ভাবছিলেন, তাঁদের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। তবে রাত পৌনে ১০টার দিকে মেটার যোগাযোগ প্রধান অ্যান্ডি স্টোন টুইট করে বলেন, ‘আমাদের সেবা নিয়ে মানুষ অসুবিধার সম্মুখীন হচ্ছেন— এ ব্যাপারে আমরা সচেতন। বর্তমানে আমরা এটি নিয়ে কাজ করছি।’
তবে ইলন মুস্কের এক্স (টুইটার) ওই সময় ঠিকঠাক কাজ করায় বহু মানুষ সেখানে এসে তাঁদের সমস্যার কথা জানান। সেই সঙ্গে চলতে থাকে ট্রল।
অনেকে মজার মজার জিআইএফ এবং প্রচুর ভিড় বা ম্যারাথনের ছবি পোস্ট করেছেন, কারণ বহু মানুষ ফেসবুকের ব্যাপারে হালনাগাদ তথ্য জানতে এক্স প্ল্যাটফর্মে ভিড় করছিলেন।
একজন এক্স ব্যবহারকারী লিখেছেন, ‘যখন আপনি বুঝতে পারেন যে ফেসবুক এবং ইনস্টাগ্রাম উভয়ই বন্ধ হয়ে গেছে এবং সবাই এক্স–এর দিকে ছুটে আসছে।’
এক টুইটে মেটার যোগাযোগ প্রধান অ্যান্ডি স্টোন বলেছেন, ‘আমরা বুঝতে পারছি, মানুষ আমাদের পরিষেবাগুলোতে প্রবেশ করতে সমস্যায় পড়ছেন। আমরা এখন এটি নিয়ে কাজ করছি।’
এই বিভ্রাটের কোনো কারণ তাৎক্ষণিকভাবে জানায়নি মেটা। মেটা এখনও টুইটারে তার নিজস্ব কোনো চ্যানেলে এক ব্যাপারে হালনাগাদ কোনো পোস্ট দেয়নি।
বিশ্বজুড়ে হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল মেটা কোম্পানির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক ও ইনস্টাগ্রাম। এ নিয়ে ইলন মাস্কের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স–এ অনেকেই ট্রল করছেন। এমনকি ইলন মাস্ক নিজেও এ নিয়ে মজা করতে ছাড়েননি!
এক্সের (টুইটার) মালিক ইলন মাস্ক তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লিখেছেন, ‘আপনি যদি এই পোস্টটি পড়ে থাকেন তবে এর কারণ হলো, আমাদের সার্ভারগুলো ঠিকঠাক কাজ করছে!’
অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকেও টুইট করা হয়েছে: ‘আমরা জানি আপনি কেন এখানে আছেন।’
বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত বিশ্বব্যাপী লাখ লাখ ব্যবহারকারী তাঁদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে লগ আউট হয়ে যাওয়ার অভিযোগ জানিয়েছেন। প্ল্যাটফর্ম দুটি স্বাভাবিক হওয়ার পরও অনেকে লগ ইন করতে গিয়ে সমস্যা হওয়ার কথা জানিয়েছেন।
হঠাৎ করে ফেসবুকে প্রবেশ করতে না পেরে অনেকেই ভাবছিলেন, তাঁদের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। তবে রাত পৌনে ১০টার দিকে মেটার যোগাযোগ প্রধান অ্যান্ডি স্টোন টুইট করে বলেন, ‘আমাদের সেবা নিয়ে মানুষ অসুবিধার সম্মুখীন হচ্ছেন— এ ব্যাপারে আমরা সচেতন। বর্তমানে আমরা এটি নিয়ে কাজ করছি।’
তবে ইলন মুস্কের এক্স (টুইটার) ওই সময় ঠিকঠাক কাজ করায় বহু মানুষ সেখানে এসে তাঁদের সমস্যার কথা জানান। সেই সঙ্গে চলতে থাকে ট্রল।
অনেকে মজার মজার জিআইএফ এবং প্রচুর ভিড় বা ম্যারাথনের ছবি পোস্ট করেছেন, কারণ বহু মানুষ ফেসবুকের ব্যাপারে হালনাগাদ তথ্য জানতে এক্স প্ল্যাটফর্মে ভিড় করছিলেন।
একজন এক্স ব্যবহারকারী লিখেছেন, ‘যখন আপনি বুঝতে পারেন যে ফেসবুক এবং ইনস্টাগ্রাম উভয়ই বন্ধ হয়ে গেছে এবং সবাই এক্স–এর দিকে ছুটে আসছে।’
এক টুইটে মেটার যোগাযোগ প্রধান অ্যান্ডি স্টোন বলেছেন, ‘আমরা বুঝতে পারছি, মানুষ আমাদের পরিষেবাগুলোতে প্রবেশ করতে সমস্যায় পড়ছেন। আমরা এখন এটি নিয়ে কাজ করছি।’
এই বিভ্রাটের কোনো কারণ তাৎক্ষণিকভাবে জানায়নি মেটা। মেটা এখনও টুইটারে তার নিজস্ব কোনো চ্যানেলে এক ব্যাপারে হালনাগাদ কোনো পোস্ট দেয়নি।
একসময় ছিল, যখন শুধু কাগজে লেখা প্রিন্ট করাই ছিল বিরাট ব্যাপার। এরপর প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে ঘরে বসেই থ্রিডি বা ত্রিমাত্রিক প্রিন্টারের মাধ্যমে ছোটখাটো মডেল, খেলনা, এমনকি যন্ত্রাংশ তৈরি করা শুরু হলো। তবে এখন সময় এসেছে ভবিষ্যতের পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার। ওয়ালমার্টের এক্সটেনশন, মেরিন ব্যারাক
৪ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি উপস্থাপক দিয়ে ছয় মাস ধরে অনুষ্ঠান চালিয়েছে অস্ট্রেলিয়ার এক রেডিও স্টেশন। তবে শ্রোতাদের মধ্যে কেউই বিষয়টি টের পায়নি। ‘ওয়ার্কডেজ উইথ থাই’ নামের অনুষ্ঠানটি সম্প্রচার হয় সিডনিভিত্তিক রেডিও স্টেশন সিএডিএ থেকে। এই অনুষ্ঠানটি প্রতি সপ্তাহে সোমবার থেকে শুক্রবার...
৫ ঘণ্টা আগেনিজের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান এক্সএআই হোল্ডিংসের জন্য প্রায় ২ হাজার কোটি ডলার বিনিয়োগ সংগ্রহের জন্য বিভিন্ন বিনিয়োগকারীর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন ইলন মাস্ক। এই ফান্ডিং রাউন্ডটি সম্পন্ন হলে এটি বিশ্বের ইতিহাসে দ্বিতীয় সর্ববৃহৎ প্রাইভেট ফান্ডিং রাউন্ড হিসেবে বিবেচিত হবে।
৭ ঘণ্টা আগেচীনের বাজারে এল বহুল প্রতীক্ষিত স্মার্টফোন রিয়েলমি জিটি৭। এই ফোনটিতে ব্যবহৃত হয়েছে ৩ এনএম প্রযুক্তি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্লাস চিপসেট। সেই সঙ্গে ফোনটিতে ৭২০০ এমএইচ শক্তিশালি ব্যাটারি দেওয়া হয়েছে। তাই কোম্পানিটি দাবি করছে, ব্যাটারির চার্জ পুরোপুরি শেষ হয়ে গেলেও মাত্র ১ মিনিট চার্জ দিলেই...
৮ ঘণ্টা আগে