
বিশ্বজুড়ে হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল মেটা কোম্পানির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক ও ইনস্টাগ্রাম। এ নিয়ে ইলন মাস্কের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স–এ অনেকেই ট্রল করছেন। এমনকি ইলন মাস্ক নিজেও এ নিয়ে মজা করতে ছাড়েননি!
এক্সের (টুইটার) মালিক ইলন মাস্ক তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লিখেছেন, ‘আপনি যদি এই পোস্টটি পড়ে থাকেন তবে এর কারণ হলো, আমাদের সার্ভারগুলো ঠিকঠাক কাজ করছে!’
অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকেও টুইট করা হয়েছে: ‘আমরা জানি আপনি কেন এখানে আছেন।’
বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত বিশ্বব্যাপী লাখ লাখ ব্যবহারকারী তাঁদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে লগ আউট হয়ে যাওয়ার অভিযোগ জানিয়েছেন। প্ল্যাটফর্ম দুটি স্বাভাবিক হওয়ার পরও অনেকে লগ ইন করতে গিয়ে সমস্যা হওয়ার কথা জানিয়েছেন।
হঠাৎ করে ফেসবুকে প্রবেশ করতে না পেরে অনেকেই ভাবছিলেন, তাঁদের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। তবে রাত পৌনে ১০টার দিকে মেটার যোগাযোগ প্রধান অ্যান্ডি স্টোন টুইট করে বলেন, ‘আমাদের সেবা নিয়ে মানুষ অসুবিধার সম্মুখীন হচ্ছেন— এ ব্যাপারে আমরা সচেতন। বর্তমানে আমরা এটি নিয়ে কাজ করছি।’
তবে ইলন মুস্কের এক্স (টুইটার) ওই সময় ঠিকঠাক কাজ করায় বহু মানুষ সেখানে এসে তাঁদের সমস্যার কথা জানান। সেই সঙ্গে চলতে থাকে ট্রল।
অনেকে মজার মজার জিআইএফ এবং প্রচুর ভিড় বা ম্যারাথনের ছবি পোস্ট করেছেন, কারণ বহু মানুষ ফেসবুকের ব্যাপারে হালনাগাদ তথ্য জানতে এক্স প্ল্যাটফর্মে ভিড় করছিলেন।
একজন এক্স ব্যবহারকারী লিখেছেন, ‘যখন আপনি বুঝতে পারেন যে ফেসবুক এবং ইনস্টাগ্রাম উভয়ই বন্ধ হয়ে গেছে এবং সবাই এক্স–এর দিকে ছুটে আসছে।’
এক টুইটে মেটার যোগাযোগ প্রধান অ্যান্ডি স্টোন বলেছেন, ‘আমরা বুঝতে পারছি, মানুষ আমাদের পরিষেবাগুলোতে প্রবেশ করতে সমস্যায় পড়ছেন। আমরা এখন এটি নিয়ে কাজ করছি।’
এই বিভ্রাটের কোনো কারণ তাৎক্ষণিকভাবে জানায়নি মেটা। মেটা এখনও টুইটারে তার নিজস্ব কোনো চ্যানেলে এক ব্যাপারে হালনাগাদ কোনো পোস্ট দেয়নি।

বিশ্বজুড়ে হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল মেটা কোম্পানির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক ও ইনস্টাগ্রাম। এ নিয়ে ইলন মাস্কের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স–এ অনেকেই ট্রল করছেন। এমনকি ইলন মাস্ক নিজেও এ নিয়ে মজা করতে ছাড়েননি!
এক্সের (টুইটার) মালিক ইলন মাস্ক তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লিখেছেন, ‘আপনি যদি এই পোস্টটি পড়ে থাকেন তবে এর কারণ হলো, আমাদের সার্ভারগুলো ঠিকঠাক কাজ করছে!’
অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকেও টুইট করা হয়েছে: ‘আমরা জানি আপনি কেন এখানে আছেন।’
বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত বিশ্বব্যাপী লাখ লাখ ব্যবহারকারী তাঁদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে লগ আউট হয়ে যাওয়ার অভিযোগ জানিয়েছেন। প্ল্যাটফর্ম দুটি স্বাভাবিক হওয়ার পরও অনেকে লগ ইন করতে গিয়ে সমস্যা হওয়ার কথা জানিয়েছেন।
হঠাৎ করে ফেসবুকে প্রবেশ করতে না পেরে অনেকেই ভাবছিলেন, তাঁদের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। তবে রাত পৌনে ১০টার দিকে মেটার যোগাযোগ প্রধান অ্যান্ডি স্টোন টুইট করে বলেন, ‘আমাদের সেবা নিয়ে মানুষ অসুবিধার সম্মুখীন হচ্ছেন— এ ব্যাপারে আমরা সচেতন। বর্তমানে আমরা এটি নিয়ে কাজ করছি।’
তবে ইলন মুস্কের এক্স (টুইটার) ওই সময় ঠিকঠাক কাজ করায় বহু মানুষ সেখানে এসে তাঁদের সমস্যার কথা জানান। সেই সঙ্গে চলতে থাকে ট্রল।
অনেকে মজার মজার জিআইএফ এবং প্রচুর ভিড় বা ম্যারাথনের ছবি পোস্ট করেছেন, কারণ বহু মানুষ ফেসবুকের ব্যাপারে হালনাগাদ তথ্য জানতে এক্স প্ল্যাটফর্মে ভিড় করছিলেন।
একজন এক্স ব্যবহারকারী লিখেছেন, ‘যখন আপনি বুঝতে পারেন যে ফেসবুক এবং ইনস্টাগ্রাম উভয়ই বন্ধ হয়ে গেছে এবং সবাই এক্স–এর দিকে ছুটে আসছে।’
এক টুইটে মেটার যোগাযোগ প্রধান অ্যান্ডি স্টোন বলেছেন, ‘আমরা বুঝতে পারছি, মানুষ আমাদের পরিষেবাগুলোতে প্রবেশ করতে সমস্যায় পড়ছেন। আমরা এখন এটি নিয়ে কাজ করছি।’
এই বিভ্রাটের কোনো কারণ তাৎক্ষণিকভাবে জানায়নি মেটা। মেটা এখনও টুইটারে তার নিজস্ব কোনো চ্যানেলে এক ব্যাপারে হালনাগাদ কোনো পোস্ট দেয়নি।

বাংলাদেশের ক্রমবর্ধমান ফ্রিল্যান্সিং সেক্টরকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ফ্রিল্যান্সারদের নিবন্ধন ও আইডি কার্ড (পরিচয়পত্র) দেবে সরকার। এ জন্য জাতীয় ফ্রিল্যান্সার নিবন্ধন ও আইডি কার্ড কার্যক্রমের ডিজিটাল প্ল্যাটফর্ম freelancers. gov.bd-এর VAPT (Vulnerability Assessment & Penetration Testing) সম্পন্ন...
২ ঘণ্টা আগে
দেশে ডোমেইন ব্যবহারে উৎসাহ দিতে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) .bd ডোমেইন সেবার জনপ্রিয় ক্যাটাগরিতে মূল্যছাড় ঘোষণা করেছে। আজ রোববার (১১ জানুয়ারি) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৯ ঘণ্টা আগে
আরও সাশ্রয়ী ও উচ্চগতির ইন্টারনেট পৌঁছে দিতে একই খরচে গতি বাড়িয়ে নতুন প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। রাষ্ট্রীয় সংস্থাটির বিদ্যমান সব ইন্টারনেট প্যাকেজের মাসিক সাবস্ক্রিপশন ফি অপরিবর্তিত রেখে ইন্টারনেটের গতি কয়েক গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে।
১ দিন আগে
বিশ্বের প্রথম দেশ হিসেবে ইলন মাস্কের চ্যাটবট গ্রোক নিষিদ্ধ করল ইন্দোনেশিয়া। ভুয়া ও এআই দিয়ে বানানো পর্নোগ্রাফিক কনটেন্টের ঝুঁকির কারণে এই সিদ্ধান্ত নিয়েছে বলে আল জাজিরার প্রতিবেদনে জানা গেছে।
১ দিন আগে